'উটের আরোহী খলীফা নয়, উটের চালক খলীফা'।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ জুলাই, ২০১৪, ০৯:৩৫:৩০ সকাল

'উটের আরোহী খলীফা নয়, উটের চালক খলীফা'।



মুসলমানেরা জেরুজালেম নগরী অবরোধ করে রেখেছে। সেনাপতি আমর ইবনুল আস (রা) এর নেতৃত্বে মাসের পর মাস চলছে অবরোধ। অবশেষে খ্রিস্টান নেতৃবৃন্দ জানালো, 'হযরত উমর (রা) যদি জেরুজালেম নগরীতে আসেন তবে বিনা রক্তপাতে এ পবিত্র নগরীর চাবি তুলে দেয়া হবে তাঁর হাতে। নতুবা রক্তক্ষয়ী সংঘর্ষ অনিবার্য।'

আমীরুল মু'মিনীনের নির্দেশ রক্তপাত করা যাবে না, তাদের দুর্গে আঘাত হানা যাবে না, খলীফা নিজেই জেরুজালেম আসবেন। অর্ধ পৃথিবীর শাসক একটি গোলাম, সামান্য খাবার ও পানির সাথে উটের পৃষ্ঠে আরোহন করে রওয়ানা হলেন জেরুজালেমের পথে। খরতপ্ত মরু উটের লাগাম হাতে চলছে গোলাম। ঘাম ঝরছে দরদর করে। সমগ্র পৃথিবী যে উমরের ভয়ে কম্পমান সে উমর আল্লাহর ভয়ে কাঁপছে থর থর করে।

গোলামকে ডেকে বললেন- 'আসলাম! তুমি ক্লান্ত হয়ে পড়েছ, আমাকে কিছুক্ষণ উটের রশি হাতে চলতে দাও, আর তুমি উটের পিঠে বস।' গোলাম বললেন, 'অসম্ভব, এটা কখনও হতে পারে না।' খলীফা বললেন, 'না, সারাপথ প্রচন্ড গরমের মধ্যে তুমি উট টেনে চলবে এটা অমানবিক। আমি এ জুলুমের জন্য আল্লাহকে জবাব দিতে পারবো না।' খলীফা নির্দেশ দিয়ে গোলামকে উটের পিঠে চড়িয়ে তিনি উটের রশি হাতে মরু পাড়ি দিলেন। এইভাবে পালাক্রমে দিনের পর দিন অতিক্রম করে জেরুজালেম নগরীর প্রান্তে উপস্থিত হলেন। খ্রিস্টান নরপতি ও পাদ্রীগণ বিশ্বনন্দিত রাষ্ট্রনায়ক যার জন্য এতদিন অপেক্ষা করছেন সে উমরকে অভিবাদন জানাবার জন্য উটের আরোহীর দিকে সসম্মানে এগিয়ে গেলেন। খলীফার গোলাম সিক্ত নয়নে চিৎকার করে বললেন, 'উটের আরোহী খলীফা নয়, উটের চালক খলীফা'।

হযরত আবু উবায়দা (রা) সিরিয়ার রণাঙ্গন থেকে খলীফাকে স্বাগত জানাবার জন্য স্বসৈন্যে জেরুজালেম নগরীতে উপস্থিত হয়েছেন। মুসলমান ও খ্রিস্টান সেনাপতি, নরপতি ও হাজার হাজার কৌতূহলী জনতা এ দৃশ্য দেখে হতবাক! এ ধরনের আর একটি দৃষ্টান্ত মানবজাতির ইতিহাস থেকে উল্লেখ করার জন্য দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। এটা ইতিহাসের জীবন্ত উদাহরণ নয় বরং এটাই জীবন্ত ইতিহাসের পূর্ণাঙ্গ রূপ। আজ যখন বর্ণ, ধর্ম, প্রথা ও ভাষার বিভক্তিতে মানবতা খন্ডিত, বিভাজিত, অবহেলিত, উপেক্ষিত ও পদদলিত, তখনই মানুষের জন্য হযরত উমরের মানবতাবাদী আদর্শ নিয়ে এসেছে ধুলায় ধুসরিত, অবহেলিত, লাঞ্ছিত গোলামকে মানবতার উচ্চ শিখরে প্রতিষ্ঠিত করার বিজয়বার্তা।

উটের রশি হাতে হযরত উমর (রা) এর উপস্থিতি খ্রিস্টান জনপদকে এত অভিভূত ও বিস্মিত করেছিল যে তাদের যুগযুগ ধরে যুদ্ধ করার সমরাস্ত্র, তীর, বল্লম, উন্মুক্ত কৃপাণ সবকিছু হযরত উমর (রা) এর মানবতার কাছে আজ পরাভূত ও পরাজিত। বিনা যুদ্ধে বিনা বাক্য ব্যয়ে পবিত্র জেরুজালেম নগরীর চাবি তারা তুলে দিল খলীফা উমরের হাতে।

খলীফা এত সাধারণ পোষাকে জেরুজালেম নগরীতে হাজির হলেন যে তাঁর তালিযুক্ত বেদুইনদের পরিহিত জামা দেখে মুসলিম সৈন্যরাও আশ্চর্য হলেন, একজন তো খলীফার কানে কানে বলেই ফেললেন, 'আপনি কি আরও সুন্দর পোষাক পরে খ্রিস্টানদের এ জনপদে আসলে ভালো হতো না?' হযরত উমর জবাব দিলেন-

'আমাদের সম্মান বিচিত্র পোষাকের মধ্যে নেই, আমরাতো সেই জাতি ইসলামই যাদের মাথায় পরিয়ে দিয়েছে ইজ্জতের মুকুট। আমরা কি নির্বোধদের খুশি করার জন্য আমাদের প্রিয় নবীর আদর্শ ত্যাগ করবো?

আজকের পৃথিবীর সমস্যা যেন একজন উমরের মধ্যে নিহিত রয়েছে। আর যে ব্যক্তিটি শুধু বিশ্ব জাহানের প্রভু আল্লাহ তায়ালার ভয়ে ছিল কম্পমান, আর তাঁরই ন্যায়দন্ডের সামনে গোটা পৃথিবী ছিল কম্পমান।

Collected......

বিষয়: বিবিধ

১৬২১ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

246643
২১ জুলাই ২০১৪ সকাল ১০:৪৯
২১ জুলাই ২০১৪ সকাল ১০:৫০
191505
গ্রামের পথে পথে লিখেছেন : হা, ইনি ব্রীটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরুন।
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:২২
191840
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সবাইকে পড়ার নিমন্ত্রন রইল।

Click this link

246670
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:০৯
সুশীল লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:২২
191841
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সবাইকে পড়ার নিমন্ত্রন রইল।

Click this link

246671
২১ জুলাই ২০১৪ দুপুর ০১:০৯
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:২২
191842
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সবাইকে পড়ার নিমন্ত্রন রইল।

Click this link

246719
২১ জুলাই ২০১৪ দুপুর ০৩:১৮
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:২২
191843
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সবাইকে পড়ার নিমন্ত্রন রইল।

Click this link

246734
২১ জুলাই ২০১৪ বিকাল ০৪:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : রোজ কিয়ামতে আল্লাহ যেদিন কহিবের উমর ওরে,
করেনি খলিফা মুসলিম জাঁহা তোর সুখ তরে তোরে।
২২ জুলাই ২০১৪ দুপুর ১২:২২
191844
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । সবাইকে পড়ার নিমন্ত্রন রইল।

Click this link

247304
২২ জুলাই ২০১৪ রাত ০৮:৩০
বাজলবী লিখেছেন : ভালো লাগলো। ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File