মানুষ মরনশীল । মৃত্যু দূতের সাথে কথোপকথন !

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ জুলাই, ২০১৪, ০৬:৩৩:৪৪ সন্ধ্যা

¤মৃত্যু দূতের সাথে কথোপকথন !

=<< >>=



এক মুমূর্ষু ব্যক্তি মৃত্যুর আগে মৃত্যু দূতের আগমন

টের পেলেন। হাসপাতালের বিছানায় শোয়া অবস্থায়

তিনি দেখলেন মৃত্যুদূত ধীরে ধীরে তার

দিকে এগিয়ে আসছেন। তার হাতে একখানা বড়

সুইটকেস ।

মৃত্যুদূতঃ আপনার যাবার সময় হয়েছে।

আমি আপনাকে নিয়ে যেতে এসেছি।

ব্যক্তিঃ একটু তারাতাড়ি হয়ে গেল না? আর কিছুদিন

কি সময় দেয়া যায় না? আমার তো অনেক কিছুই

করার পরিকল্পনা ছিল। জীবনের অনেক

কিছুইতো এখনও বাকি আছে।

মৃত্যুদূতঃ আমি দুঃখিত। আমি শুধু স্রষ্টার আদেশ

পালন করতেই এসেছি। যখন যার সময় হয়

আমি স্রষ্টার নির্দেশে তখন তাকেই

নিয়ে যেতে আসি। এক্ষেত্রে আমার করার কিছুই

নেই।

ব্যক্তিঃ আপনার সুইটকেসের ভিতর

কি আছে জানতে পারি কি?

মৃত্যুদূতঃ এর ভেতর আপনার সারা জীবনের সঞ্চিত

জিনিস-পত্তর।

ব্যক্তিঃ আমার সঞ্চিত জিনিস-পত্তর? তার

মানে আমার কাজ, অর্থ-বিত্ত, কাপর চোপড়

ইত্যাদি?

মৃত্যুদূতঃ না। সেইগুলো তো পার্থিব সম্পদ

এবং তা সব সময়ই পৃথিবীর অধিকার ভুক্ত ।

ব্যক্তিঃ তাহলে আপনার সুইটকেসে কি আমার

জীবনের সমস্ত স্মৃতি ভরে নিয়ে এসেছেন?

মৃত্যুদূতঃ ভুল ধারনা করলেন। সেইগুলো তো শুধুমাত্র

একটা বিশেষ সময়ের অধিকার ভুক্ত।

ব্যক্তিঃ তাহলে কি ওখানে আমার মেধা, বুদ্ধি,

আবেগ-বিবেক সঞ্চিত?

মৃত্যুদূতঃ না। সেইগুলো তো সব সময় আপনার

পরিবেশ ও পরিস্থিতির অধিকার ভুক্ত।

যে পরিবেশে জীবন ধারন করেছেন।

ব্যক্তিঃ তাহলে কি ওখানে আমার পরিবার, আত্মীয়-

স্বজন, বন্ধু-বান্ধব?

মৃত্যুদূতঃ দুঃখিত। আবারও ভুল ধারনা করলেন।

তারা তো শুধুমাত্র পথের সাথী। যেই পথ

ধরে এতোগুলো বছর হেঁটে চলেছেন।

ব্যক্তিঃ তাহলে কি ওখানে আমার স্ত্রী-সন্তান?

মৃত্যুদূতঃ না। তারা তো আপনার হৃদয় ও মনের

অধিকারে থাকে।

ব্যক্তিঃ তাহলে আপনি নিশ্চয়ই আমার দেহ

কে নিয়ে এসেছেন।

মৃত্যুদূতঃ না, না। দেহ তো মাটি আর ধুলো-বালির

অধিকারে থাকে।

ব্যক্তিঃ আমি নিশ্চিত। আপনি আমার

আত্নাকে সুইটকেসে নিয়ে এসেছেন।

মৃত্যুদূতঃ আমি দুঃখিত। আবারও ভুল ধারনা করলেন।

মানুষের আত্না থাকে স্রষ্টার অধিকারে।

অতঃপর মৃত্যুদূত তার হাতের সুইটকেসটি মুমূর্ষু

ব্যক্তির বিছানার কাছে নিয়ে খুলে দিলেন। ভয়ার্ত ও

অশ্রুসিক্ত নয়নে মৃত্যুপথ

যাত্রী ব্যক্তি সুইটকেসটির ভেতর আপাদমস্তক

পর্যবেক্ষণ করলেন। কিন্তু

ওখানে শুন্যতা ছাড়া কিছুই দেখতে পেলেন না।

ব্যক্তিঃ আপনি আমার মৃত্যু কালে শুধু

একটা খালি সুইটকেস নিয়ে এসেছেন।

সারা জীবনে আমার কি কিছুই অর্জন ছিল না?

মৃত্যুদূতঃ ঠিক তাই। আপনি পৃথিবীতে কখনই কোন

কিছুর প্রতি অধিকার নিতে পারেন

নি কিংবা অধিকার প্রতিষ্ঠা করতে পারেননি।

ব্যক্তিঃ তাহলে এই পৃথিবীর জীবনে আমার

বলতে আসলে কি ছিল?

মৃত্যুদূতঃ পৃথিবীতে বেঁচে থাকার প্রতিটি মুহূর্ত ছিল

আপনার জন্য বরাদ্দকৃত। আশা করি সেই

প্রতিটি মুহূর্তের ব্যাবহার ছিল অর্থবহ। এবার

আমার সাথে চলুন।

উপসংহার:

জীবন হচ্ছে অসংখ্য মুহূর্তের সংঘবদ্ধ দল।

ওরা দ্রুত আসে আবার দ্রুত চলে যায়। কখনও

ওরা জীবনের জন্য নিয়ে আসে হাসি-আনন্দ,

কখনওবা আবার দুঃক্ষ-কান্না। এই হাসি-কান্নার

মাঝখানের পথটির নাম হচ্ছে জীবন। জীবন খুবই

ক্ষণস্থায়ী। প্রতিদিনের আলো-বাতাসে আমাদের

বেচে থাকার মুহূর্তগুলো হয়ে উঠুক অর্থবহ। নিজের

জন্য, সবার জন্য !!!

(সংগ্রহ করা হয়েছে শহীদ নোমানীর স্ট্যাটাস থেকে )

বিষয়: বিবিধ

২১৪৪ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

244925
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার সুইটকেসের ভিতর

কি আছে জানতে পারি কি?

মৃত্যুদূতঃ এর ভেতর আপনার সারা জীবনের সঞ্চিত
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৬:৫৩
190233
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আমার ভয় হয়েছে অনকে অনেক যা বুঝিয়ে বলা যাবে না
২০ জুলাই ২০১৪ সকাল ১১:১৭
191138
সত্যলিখন লিখেছেন : ভয় পেও না ছোট্ট ভাইটি আমার ,ভয় কে কর জয় , শহীদি মরনের তামান্না যাদের মরনেই তো তাদের জয় ।
244929
১৫ জুলাই ২০১৪ সন্ধ্যা ০৭:৫৯
ফেরারী মন লিখেছেন : জীবন হচ্ছে অসংখ্য মুহূর্তের সংঘবদ্ধ দল। ওরা দ্রুত আসে আবার দ্রুত চলে যায়। কখনও ওরা জীবনের জন্য নিয়ে আসে হাসি-আনন্দ, কখনওবা আবার দুঃখ-কান্না।

সুন্দর বলেছেন।
২০ জুলাই ২০১৪ সকাল ১১:১৪
191137
সত্যলিখন লিখেছেন : Click this link

আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন ।
244945
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৪৬
মাহবুবা সুলতানা লায়লা লিখেছেন : সুন্দর উপমা দিয়ে লিখেছেন তারপরও যদি আমরা বুঝতে পারি! আল্লাহ তৌফিক দিন! আমিন!
244947
১৫ জুলাই ২০১৪ রাত ০৮:৫২
সন্ধাতারা লিখেছেন : You have discussed nicely alhamdulillah
244961
১৫ জুলাই ২০১৪ রাত ০৯:২৮
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।
246652
২১ জুলাই ২০১৪ সকাল ১১:৩২
নাবিলা লিখেছেন : আল্লাহ আমাদের সকলকে স্যুটকেসটি পূর্ণ করার তাওফিক দিন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File