মাহে রমজান মাসের পাঠ্য সিলেবাস
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৫ জুলাই, ২০১৪, ১০:০৫:২২ সকাল
বিসমিল্লাহির রাহমানির রাহিম
মাহে রমজান মাসের পাঠ্য সিলেবাস
মাহে রমজান মাসের পাঠ্য সিলেবাস এখনো যারা পান নাই তাদের জন্য দিলাম ।
১।আল কোরান ঃ
ক) সুরা বাকারা ১৮৩-১৮৭ আয়াত ।
খ)সুরা আলে ইমরান ১১-২০ রুকু ,
গ)সুরা ফোরকান শেষ’ রুকু
ঘ)সুরা ওয়াকিয়া, সুরা আল-বুরুজ,সুরা আল কদর ,সুরা তাকাসুর ও সুরা আসর।
২।হাদীসঃ আল্লাহ তালার পরিচয় ,আখিরাত ,সিয়াম ওচরিত্রগঠন সংক্রান্ত অধ্যায়।
৩।সাহিত্যঃ কুরআন ,রমজান ও তাকওয়া, নামাজ রোজার হাকিকত,রাসুল সাঃ মাক্কী জ়ীবন,হেদায়াত ও ইসলামী আন্দোলনঃ সাফল্যের শর্তাবলী।
৪।আল কোরানের বাছাই কৃত কিছু আয়াত ও হাদীস মুখস্থ করা ঃ
কিছু আয়াত ঃ
সুরা মায়েদার আয়াত-৩৫,৫৪,৫৫ও৫৬ , কাহাফ-আয়াত ১০ ,ইব্রাহিম ায়াত-২৪,২৫
কিছু হাদীসঃ ক) ইসলামে নৈতিক চরিত্র (হাদিস শরীফ ১ম খন্ডের ১৬২ নং পেইজ)
খ)জামা’আতী জীবন (হাদিস শরীফ ১ম খন্ডের ২০৫-২০৮ নং পেইজ)
আমরা যারাই রমজানের যত পড়াই পড়ি না কেন আগে আমরা সবাই এই পড়া গুলো আমাদের উলিল আমর থেকে দেওয়া রমজানের পাঠ্য সিলেবাস তাই এই সিলেবাস আগে শেষ করতে হবে কারন আল্লাহ ও আল্লাহর রাসুলের আনুগত্য করার সাথে সাথে আমাদের নেতাদের আনুগত্য করার আদেশ কোরানে দেওয়া হয়েছে ।আর কোরানের প্রতিটি আদেশই ফরজ ।আর রোজায় এক ফরজ এর আমল হবে অন্যদিনের ৭০ ফরজ আমলের সমান।আর দেরী নয় আজই শুরু করি।
আল্লাহ রমজান এর মাধ্যমে আমাদের কে কোরান হাদীসের আলোকে আত্নশুদ্ধি ও আত্নগঠন করার তাওফিক দান করুন ।
বিষয়: বিবিধ
১৪৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কিছু ইসলামিক অ্যাপস রমজান মাসের জন্য শেয়ার করেছি । দেখতে পারেন। লিঙ্কঃ http://www.bloggermaruf.com/2014/06/islamic-android-apps.html
জাযাকাল্লাহ্
Click this link
মন্তব্য করতে লগইন করুন