বন্ধু আসছে আমার বাড়ি।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ জুন, ২০১৪, ১০:০৮:৫২ রাত
বন্ধু আসছে আমার বাড়ি,
কোথায় রাখব তাই ভাবছি
জীর্নসিন্ন মোর হৃদয় কুঠিরখানি,
বন্ধু ,তাতে আসন পাতা আছে।।
আমার বন্ধু আসছে বলে
অশ্রু জলে দাঁড়িয়ে আছি,
হৃদয় দুয়ার খোলা রাখি
বলব , তারে সুস্বাগতম।।
প্রভু ! আমার দয়াময়,
তোমার ভালবাসায়
সিক্ত হয়ে তোমার বন্ধুকে
করি যেন হৃদয়ে আলিঙ্গন।।
বন্ধু যেন,মোর আপ্যায়নে
আমার উপর খুশি হয়ে,
নিয়ে দিবেন প্রভু থেকে
রহমত মাগফিরাত নাজাত।।
বন্ধু আসছে আমার বাড়ি।
আনন্দ অশ্রুতে নাচে দু'নয়ন,
প্রভু! তোমার হেদায়াতের আলো দিয়ে
ভরে দাও মোর অন্ধকার হৃদয়কুঠির।।
বিষয়: বিবিধ
১৪০৩ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আনন্দ অশ্রুতে নাচে দু'নয়ন,
হেদায়াতের আলো দিয়ে প্রভু!
তুমি ভরে দিও আমার হৃদয়।।
অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
তাও বুকভরা আশাবাদী
প্রভু মোর ক্ষমাকারী!
পরকালে তুলে নিবেন তীরে
সেই ভরসায় ভাসিয়েছি তরী।।
মন্তব্য করতে লগইন করুন