বন্ধু আসছে আমার বাড়ি।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ জুন, ২০১৪, ১০:০৮:৫২ রাত

বন্ধু আসছে আমার বাড়ি,

কোথায় রাখব তাই ভাবছি

জীর্নসিন্ন মোর হৃদয় কুঠিরখানি,

বন্ধু ,তাতে আসন পাতা আছে।।

আমার বন্ধু আসছে বলে

অশ্রু জলে দাঁড়িয়ে আছি,

হৃদয় দুয়ার খোলা রাখি

বলব , তারে সুস্বাগতম।।

প্রভু ! আমার দয়াময়,

তোমার ভালবাসায়

সিক্ত হয়ে তোমার বন্ধুকে

করি যেন হৃদয়ে আলিঙ্গন।।

বন্ধু যেন,মোর আপ্যায়নে

আমার উপর খুশি হয়ে,

নিয়ে দিবেন প্রভু থেকে

রহমত মাগফিরাত নাজাত।।

বন্ধু আসছে আমার বাড়ি।

আনন্দ অশ্রুতে নাচে দু'নয়ন,

প্রভু! তোমার হেদায়াতের আলো দিয়ে

ভরে দাও মোর অন্ধকার হৃদয়কুঠির।।

বিষয়: বিবিধ

১৪০৩ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

239225
২৬ জুন ২০১৪ রাত ১০:৪১
ছিঁচকে চোর লিখেছেন : অসাম ভাই অসাম হয়েছে,,, অনেক অনেক ধন্যবাদ
২৬ জুন ২০১৪ রাত ১০:৫০
185674
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । আমি আপনাদের ভাই না দাদীবুড়ি। প্রথম মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে ছিটকে চোর থেকে দুনিয়া ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।
239227
২৬ জুন ২০১৪ রাত ১০:৪৫
শিশির ভেজা ভোর লিখেছেন : বন্ধু আসবে আমার বাড়ি।
আনন্দ অশ্রুতে নাচে দু'নয়ন,
হেদায়াতের আলো দিয়ে প্রভু!
তুমি ভরে দিও আমার হৃদয়।।

অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন Rose Rose
২৬ জুন ২০১৪ রাত ১১:১৫
185707
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আলহামদুলিল্লাহ।সুন্দর মন্তব্যের আল্লাহ আপনাকে দুনিয়াতে ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

239239
২৬ জুন ২০১৪ রাত ১১:৩১
চিরবিদ্রোহী লিখেছেন : কবিতা লিখেন কিভাবে? অনেক চেষ্ঠা করলাম, কিছুতো বের হয় না।
২৬ জুন ২০১৪ রাত ১১:৫৫
185715
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আলহামদুলিল্লাহ। আমি জানি না আমার আল্লাহ কখন আমাকে দিয়ে কি লিখান। আমার প্রান প্রিয় শিক্ষক দাদা বলেছেন,আমি যেন লিখালেখি বন্ধ না করি। তাই মনে যা আল্লাহ আনেন তাই আপনাদের মত জ্ঞানীদের মাঝে ভয়ে ভয়ে তুলে ধরি। আল্লাহর অজ্ঞ পাপী একবান্দী ।
তাও বুকভরা আশাবাদী
প্রভু মোর ক্ষমাকারী!
পরকালে তুলে নিবেন তীরে
সেই ভরসায় ভাসিয়েছি তরী।।
239267
২৭ জুন ২০১৪ রাত ০১:২৮
সন্ধাতারা লিখেছেন : Alhamdulillah! Very nice poem.
239279
২৭ জুন ২০১৪ রাত ০২:৫৭
ভিশু লিখেছেন : মহিমান্বিত মাহে রমযানকে স্বাগতম জানিয়ে চমৎকার হয়েছে কবিতাটি! জাযাকাল্লাহ খাইরান!
Praying Praying Praying
239291
২৭ জুন ২০১৪ সকাল ০৫:০১
জোনাকি লিখেছেন : সুইট।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File