জাতির বিবেকের কাছে প্রশ্ন ,প্রতিদিন সকালে কোরান পড়া মা প্রধানমন্ত্রী হয়েও পর্দানশীল মেয়েদের হাতে হাত কড়া কেন?

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৯ জুন, ২০১৪, ০৮:৫৬:২৫ রাত





এক দেশে দুই আইন , এটা তো বড্ড বেআইন

এক দেশে দুই আইনের প্রথম পর্বঃ

সংসদে গানে গানে আলোচনা মমতাজের

সংসদ প্রতিনিধি:মঙ্গলবার ২০১৪-১৫ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন এই কণ্ঠশিল্পী।

মমতাজ বক্তৃতা শুরু করেন গান দিয়ে। অন্নদা শঙ্কর রায়ের ‘যতদিন রবে পদ্মা, যমুনা, গৌরি, মেঘনা বহমান/ ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান’ কবিতাটির কয়েকটি পংক্তি সুর করে গেয়ে ওঠেন মমতাজ।

নবম সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর এবং বাজেট আলোচনায় অংশ নিয়ে বক্তব্যেও গান শুনিয়েছিলেন এই সংসদ সদস্য, তবে তা ছিল বক্তব্য শেষে।

এবার বক্তব্যের শেষে মমতাজ গাইলেন- “হায়রে বাঙালি, ওরে বাঙালি/ তোরা বুঝবিরে একদিন/ প্রধানমন্ত্রী শেখ হাসিনা থাকবে না যেদিন/শেখ হাসিনার জন্য আছে মুক্তিযুদ্ধের চেতনা/ তা না হলে ওসব কথা বলা যেত না।”

নিজ দলের সংসদ সদস্যের এই গানের সময় সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হাসতে দেখা যায়।

মমতাজের জন্য নির্ধারিত সময় শেষ হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে সময় বাড়িয়ে দেন।

সমমতাজের গান শেষ হলে সংসদ সদস্যদের টেবিল চাপড়ে বাহবা দিতেও দেখা যায়।

তাজের জন্য নির্ধারিত সময় শেষ হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী তাকে সময় বাড়িয়ে দেন।

তারিখ:19 Jun,2014 06:00 PM

http://sylheteralap.com/category/politics/4534/#.U6LfWfZ4EO8.facebook

এক দেশে দুই আইনের ২য় পর্ব ঃ

পবিত্র মাহে রামাজান আগাম কোরানের প্রশিক্ষন উপলক্ষে রাজধানীর দক্ষিন গোড়ানের একটি বাসায় ঘরোয়া পরিবেশে বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্হার কেন্দ্রীয় সভানেত্রী ও সেক্রেটারী সহ কিছু ছাত্রী কোরানের তালিম করছিল । এই তালিম থেকে আমাদের এই পর্দানশীল মেয়েদের গ্রেফতার করে খিলগাও থানার আওয়ামী পুলিশলীগ ।

সেখানে তারা বাংলাদেশ ইসলামী ছাত্রীসংস্হার কেন্দ্রীয় সভানেত্রী ও সেক্রেটারী সহ মোট ২৪ জনকে আটক করেছে

আপনাদের বিবেকের কাছে প্রশ্ন

প্রতিদিন সকালে কোরান পড়া মা প্রধানমন্ত্রী হয়েও পর্দানশীল মেয়েদের হাতে হাত কড়া কেন?

এই মা তো একজন মুসলিম দেশের মুসলমান মেয়ে যিনি সকালে কোরান না পড়ে জায়নামাজ থেকে উঠেন না।সেই মা কি এটা জানেন না যে,তারা মমতাজের মত সংসদে গিয়ে জনগনের কথা না বলে দেশ নেত্রী মানষকন্যার প্রশংসার গান গেয়ে হাসি ফুটালো প্রধানমন্ত্রীর মুখে , আর ঐ মেয়ে গূল দুনিয়ার গান না গেয়ে আল্লাহর কোরানের গান গাইতেই গিয়েছে। এটা কি তারা অপরাধ করেছে ।তারা দুনিয়ার বাহাবা পেতে নয় আল্লাহ সন্তুষ্টির জন্য । তাই তাদের গলায় ফুলের মালা না দিয়ে হাতে দিয়েছে হাত করা । দেশের কল্যানে বাবা মা হত্যা করা ঐশীর মত মেয়ে আর না হয় তাই তারা ইসলামের জ্ঞান দিয়ে সমাজের মেয়েদের ভাল পথে আনতে চেয়েছিলো আখিরাতে আল্লাহর পাকড়াও থেকে বাচার জন্য । কারন

আল কোরানে আল্লাহ বহু বার বলা হয়েছে,

ইকামতে দ্বীনের কাজ করা সবার জন্য ফরজ কাজ।

হাদিসে আছে" তোমাদের মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যে নিজে কোরান শিখে ও অন্যকে শিখায় " বুখারী

হাদিসে আরো আছে"জ্ঞানার্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ" ইবনে মাজাহ

তাই যুগে যুগে নবী রাসুল রা এই কাজের দায়িত্ব পালন করে গেছেন। আর উনাদের কাজে বাধা দিয়েছেন যারা তাদের নাম আমরা সবাই জানি । তাদের কি ধ্বংসাত্নাক পরিনতি হয়েছিল দুনিয়াতেই তাও আমরা সবাই জানি ।

আমাদের জান মাল আমাদের জান মাল বিক্রি করা আর বিনিময়ে জান্নাত কিনে নেওয়া । তাই ইনশাল্লাহ আমাদের কিছুই হবে না ।কারন আমরা কাদের উত্তর সুরী ?

তা দেখুন

আমরা ,ইসলামের প্রথম শহিদ সুমাইয়া রআঃ উত্তর সুরী।

যিনি মৃত্যু কে হাসি মুখে বরন করেছেন

তাও অন্যায়ের কাছে মাথা নত করেন নাই ।

আমরা সেই প্রথম আল্লাহর ও রাসুল সা প্রেমে পাগল হওয়া ইসলাম গ্রহন কারীনি ও

আল্লাহর সালাম প্রাপ্ত হওয়া খাদিজা রাঃ উত্তরসুরী।

জান্নাতীদের নেত্রী মা ফাতেমার উত্তরসুরী।

রাসুল সাঃ যে জ্ঞানী মহিলার কোলে মাথা রেখে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আমরা বিবি আয়েশার উত্তরসুরী।

তাই আমরা আল্লাহ ছাড়া আর কাউকে ভয়করীনা ।

ইসলাম আমাদের দিয়েছে সন্মান মর্যাদা শক্তি ।

যাবে যাক দেহ থেকে প্রান তাতেও

মোরা করব না আত্নসমার্প্ন।

তাই আমাদের নয়নমনি মেয়েদের ফিরিয়ে দিন ।

না হলে আল্লাহর আযাব কে ভয় করুন ।

বিষয়: বিবিধ

১৮১৭ বার পঠিত, ২৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

236591
১৯ জুন ২০১৪ রাত ০৯:১২
পুস্পিতা লিখেছেন : শেখ হাসিনা হলো ধর্মনিরপেক্ষতাবাদী। আর মুসলিম দেশে ধর্মনিরপেক্ষতাবাদের অর্থই হলো ইসলাম বিরোধীতা। তাই এদেশে অধিকার নেই শুধু ইসলামের। অন্য যে কোন ধর্ম সবধরনের অধিকার ভোগ করবে, কিন্তু ইসলাম ধর্মের বেলায় ব্যাক্তিগত ভাবে পালন করতে গেলেও বাঁধা আসবে। কামাল আতার্তুক থেকে নিয়ে শেখ মুজিব, হাসিনা সবাই তা করেছে, করছে। তাই শেখ হাসিনা যদি আসলে কুরআন পড়ে থাকে তা ইসলাম বুঝা বা মানার জন্য নয়, ভন্ডামি করার জন্য।
১৯ জুন ২০১৪ রাত ০৯:২২
183161
সত্যলিখন লিখেছেন : আপু সে ভেছে ইসলামের প্রতি আবেগী বাঙ্গালী তার মুখে কোরানের বানী শুনার জন্য বড় বড় তাফসির মাহফিল বসাবে। আসলে যে কোরানের পথিকদের জন্য বগলের নিচে একটা পাথর লুকায়ে ঝোপের আড়ালে লুকিয়ে থাকে তা আর কেউ না বুঝলে কোরানের সৈনিকরা ঠিকই বুঝে। প্রথম মন্তব্যকারী হিসাবে আল্লাহ আপনাকে পুরুস্কার স্বরুপ জান্নাতুল ফেরদাউস এর পুষ্পকানন দান করুন।আমিন।
236593
১৯ জুন ২০১৪ রাত ০৯:১৬
হতভাগা লিখেছেন : বাংলাদেশের মুসলমানরা শুধু নামে মুসলমান , শুধু জুম্মার নামাজ পড়া মুসলমান , রোজার ঈদের সময় দামী দামী সব কেনা কাটার মুসলমান আর কোরবানীর সময় সবচেয়ে বড় ও দামী পশু কোরবানী দেওয়া মুসলমান ।
১৯ জুন ২০১৪ রাত ০৯:২৭
183164
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আপনি কোন দেশের হতভাগা মুসলমান । আলহামদুলিল্লাহ । আজকের মন্তব্যে আলপিনটা ছোট ও আগাটা বোতা ছিলো ।
আপনার মন্তব্যে আমি খুব মজা পাই তাই আমার সব লিখা একটা ধারালো লম্বা পিনমারা মন্তব্য চাই ই চাই । জাযাকাল্লাহু খাইরান ফিদ দুনিয়া ওয়াল আখিরাত ।
১৯ জুন ২০১৪ রাত ০৯:৪৫
183174
হতভাগা লিখেছেন : আমি আমার মত কমেন্ট করে যাই । সেটা একই মানুষের এক সময় ভালও লাগতে পারে , আবার আরেক সময় অপছন্দও হতে পারে । এত সব চিন্তা করে কমেন্ট করি না ।
১৯ জুন ২০১৪ রাত ১০:০০
183179
সত্যলিখন লিখেছেন : সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা ভাল ফল বয়ে আনে । কাউকে অপধস্ত করার জন্য সমালোচনা লাভের চেয়ে ক্ষতি বয়ে আনে । আমার মত ক্ষুদ্রাতি ক্ষুদ্র লেখকরা অনেকেই হার্ডফেল করবে ।আলহামদুলিল্লাহ ।ইসিজিতে এই বার আমার হার্ড এর রিপোর্ট ভাল এসেছে । তাই আমার ব্লগে চালিয়ে যান । কিন্তু অন্যদের বেলায় একটু নরম নীতি অবলম্ভন করা উত্তম ।
১৯ জুন ২০১৪ রাত ১০:২৬
183183
হতভাগা লিখেছেন : সত্য কথা খুবই তিতা হয় । সহ্য করা খুবই কঠিন ।

যে সব কথা বলি তা বাস্তব অভিজ্ঞতা থেকেই বলি , কারও কাছ থেকে ধার করে না । তাই খুব জোর করে বলতে পারি । অনেকের খারাপ লাগতেই পারে কারণ ,এসব কথা তাদের মুখের উপর ধরে রাখা ভাল/নেক মানুষীর মুখোশকে টানা শুরু করে ।

সংষ্কারের কি পজিটিভ কিছু আছে ? সবাইকে বলে দেওয়া আছে তাদের স্পেসিফিক দায়িত্ব ও কর্তব্য । এটা মেনে চললে এবং নিয়মের বাইরে না গেলে তো সমস্যা হয় না ।

কিন্তু ম্যাক্সিমামই চায় নিজের সুবিধা হাতিয়ে দেবার বেলায় নিয়ম করতে , যা অপর পক্ষের ন্যায্য পাওনা বন্চিত করে. ফলে সমাজ ও সংসারে অশান্তির সৃষ্টি করে।

''তাই আমার ব্লগে চালিয়ে যান । কিন্তু অন্যদের বেলায় একটু নরম নীতি অবলম্ভন করা উত্তম । ''

০ অপছন্দ হলে ব্লক করার অপশন তো আছেই । সোজা ব্লক করে দেবেন । আমি হয়ত একসময়ে কমেন্ট করতে এসে '' জবাব প্রকাশ করুন'' এ ক্লিক করে দেখবো You are blocked.

এই ব্লগেও বেশ কিছু ব্লগারের কাছে আমি ব্লকড্‌ । তাই আমার জন্য এটা নতুন কিছু না ।
১৯ জুন ২০১৪ রাত ১১:১৯
183188
সত্যলিখন লিখেছেন : শাসন সেই করতে পারে যিনি সোহাগ করতে পারেন । তেমনি সমালোচনা তিনিই করতে জানেন যিনি অনেক বেশি জ্ঞান রাখেন । আমি আপনার মন্তব্য থেকে শিক্ষা ও আনন্দ দুইটি পাই ।অনেক সময় ক্ষুদ্রাতি ক্ষুদ্র জ্ঞানের জন্য ভয়ে প্রতি মন্তব্য করিনা । আপনি আপনার কাজ চালিয়ে যান । সমালোচক না থাকলে লেখকের লেখার মান উন্নয়ন হয় না। পরের লেখার সময় সাবধানতা অবল্বন করতে পারে। আমার কথায় আপনি মনে কষ্ট পেয়ে থাকলে আমি ক্ষমাপার্থী।আশা করি ক্ষমা করে দিবেন। তাই আল্লাহ আপনাকে নেকহায়াত এর মাধ্যমে আরো মন্তব্য করার তাওফিক দান করুন ।আমিন ।
236598
১৯ জুন ২০১৪ রাত ০৯:২৬
স্বপন২ লিখেছেন : বাংলাদেশের পেক্ষাপটে বলবো, এতগুলো দ্বীনি
বোন একএে হওয়া দরকার ছিল না। অতীত
থেকে শিক্ষ্যা নেওয়া উচিৎ ছিল। অতীতেও দ্বীনি বোনদের জাহেলী সরকার অত্যাচার চালিয়েছে।ইসলামী আন্দোলনের ভাই বোনদের মেধা এবং প্রজ্ঞা রয়েছে। ইসলামী আন্দোলন সম্পর্কে যথেষ্ট পড়াশুনা করেছে। সবকিছু ভেবে চিন্তে করতে হবে।
১৯ জুন ২০১৪ রাত ০৯:৪৮
183176
সত্যলিখন লিখেছেন : আললাহ পৃথিবীর সব দেশে একসাথে সুর্য্য উদয় করেন না। তেমনি ইসলামের সুর্য্য ইনশাল্লাহ আর বেশি দেরি নয় উদয় হবে খুব তাড়াতাড়ি। মিশক কে যত জোরে আঘাত করে তার ঘ্রান তত দূরে ছড়িয়ে পড়ে। তারা চাইবে ভয় দেখিয়ে আল্লাহর কোরানের সৈনিকদের ঘরে ডুকিয়ে রাখতে কিন্তু সেই সুযোগ দিলে ময়দানে কলেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে কারা । ঈমানের পরীক্ষা না দিয়ে কেউই জান্নাত পাবে না। এটা আমাদের জন্য তেমনি মান উন্নয়ন মুলক পরীক্ষা । আল্লাহ আমাদের সাথে আছেন কিছুই হবে না ইনশাল্লাহ ।
236601
১৯ জুন ২০১৪ রাত ০৯:৩২
সিটিজি৪বিডি লিখেছেন : এক সাথে সবাই বসে কোরআন-হাদিস স্টাডী করা কি অপরাধ? বাসায় কোরআন-হাদিস বই থাকলে জঙ্গী হয় বাংলাদেশের কোন আইনে বলা আছে হাসিনা কি দেখাতে পারবে?
১৯ জুন ২০১৪ রাত ০৯:৫৪
183178
সত্যলিখন লিখেছেন : হাসিনার দাদা বাবুদের কিতাবে তাহা মহাপাপ তাই তিনি দুর্গা পুজায় গিয়ে বলেছেন মা কালির আর্সিবাদে ফসল ভাল হয়েছে । আবার প্রতিদিন সকালে কোরান না পড়ে উঠেন না । কি বলবা উনাকে ।
236616
১৯ জুন ২০১৪ রাত ১০:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আওয়ামি লিগ আর ইসলাম কখনও এক হতে পারেনা সেই প্রমান ই দিচ্ছে সরকার। এরপরও যারা আওয়ামি লিগ সমর্থক তাদেরকে মুসলিম বলাই ভুল।
১৯ জুন ২০১৪ রাত ১১:২৫
183189
সত্যলিখন লিখেছেন : আমাদের সবার উচিত ইসলামকে রক্ষার জন্য সকল মতবেদ ও সকল উচুনিচু বেদাবেদ উপেক্ষা করে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলে সামনে এগিয়ে যাওয়া । একতাই সকল সফলতার মুল উতস ।
236622
১৯ জুন ২০১৪ রাত ১০:৪৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : দেশের অবস্থা দেখে মনে হয় শুধু বঙ্গবন্ধু প্রথা চলবে ইসলামের কোনো আইন মানা যাবে না কিন্তু এই প্রথা দেশের ধর্মপ্রিয় মানুষ মানবে না ,,কালো হাত ভেঙ্গে দেবে ইনশা আল্লাহ
১৯ জুন ২০১৪ রাত ১১:২৭
183190
সত্যলিখন লিখেছেন : বাংলার জমিনে শহিদের বহু রক্ত পড়েছে তাই এই দেশে তারা বাবার বাকশাল কায়েম করতে পারবে না ইনশাল্লাহ ।
236624
১৯ জুন ২০১৪ রাত ১০:৫৯
মাটিরলাঠি লিখেছেন :
রসুলুল্লাহ(সা)-এর মক্কী জীবন ও মদীনা জীবনের মিশ্রনেই বর্তমানে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং হিকমার'র ব্যবহার করতে হবে।
১৯ জুন ২০১৪ রাত ১১:৫৪
183191
সত্যলিখন লিখেছেন : মিশক কে যত জোরে আঘাত করে তার ঘ্রান তত দূরে ছড়িয়ে পড়ে। তারা চাইবে ভয় দেখিয়ে আল্লাহর কোরানের সৈনিকদের ঘরে ডুকিয়ে রাখতে কিন্তু সেই সুযোগ দিলে ময়দানে কলেমার পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকবে কারা । ঈমানের পরীক্ষা না দিয়ে কেউই জান্নাত পাবে না। এটা আমাদের জন্য তেমনি মান উন্নয়ন মুলক পরীক্ষা । আল্লাহ আমাদের সাথে আছেন কিছুই হবে না ইনশাল্লাহ ।
236625
১৯ জুন ২০১৪ রাত ১০:৫৯
মাটিরলাঠি লিখেছেন : রসুলুল্লাহ (সা) এর মক্কী জীবন ও মদীনা জীবনের মিশ্রনেই বর্তমানে আন্দোলন চালিয়ে যেতে হবে এবং হিকমার'র ব্যবহার করতে হবে।
১৯ জুন ২০১৪ রাত ১১:৫৫
183193
সত্যলিখন লিখেছেন : হিকমাহ মানে ঘরে বসে থাকা নয় বরং বিকল্প পথ খুজে বের করে ইসলামের কাজ এগিয়ে নিয়ে যাবার নামই হিকমাহ ।
236644
২০ জুন ২০১৪ রাত ১২:২৪
সন্ধাতারা লিখেছেন : I have no word to hate this tyrant govt. May Allah destroy them sooner that later. Thanks for an important post.
২০ জুন ২০১৪ রাত ১২:৩৭
183195
সত্যলিখন লিখেছেন : রাসুল সাঃ ও সাহাবা দের উপর যে অবস্থ্যা ইসলামের সৈনিক হিসাবে হয়েছিল এখনও আমাদের উপর আল্লাহর রহমতে তেমন কিছুই হয় নাই । তাই আমাদের মনোবল হারায়ে ময়দান ছেড়ে দিয়ে শয়তানদের সাহস বাড়ানো যাবে না । তাই সবাই সবাকে সুরা আসর আর সুরা মুহাম্মাদের শেষ রুকু বেশী পড়তে বলা উচিত এবং নিজেও বেশি পড়া উচিত । আল্লাহ আমাদের সাহায্য করুন ।
১০
237175
২১ জুন ২০১৪ দুপুর ০২:৫৩
প্যারিস থেকে আমি লিখেছেন : আল্লাহ ওদেরকে হেফাযত করুন।
২৬ জুন ২০১৪ রাত ১১:১২
185706
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File