বললে মায়েরা রাগ করে আবার না বললে বাবারা ধ্বংস হয়ে যায়
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১২ জুন, ২০১৪, ১০:৫৫:২৯ সকাল
গতকালকের যানজটে যারা পড়েছেন তাদের ৩০ মিনিটের পথ ৩ঘন্টায় পৌছেও জীবন নিয়ে টানাটানি। বের হয়েই আপা বললেন, "পারভীন আপা , রিক্সায় চলেন "। এতো দুরের পথ আমি কিছু না বলে চুপ রইলাম । আপা আর আমি অপেক্ষায় কি করা যায়?
৩ হাত সামনেই ১৮/১৯ বছরের একটা মেয়ে পরায় সটটাইট গেঞ্জি আর তার চেয়ে টাইট জিন্সের পেন্ট । তাতে বুঝলাম ইংলিশ মিডিয়াম কোন স্কুল থেকে বের হয়েছে। ঊল্কার বেগে শন শন করে হাটছে আর একটু পর পর পিছনে ফিরে বক বক করছে। পরে দেখি তার কখন সাথে আবার কখন গা ঘেষা পিছু পিছু বন্ধুর মত হাটা কুকুর টাকে বকছে। কিছুক্ষন পর কয়েক জন ঝরো হয়া ডাইবারের হেলপ চাইল । উনারা যেন তার পিছু নেওয়া কুকুর টাকে সরায়ে দেন ।
এই সব কোটিপ্রতির বা তাদের মেয়েদের ড্রাইবার হলেও উনাদের মাঝেও অনেক জন ছিলেন বিবেকবান মানুষ । তাই উনারা কেউ বলে উঠল
" কুকুরের পিছু কুকুর নিয়েছে , তাতে দোষ হল কিসের কুকুরের। "
আরেক জন বলল " শয়তানের পিছু শয়তান নিয়েছে , এটাই তো সুন্দর দেখাচ্ছে"
একজন মেয়ের অপমান মানে হাজার মেয়ের অপমান তাই আর দাড়াতে ভাল লাগল না।
আর মেয়েটাও বুঝলো খারাপ পথে চললে কেউ তার সাহায্যে আগায়ে আসে না। তাই আগের মত মেয়ে আর কুকুর একসাথেই পথ চলা শুরু করল।
আপাকে বললাম , আমাদের জেনারেসান কোন দিকে জাচ্ছে ?
মেয়ে আর ছেলে সবার মাঝে ইসলামের নুন্যতম জ্ঞান থাকলে কি আমাদের সমাজের আজ এই অধপতন হত । এর থেকে আমাদের সন্তান দের বাচাতে হবে আমাদের কে । তাই ট্রাসমিটারের মত আমাদের কে ইসলামের আলো সব ঘরে ঘরে সব হৃদয় থেকে হৃদয়ে বৈদ্যতিক ভাব্লের মত পৌছে দিতে হবে। আল্লাহর ভয় আসলে মানুষ সব খারাপ থেকে নিজেকে সরাতে বা ডেকে রাখতে চাইবে । দুনিয়ার মোহে পাগল হয়ে এই ভাবে অর্ধলোঙ্গ হয়ে বের হবেনা। আজ পশু দেখে তাড়াচ্ছে আর নরপশু হলে তো সুস্বাগতম বলে গ্রহন করত। সেই ছেলেটা তো আমারও হতে পারে ।
তাই আমাদের সবার উচিত আর বসে না থেকে বেশি বেশি কোরান পড়ে আল্লাহ সন্তুষ্টির জন্য আল্লাহর ভয়ে নিজের সকল দিক বিভাগ কে সুন্দর করে সাজিয়ে তোলা ।ার সমাজের এই সব পাপের জন্য আমিও কাল কিয়ামতের মাথে দায়ী হব । কারন তারাই বলবে ,"হে আল্লাহ এরা ইসলাম জেনেছে কিন্তু আমাদের কে সেই সিরাতুল মুস্তাকিমের পথে তাদের হৃদয়ের ভালবাসা ও উত্তম ব্যবহার দিয়ে ডেকে নেন নাই।তা না হলে আজ অন্যের বোণ কাল আপনার বোনের খোলা মাংস দেখলে কুকুরও ইপটিজিংকরার জন্য পিছু নিবে ।
তাই আসুন আমার প্রান প্রিয় ভাই বোনেরা ,
সুস্থ্য সুন্দর সমাজ গড়ার জন্য আমাদের কুকুর কেও তাড়াতে হবে আর পর্দানশীল হয়ে নিজের মুল্যবান সম্পদ সন্মান রক্ষা করতে হবে ।
আল্লাহ আমাদেঙ্কে ও আমাদের সন্তানদের সকল শয়তানের শয়তানি থেকে রক্ষা করে আমাদের হেদায়াত দান করুন ।
আপনারা আমার জন্য দোয়া চাইবেন আল্লাহর কাছে । আমি যেন আমার আল্লাহর দেওয়া সকল নেয়ামত কে সর্ব ক্ষেত্রে কাজে লাগিয়ে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হতে পারি । আমিন .
বিষয়: বিবিধ
১৯৬৯ বার পঠিত, ২৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
[url href="http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/47252#.U5vBFkAm-1v" target="_blank"]Click this link[/url]
Click this link
০ দাড়িয়ে না থেকে কি সেখান থেকে সরে পড়েছিলেন আপনি এবং আপনার আপু ?
মেয়ে হয়ে আপনারা আরেকজন মেয়ের অপদস্থতা কি চেয়ে চেয়েই দেখলেন ?
''কিছুক্ষন পর কয়েক জন ঝরো হয়া ডাইবারের হেলপ চাইল ''
০ মেয়ে হয়ে কেন তাকে ছেলেদের হেল্প চাইতে হয় যেখানে আশে পাশের বাসে তার মত অনেক মেয়ে আছে ?
কারন- মেয়েদের বিপদে ছেলেরাই এগিয়ে আসে , কোন মেয়ে না ।
তার প্রমান আপনি এবং আপনার আপুর মত সেখানে থাকা মেয়ে মানুষ গুলো ।
"তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যি থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে৷ যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে ৷"সুরা আলে ইমোরান ১০৪
আল্লাহর রাসুল সা:নবুয়াত প্রাপ্ত হয়েও কাবা ঘরে ৩৬০ টি উলঙ্গ মুর্তি থাকা সত্ত্বে সেই অন্যায়কারীদের অন্যায় দেখে তা নির্মুলের জন্য ইসলামের দাওয়াতী কাজ বাড়ায়ে অন্যায়ের বিপক্ষে লড়ার জন্য লোকশক্তি তৈরী করে মক্কা জয় করে সেই মুর্তি সরান। ইসলামের দাওয়াতের ফলে পর্দাশীল ্মা/মেয়েদের শক্তি যত বাড়বে ততই এই রকম মেয়েদের সংখ্যা কমে যাবে। আর ধানমন্ডিতে য়াআমি যেই বাসার গেটের সামনে রিক্সা/সিএনজির জন্য দাড়াই সেই খানে ঐ মেয়েদের পক্ষের শক্তিই বেশি ছিল আর পর্দানশীলদের সংখ্যা হাতে গুনা।
তাই গাছের গোড়ায় পানি না দিইয়ে আগায় হাজার বার দিয়ে তার উপকার করায়ে কোন লাভ নেই ।
আসসালামুয়ালাইকুম । আপনার লম্বা পিনমারা মন্তব্য চাই Click this link
যেমন স্বউদ্যোগে এই বিয়ে আটকাতে নেমে পড়েছিলেন এবং সফলও হয়েছেন , সে রকম উদ্যোগ নিয়ে ঝুনুর স্বপ্নের পাত্রের সন্ধানে নেমে পড়ুন ।
পেয়ে যাবেন , কারণ ঢাকা শহরে রিক্সাওয়ালা অনেক আছে । তাদের মধ্যে একজনকে না একজনকে তো পাবেনই।
রাস্তায় মেয়েটিকে হেনস্তা হতে দেখে নামলেনই না , কেটে পড়লেন আবার ঝুনুর জন্য কোমর বেঁধে নেমে পড়লেন - কেমনে কি ?
Click this link
এখন অনেক মোটামুটি ধার্মিক পিতামাতা কেও দেখি সন্তান দের এরকম চলাফেরাতে বাধা দেননা। কারন নাকি সময়ের সাথে তালমিলিয়ে চলা! নাহলে নাকি চাকলি পাবেনা!!!!!
Click this link
Click this link
আমাদের সবার জন্য এই ম্যাসেজ।সমস্যা হল - কয়জন আমরা তা মানি।জানি অনেক মানি কম।
আপনি ও দোয়া করবেন।
Click this link
মন্তব্য করতে লগইন করুন