ওরে আমার তরুন নবীন খোকনসোনারা
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ মে, ২০১৪, ১১:১৬:২৯ রাত
ওরে আমার তরুন নবীন খোকনসোনারা
ওরে আমার তরুন নবীন নয়নমনিরা !
আমানিশা রাতের গুটগুটে কালো আধার কেটে যাচ্ছে ,
জেগে উঠ, সব অলসতা ঝেড়ে ফেলে উঠে দাড়াও।
কান পেতে শুনো পাখপাখালিরা স্রষ্টার গুনোগান গাইছে ,
চেয়ে দেখ না সোনালী ভোর হাত ছানি দিয়ে তোদের ডাকছে ।
ওরে আমার খোকনসোনারা ,
মনের সকল বন্ধ দুয়ার খুলে তা দেখতে উঠ।
চেয়ে দেখ, অসহায় নরনারীরা কষ্টে আর্তনাথ করছে।
একটুখানি সাহায্যের আশায় মজলুমরা পথ পানে চেয়ে আছে,
মনে সব ঝড়তা দূর্বলতা ঝেড়ে ফেলো একলাফে উঠে আয়।।
ওরে আমার চিরসবুজ বুকের মানিকরা,
সব জুলুমবাজদের সামনে বর্জের ন্যায় হুংকার দাও,
সব বাধা ডিঙ্গিয়ে আলোর মিছিল নিয়ে এগিয়ে যাও।
তোদের দুর্বার তারুন্যের উত্তাল জোয়ারে বহে যাক ,
দুনিয়ার সব তাগুতী শক্তি কচুরীফেনার মত ভেসে যাক।।
আবার মদিনার সেই ইসলামের আলো উদ্ভাসিত হয়ে উঠুক,
শয়তানের রাতের কালো অন্ধকার সব ষড়যন্ত্র সরে পড়ুক ।
তোমর শয়তানদের বিষদাত ভেঙ্গে দেখিয়ে দাও,
তারুন্যের তেজদীপ্ততা কত শক্তিশালী আর ভয়ংকর ।
মায়ের নাড়ি ছিড়াধন ,মায়ের দোয়া তোদের পাশেই আছে,
ভয় পেও না প্রেমময় আল্লাহর তোদের সাথে আছেন ।।
বিষয়: বিবিধ
১৫৭২ বার পঠিত, ১৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
Click this link
জাযাকাল্লাহ খাইরান!
Click this link
ধন্যবাদ
Click this link
Click this link
Click this link
Click this link
মন্তব্য করতে লগইন করুন