‘আল্লাহ বিচার করবে’ বলায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক বোনকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ মে, ২০১৪, ১১:৪৫:০৫ রাত
‘আল্লাহ বিচার করবে’ বলায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক বোনকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত
বাংলাদেশে যে আজ তাগুত ( শয়তানের) শাসন চলছে, তার প্রমাণ আবার মিলল
‘আল্লাহ বিচার করবে’ বলায় নয় মাসের অন্তঃসত্ত্বা এক বোনকে হ্যান্ডকাপ পরিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত
এবার চট্টগ্রামের এক আদালতে চরম নিষ্ঠুরতার শিকার হলেন নয় মাসের অন্তঃসত্ত্বা এক নারী। আসামির জামিন না দেয়ায় ‘আল্লাহ বিচার করবে’ বলায় নয় মাসের অন্তঃসত্ত্বা ঐ নারীকে তিন ঘণ্টা হ্যান্ডকাপ পরিয়ে আদালতের কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখে শাস্তি দিয়েছে চট্টগ্রামের একটি আদালত। এ সময় কাঠগড়ায় ওই অন্তঃসত্ত্বা নারীর রক্তক্ষরণ শুরু হয়।
বৃহস্পতিবার বিকাল তিনটা থেকে পৌনে সাতটা পর্যন্ত চট্টগ্রামের দ্বিতীয় মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রহমত আলীর আদালত এই শাস্তি দেন।
পরে মানবিক দিক বিবেচনা করে চট্টগ্রাম জজ কোটের সিনিয়র এক আইনজীবী ২০০ টাকার বন্ডে জামিনদার হয়ে ওই নারীকে ছাড়িয়ে নেন।
জানা গেছে, নগরীর বাকলিয়া সৈয়দ শাহ সড়কের নূর বেগম মসজিদ এলাকার প্রবাসী ছালেহ আহমদের স্ত্রী আয়েশা বেগম নামে নয় মাসের অন্তঃসত্ত্বা। তিনি তার বাসার কাজের বুয়া মমতাজ বেগমের জামিনের জন্য আদালতে যান। আইনজীবীর মধ্যমে জামিন চাইলে জামিন আবেদন নামঞ্জুর করে আদালত।
এ সময় হতাশার সুরে আয়েশা বেগম “আল্লাহ বিচার করবে” এই কথা বলে আদালত থেকে বের হয়ে যাওয়ার সময় কথাটি শুনে ফেলেন বিচারক। এতেই ক্ষিপ্ত হয়ে বিচারক আয়েশাকে গ্রেফতারের জন্য পুলিশকে নির্দেশ দেন। বিচারকের নির্দেশে পুলিশ নয় মাসের অন্তঃসত্ত্বা আয়েশাকে গ্রেফতার করে আদালতের কাঠগরায় হাতকড়া পরিয়ে দাঁড় করিয়ে রাখেন।
নিষ্ঠুরতার শিকার আয়েশা আক্তার জানান, আমার বাসায় কাজের বুয়া ছয় সন্তানের জননী মমতাজ বেগমকে তার স্বজনরা পুলিশকে দিয়ে একটি মিথ্যা মামলায় কারাগারে পাঠিয়েছে। আমি তার সন্তানদের কান্না সহ্য করতে না পেরে নিজের টাকা খরচ করে অসুস্থ শরীরে তার জামিনের জন্য আদালতে যাই। আইনজীবীর মাধ্যমে জামিন চাই, জামিন না পেয়ে চলে আসার সময় হতাশ হয়ে বললাম যারা মিথ্যা মামলা দিয়ে এই অসহায় নারীকে জেল খাটাচ্ছে তাদের বিচার আল্লাহ করবেন। তবে বিচারক কী বুঝেছেন জানি না।
আয়েশা জানান, চলতি মাসের ২৭ তারিখে তিনি সন্তান প্রসব করবেন বলে তার চিকিৎসকরা জানিয়েছে।
http://www.newsevent24.com/2014/05/15/metro/131485
বিষয়: বিবিধ
২৪৫৩ বার পঠিত, ২৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Click this link
ঐ বিচারকের এমন নিষ্ঠুর অবিচারক সূলভ আচরণ দেখে যদি কেই প্রশ্ন করে তাকে নিশ্চয়ই কোন মা' গর্ভে ধারণ করেননি। হয়তো কোন হিংস্র পশুর ওরষে সে জন্ম নিয়েছে। মানুষ হলে নশ্চিয়ই তার মধ্যে বিচারবোধ কিছুটা হলেও জাগ্রত থাকতো।
আমাদের দূভার্গ্য বলতে হবে, এসব পশুর চেয়েও নিকৃষ্টতর কিচু জানোয়ার বিচারাঙ্গণ সহ নীতি নির্ধারকদের আসনে বসে আদম সন্তানদের উপর চড়ি ঘোরাচ্ছে।
মন্তব্য করতে লগইন করুন