অন্ধকার হিয়ার মাঝে জোনাকীরা জ্বলে থাকে দিবারাতে প্রথম পর্ব

লিখেছেন লিখেছেন সত্যলিখন ৩০ এপ্রিল, ২০১৪, ০১:৩২:১৪ রাত

অন্ধকার হিয়ার মাঝে জোনাকীরা জ্বলে থাকে দিবারা্তে



কলি গুলো মেলে ধরতে প্রথম পরিচর্যা করে ছিলেন যিনিঃ

মনিকা সংসার জীবনের প্রথম সূচনা লগ্নে আল্লাহর নেয়ামত স্বরূপ পেলেন পুরান ঢাকায় এক বোনকে । ।মা ও ভাই বোনের অগাধ ভালবাসার কোল ছেড়ে গ্রাম থেকে শহরে এসে আপাকে মায়ের মত কাছে পেয়ে ভালবাসার তৃষ্ণার্ত হৃদয়ের তৃষ্ণা নিবারন করত।তা মনে হয় আপা বুঝত।সে ছিল আপার মেয়েদের বয়সের থেকেও ছোট বা কাছাকাছি হওয়াতে তিনি কখন মায়ের মত আদর সহানুভুতি দিতে কাপর্ন্য করেননি,যার ফলে মনিকা সাতার না জেনে জীবনে প্রথম অথৈই নদী পার হতে প্রতিকুল ঢেউসামলাতে পেরেছিলো । আবার বন্ধু হয়ে আন্তরিক উষ্ণতা দিয়ে তার প্রথম জীবনের আশা ভরসার কলি গুলো শতদলে মেলে ধরতে সাহায্য করে ছিলেন। আপা তাকে এতই ছোট মনে করতেন যে,কিশোরী মা বাচ্ছা সামলায়ে রাস্তা পার হতে বা হাটতে পারবে না মনে করে তার বাচ্ছাদের ওনার মেয়েদের কাছে রেখে তাকে ইসলামী প্রোগ্রামে নিয়ে যেতেন।আবার স্বযত্নে তার বাসায় দিয়ে যেতেন।আর বার বার ভারাক্লান্ত হৃদয় নিয়ে বলতেন,এত ছোট মেয়ে কে কিভাবে বিয়ে দিল?

আপা যাত্রাবাড়ি চলে যাওয়ার পর দীর্ঘ দিন যোগাযোগ বন্ধ ছিল । মনিকাও দীর্ঘ মরুপথ পাড়ি দিয়ে নিজের কিনা এপার্টমেন্টে উঠে অনেক পরে একদিন হঠাত আপা কোথার থেকে ঠিকানা নিয়েতার কাছে মায়ের মত হাজির হন।আপা এসেই হারানো ধন পাওয়ার মত তাকে বাহু বন্ধনে ঝড়ায়ে বুকে টেনে নিল। সেইদিনও তার হৃদয় াপার ভালবাসার মাঝে শীতল ছায়া খোজে পেয়েছিল।কিন্তু সেইদিন আপাকে দেখে তার বুঝতে বাকি রয় নাই যে ,আজ আপা অনেক দুর্বল হয়ে শীতের পাতা ঝরা বুড়ো বটবৃক্ষের ন্যায় নুয়ে পড়েছেন।

মনিকার বসন্ত বয়সের কালবৈশাখীর দিনে যিনি হাত খানি চেপে ধরে ছিলেনঃ

দীর্ঘ সময় প্রবাসে স্বামী রেখে যখন ছোট ছোট৩ বাচ্ছা নিয়ে মনিকা যখন জীবন বাচানোর সংগ্রামে ক্লান্ত পরিশ্রান্ত দেহওমন নিয়ে পরাজিত সৈনিকের মত হেরে ময়দান ছেড়ে দেওয়ার চিন্তা শুরু করেছিল তখন কালবৈশাখী রাতের অমানিশা অন্ধকার কেটে যাওয়ার পর ভোরের সোনালী সূর্যের মত আল্লাহ রহমানুর রাহিম তার পাশে দাড় করালেন আরেক বোনকে। প্রবাসী স্বামীর স্ত্রীরা বাচ্ছা সহ কত অসহায় ভাবে থাকে তা মনিকা হাড়ে হাড়ে টের পেয়েছিল ।তিনি মনিকার আত্নার সাথে এমন ভাবে মিশে যান আপন আত্নীয়দের চেয়েও আপন।কারন তিনি গাছের ফল ,ভাল খাবার, শীতের পিঠা বা কিসে তার আর তার বাচ্ছাদের পছন্দ আপা এই গুলো আপন মা বোনের মত তুলে রেখে দিতেন।সে একবার পা ভাঙ্গলে আপা নিজের বাসার কাজের মেয়ে কে তার সেবার জন্য তার বাসায় দিয়ে দেন ।আমি সুস্থ না হয়া পর্যন্ত তারকাছে থাকে।

আপার স্বামী ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগিয় হেড ছিলেন ।কিন্তু এতে আপার মাঝে কোন অহংকার ছিল না ।স্যার আর আপা নরম কাদা মাটির মত মানুষ ছিলেন।আপা মনিকার উপকারের জন্য কত কষ্ট দেন এই স্যার কে তা সে ভুলতে পারছে না।আজও তার কোন অসুস্থ্যতা বা কয়েক দিন আপা খবর না পেলে স্যার কে নিয়ে আপা দৌড়ায়ে আসেন তার বাসায় ।মনিকার বয়স ছিলো তখন ১৮ যা হেসে খেলে কাটান অনেকেই ।আর তার এই বসন্ত বয়সে যখন তার উপর দিয়ে বয়ে যাওয়া কালবৈশাখীর ঘুর্নিঝড়ে শুকনো খড়কুটার মত মনটা উড়ছিলো যখন তখন এই বোন আল্লাহর রহমতের ছাতা হাতে নিয়ে ছুটে এসে মজবুত ভাবে তার হাত খানি চেপে ধরে ছিলেন ।আজও ওনাদের নাম স্মরন করলে তার দুই নয়ন অশ্রু সিক্ত হয়ে দুই হাত উঠে যায় আল্লাহর দরবারে। আপা আর স্যার কে আল্লাহ দুনিয়া ও আখিরাতে ওনাদের জান্নাতি সুখ দান করুন ।

গ্রাম অঞ্চলে মেয়েদের শিক্ষিত করা হয় একটা ভাল ছেলের হাতে তুলে দেওয়ার জন্য ।মনিকা যখন ক্লাস ৮পাস করার পর বিয়ে যায় তখন সে ভেবেছিল যাক এই পড়ার অত্যাচার থেকে বাচা গেল।কিন্তু মা ভাই স্বামীর পড়ানোর আন্তরিকতায় এস এস সি পাস করে ভেবেছে যাক অনেক ভাল শিক্ষিত হয়ে গেছে। সুন্দর করে চিঠি লিখে প্রাবাসী স্বামীর হৃদয় ঝুড়াতে পারে।আবার বাচ্ছাদের পড়াতে পারে । কোরান হাদিসের বই বাংলা বই সবই পড়তে পারে।কিন্তু না হবে না। কিছু আপন জনেরা ময়দানে একা পেয়ে তাকে বিষাক্ত তীরের ন্যায় কিছু প্রশ্ন ছুড়ে মারল। যেমন, তার ব্যক্তি গত বা তার বাবা হারা পরিবারের কি যোগ্যতা আছে একটা এম এ পাস ছেলের পাশে তাকে বউ হিসাবে দাড় করায়ে দিল ।সে ভাবে তার পরিবার ও তার জীবন থেকে কথার গ্লানি মুছতে হবে ।তাই এটা কে সে জীবনের চ্যালেন্স হিসাবে গ্রহন করে আর এর রকম হাজার মেয়েকে মানষিক আঘাত থেকে রক্ষা করার জন্য তাকে উদাহরন হিসাবে আগাতেই হবে ।আর এই জন্য নারীরা তাদের গোপন অস্র হিসাবে উচ্চ শিক্ষার্জন আর জ্ঞানার্জনের মাধ্যমে নিজের মর্যাদা কে পরিবার সমাজ ও রাষ্ট্রের মাঝে অনেক উচু সিড়িতে ইনশাআল্লাহ উঠাতে পারবে ইনশাআল্লাহ ।তাই সে বাচ্ছাও নিজের পড়া ,ক্লাস, ক্যারিয়ার আর যৌথ সংসার নিয়ে এত ব্যস্ত হয়ে পড়ে যে আপার সাথে আর দেখা করার সুযোগ হয় না।

কিন্তু আপা নাছাড় বান্দা। সেই দিনআপা আমাকে ইউনিভার্সিটির ম্যাডাম এর মত অনেক কথা বলার পর আদেশ করলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সার্টিফিকেট তো অনেক গুলো সংগ্রহ করলেন ,আখিরাতে যাওয়ার সময় কয়টা নিবেন? আমি তো থ হয়ে রইলাম।আমি আমার ভুল বুঝতে পেরে কান্না শুরু করলে আমাকে বললেন “এই বার আল্লাহর একজন বান্দাও রাসুলের উম্মত হিসাবে একজন আদর্শ স্ত্রী ও মা হিসাবে জান্নাতের সার্টিফিকেটের জন্য কাজ শুরু করেন।“

আমার প্রান প্রিয় পেয়ারী আপারা কে মনে পড়ছে:

দীর্ঘ সময় মনিকা আর ফাহমিদা আপার এক সাথে ইসলামের কাজ করেন।হঠাত আপা মনিকা কে জানালেন,"আজ বিকালে নতুন এক জায়গায় নতুন কয়েক জন বোন সহ নতুন এক বোনের বাসায় নতুন এক মেহমানের সাথে আমরা সবাই প্রোগ্রামের মাধ্যমে পরিচিত হব।এত নতুনের মাঝে সে নিজেই ভয়ে নতুন করে হারিয়ে যাতে লাগল। নতুনের সামনে গিয়ে নিজেকে বিকশিত করে তুলে ধরা অনেক কঠিন কাজ তাই সমস্ত শরীর গ্রীষ্মের প্রখর তাপে রুক্ষ শুস্ক গাছের মত আধ মরা অবস্থা হয়ে গেল।মনিকার মনের ব্যাগাচ্যাগা অবস্থা আপা মনের ডাক্তার মত বুঝতে আর বাকি রয় নাই ।আপা অনেক নরম হৃদয়ের মানুষ তাই সান্তনা দিয়ে বললেন" আপনি কি পড়েন নাই? নেতৃত্ব পরিবর্তন হবে কিন্তু আনুগত্য পরিবর্তন হবে না একই থাকবে বা বাড়বে কমবে না”।

পরিচয়ের সময় পেয়ারী আপা কে চিনে সে । আল্লাহু আকবার কোরানের আলো যেখানে যায় তাই আলোকিত হয়ে যায় । এখানে এখানে পেয়ারী আপা কে প্রথম দিনই দায়িত্ব দেওয়াতে আপার সাথে পরামর্শ করে চলতে গিয়ে দেখে সে যত টা ভয় পেয়েছিল আপা হল তার উলটা ।কত সুন্দর ব্যবহার এর মাঝে আপার এডমিনিস্টেসান ছিল অনেক কড়া ।একটুও ফাকি দেওয়ার উপায় নেই ।

কম্পিউটারের মাদার বোর্ড এর মত আপার মাথায় অসাধারন স্মরন শক্তি। সপ্তাহের বুধবার টা মনে হত একসপ্তাহে বার বার আসে।পড়া শিখা না থাকলে আল্লাহ আজ যেন আপা না আসে । বিকালে বৃষ্টি হলে কি খুশি হত আজ মনে হয় আপা আসতে পারবে না। কুয়াশা আর শীতের ঠান্ডার মাঝে আপা এসে হাজির ।এর দেরি হলে বলতেন“ কম্বলের নীচের থেকে আসতে দেরী করলেন “ আর আমি রিকসা না পেয়ে এই অবস্থায় হেটে এসেছি”। সানয়ারা জাহান অরফে তার প্রান প্রিয় পেয়ারী আপা কে সে খুব কাছে পেয়েছে তবে আল্লাহর এত প্রিয় বান্দী যে আপা হয়ে গেছেন তা এত বেশি ? তা এই অধম ঠাহর করতে পারিনি , টের পেয়েছি কিছুটা ।

আপা আমার ডান নিলয়ঃ

আমাদের দাও্য়াতী কাজ হবে ব্যুয়েট শিক্ষকদের আবাসিক এলাকায়।সেখান থেকে ৩জন বোন আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমরা ৩জন।ব্যুয়েটের একজন আর আমরা একজন করে করে গ্রুপ বের হবে।মনিকার গ্রুপে ইয়াসমিন আপা।মনিকার গায়ে আপার কথা গুলো কাঠালের গায়ের কাটার মত ক্ষরক্ষরা মনে হল।ফাহমিদা আপাকে বললাম আমার সাথে যেন উনাকে না দেন । পরে ফাহমিদা আপা বুঝালে বুঝলাম যে, ইয়াছমিন আপা , জীবনের অধিকাংশ সময় প্রবাসে কাটিয়ে ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভাইকে প্রবাসে রেখে দেশে চলে আসেন।মাসাল্লাহ ছেলে মেয়ে ওমেয়ের জামাইরা সহ আধা ডজনের বেশি ডাক্তার ইঙ্গিনিয়ার বানিয়েছেন ঠিকই কিন্তু মা বাবা দুইয়ের প্রসাশনিক দায়িত্ব পালন করতে গিয়ে আপা কে কখন মনে হয়েছে ঝুনা(ঝনঝনা)নারিকেল আবার মনে হয়েছে তরমুজের ভিতরের চেয়েও নরম সুস্বাদু যা পিপাসার্থ আর রোদে কালন্ত পথিকের প্রান ঝুড়ায় নিমিষে। আপার কথা ছিল ঝটঝাটঙ্কথা বা চলাফেরা ছিল ইসলামের খাটি নিয়মে।কথায় কোন বনিতা বা বেকা তেড়া নেই ।যাকে যা বলার ঠাসঠুস।প্রথমে যে কেউ ভালবাসা নিয়ে আপার সাথে কথা বলতে আসলে দুই/ একটা কথা বলেই ইস্প্রিটব্যাকারে থাক্কা খাবার মত থাক্কা খাবে । অনেকে সেখানেই থেমে গিয়ে আর আগায় না।মনিকার মত বুঝতে পারা সংখ্যাও কমনয়।

মনিকার হৃদয়ে এই আপাটা অনেক বড় একটা জায়গা দখল করে নিয়েছে।আপাকে যারা উপর থেকে দেখেছে তারা জানে আপা খুব কঠিন ।তাই অনেক বোন মনিকাকে প্রশ্ন করে আচ্ছা আপা, ইয়াছমিন আপার সাথে আপনি কিভাবে এতো মধুর সম্পর্ক স্থাপন করলেন?আমরা তো ভয়েও উনার সামনে যেতে পারি না”।মনিকার একটাই উত্তর, আপার মত মুমিন মহিয়ষীনারী খুব কম আছেন।প্রোগ্রাম আপার বাসায় সব গুলো দিতাম, কারন আপার হরেক রকমের রান্না আর আথিয়তা বোন্দের পাগল করে ফেলে।ইসলামের যে কোন কাজে বা প্রোগ্রামে আপা সবার আগে।নেতৃত্ব দেওয়া আর আনুগত্য করা আপার সাথে পাল্লা দেওয়ার জুড়ি মেলাবার কাউকে আমি পাইনি।দানশীলতায় আলহামদুলিল্লাহ আপাকে শুধু ইসলামের সমস্যাটা বুঝায়ে বলতে যত দেরী হস্ত প্রসস্থ করে দিতে দেরি নেই।আপা ছিল ধৈর্যের পিরামিড।তাও মনের অনেক গোপন কথা মনিকে বলত।এতে নাকি শান্তি পেতেন।

মনিকা আর ইয়াছমিন আপা ছিল একই হৃদয়ের দুইটি পায়রা।ইসলামের জন্য দুই জন এক হুসাইলেই একসাথে উড়াল দিত।মনিকা বার বার অসুথ্য হয় আর আপার নিজের টাকা দিয়ে কারো অপেক্ষা না করে সিকিতসা করায়ে দিবে।আজ সেই আপাকে প্রবাসে পাঠায়ে মনিকা বার বার আল্লাহর কাছে কাদে আর বলে আপা আপনি যে আমার ডান নিলয় ছিলেণ তা থাকতে বুঝতে পারিনি।এখন সেই শুন্য স্থানের রক্তক্ষরনে কষ্টে বুঝতে পারছি।আজো ইয়াছমিন আপার এপার্ট্মেন্টে প্রোগ্রাম করে এসে অনেক ক্ষন অশ্রুসিক্ত নয়নে আল্লাহর কাছে উনার ইসলামের সকল ত্যাগ কবুল হওয়ার জন্য সাহায্য চাইলাম।কারন এখন তো আর কেউ প্রতিদিন মনিকার খবর নেয় না ফোন করে।চেহারা দেখে এখন তো আর কেউ বলে না ইসলামের জন্য হলেও আপনাকে বাচতে হবে তাই আসেন আমি আপনাকে ডাক্তার দেখাই ।আমিরিকার দেখে বসে মনিকার জন্য ডাক্তারের সিরিয়াল নেন।সেই খান থেকে ফোন আসে উনার গলার আওয়াজ শুনলে আবেগ এতো প্রবল হয়ে উঠে তখন ভাষা অচল হয়ে শুধু কান্না আসে।আল্লাহ আমার প্রান প্রিয় বোণটাকে উনার মুত্তাকিন স্বামী সন্তান নিয়ে দুনিয়া ও আখিরাতে সুখে রাখুন।



বিষয়: বিবিধ

৩৭৬৬ বার পঠিত, ৬০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

215153
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:২১
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : আপনার লিখা অনেক পরেছি তবে আমার সবচেয়ে বেশি ভালো লাগে আপনার মধ্যের পাহাড় সমান ইসলামী আন্দোলনের ভাই বোনদের প্রতি ভালবাসার ভাবপ্রকাশ ,সত্যি অনেক সুন্দর লিখেন আমার শ্রদ্ধেয়া আপু। আল্লাহ আপনার সকল আপনজনকে হেফাজত করেন সেই দোয়া করি ,,,
আচ্ছা পেয়ারী অপ যিনি তিনিকি সেই পেয়ারী আপা জিনির স্বামীর নাম দেশ বিদেশে ইসলামী আন্দোলনের সিপাহিদের প্রেরণা ?
০২ মে ২০১৪ সকাল ১০:৩১
164528
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। তোমার প্রেরনা ধায়ক মন্তব্যের জন্য আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। তুমি ঠিকই ধরেছ ইনি সেই পেয়ারী আপা।আমার হৃদয়ের প্রেরনার বাতি। এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
215157
৩০ এপ্রিল ২০১৪ রাত ০২:২৯
আবু সাইফ লিখেছেন : আল্লাহতায়ালা আপনাদের সুস্থ ও কর্মময় দীর্ঘ জীবন দান করুন এবং ............. Praying Praying

[দোয়ার একটা প্যাকেট করা আছে আমার, যেকোন সময় দোয়া করতে গেলেই সেটার কথা মনে পড়ে- সেটাই রবের সামনে পেশ করি মনে মনে! এত কথা বলার/লেখার সময় কোথায়!!]
০২ মে ২০১৪ সকাল ১০:৩৩
164530
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। আমার জন্য আল্লাহর সাহায্য চাওয়ার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
০৬ মে ২০১৪ বিকাল ০৫:৩৩
166228
আবু সাইফ লিখেছেন : ওখানেই মন্তব্য করে এলাম!!
Praying Good Luck
215182
৩০ এপ্রিল ২০১৪ রাত ০৪:২১
শেখের পোলা লিখেছেন : ঠিকই, যারা মানুষের প্রতি কৃতজ্ঞ নয় তারা আল্লাহর প্রতিও কৃতজ্ঞ হতে পারেনা৷ সেই মনিকাকে আর চিনতে বাকি রইলনা৷ মাশাআল্লাহ, জাজাকল্লাহু খাইরান৷
০২ মে ২০১৪ সকাল ১০:৪১
164531
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম। রতনে রতন চিনে এই কথা এতো দিন সত্যি মনে করেছিলাম ।আজ আপনি ভুল করেছেন চিনতে। আমার ব্লগ বাড়িতে বার বার এসে খালি মুখে চলে যান এই বার আবার এসে আম কাঠাল খেয়ে যাবেন। কষ্ট করে উতসাহ মুলক মনতব্যের জন্য আল্লাহ আপনাকেও দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
215201
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৭:৩৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমাদের একটা ক্ষুদে ব্লগার আছে জোনাকি নিক নিয়ে! ওর কথার মনে পড়গেলো আমার। Applause Applause হে জোনাকী কোথায় তোমি, এসে দেখে যাও তোমাকে নিয়ে পোস্ট দিছে ব্লগে Bee Bee Day Dreaming Day Dreaming
০২ মে ২০১৪ সকাল ১০:৪৪
164532
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম।আপনার জোণাকি সূর্যের আলো আর হারিকেনের আলোর মাঝেই আছে । যখন এই দুই টা আলোর আলো থাকবেনা তখন সে এমনিতেই এসে ধরা দিবে । আল্লাহ আপনাকেও দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
১৪ জুন ২০১৪ রাত ১১:২৫
181541
জোনাকি লিখেছেন : থ্যাঙ্কস সুর্যের পাশে হারিকেন। Praying
215228
৩০ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : আপনাদের দাওয়াতী প্রচারণা সার্থক হোক। এ বাংলা অাবার জেগে উঠুক ইসলামের শ্বাশত চেতনায়। Rose Rose Rose Rose
০২ মে ২০১৪ সকাল ১০:৪৮
164534
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম।আল্লাহ আপনার দোয়া কবুল করুন। আল্লাহ আপনাকেও দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
215272
৩০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো
কিন্তু বর্তমানে মহিলাদের কাজকর্ম নিয়ে আমি হতাশ।
০২ মে ২০১৪ সকাল ১০:৫৩
164537
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়া্লাইকুম । মহিলাদের কে আল্লাহই বাকা হাড় দিয়ে বানিয়েছেন । ১০০% সোজা করতে গেলে ভেঙ্গে যাবে তাই হতাশ না হয়েভালবাসা ও ক্ষমার দৃষ্টিতে দেখেন। তা হলেই মহিলারা হতাশার মাঝেই আলো জ্বালিয়ে হতাশা দূর করে দিবে ইনশাল্লাহ । ভাল লাগার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
215462
৩০ এপ্রিল ২০১৪ বিকাল ০৫:১৫
কেলিফোরনিয়া লিখেছেন : সাহিতের পাঠে নতুন উৎকর্ষ স্বাদের প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। অনু গল্প বা ছোট গল্প যাই বলা হোক না কেন, এগুলো
পাঠক মনে খেলা করে ভীষণ। মনের অজান্তে আপনি, আমাদের একটা মূল্যবোধের দিকে টেনে নিয়ে গেছেন। একজন
আম পাঠক হয়ে আপনাকে তাই জানাই আন্তরিক সাধুবাদ।
০২ মে ২০১৪ সকাল ১০:৫৮
164539
সত্যলিখন লিখেছেন : এতো সুন্দর মন্তব্যের কি পুরস্কার দিতে হয় আমার মত নগন্য বান্দির তা জানা নেই । তবে আপনি যে পাকা মধুর রসে ভরপুর গোপালভোগ তা আমি বুঝতে বাকি রয় নাই।তাই আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
215670
০১ মে ২০১৪ রাত ১২:২৩
তহুরা লিখেছেন : ভালো লাগলো
০২ মে ২০১৪ সকাল ১১:০০
164540
সত্যলিখন লিখেছেন : আপু ব্লগে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
215715
০১ মে ২০১৪ রাত ০৩:৫৪
প্রবাসী মজুমদার লিখেছেন : ইয়াছমিন আপা , জীবনের অধিকাংশ সময় প্রবাসে কাটিয়ে ছেলেমেয়েদের সুশিক্ষায় শিক্ষিত করার জন্য ভাইকে প্রবাসে রেখে দেশে চলে আসেন।মাসাল্লাহ ছেলে মেয়ে ওমেয়ের জামাইরা সহ আধা ডজনের বেশি ডাক্তার ইঙ্গিনিয়ার বানিয়েছেন ঠিকই কিন্তু মা বাবা দুইয়ের প্রসাশনিক দায়িত্ব পালন করতে গিয়ে আপা কে কখন মনে হয়েছে ঝুনা(ঝনঝনা)নারিকেল আবার মনে হয়েছে তরমুজের ভিতরের চেয়েও নরম সুস্বাদু যা পিপাসার্থ আর রোদে কালন্ত পথিকের প্রান ঝুড়ায় নিমিষে। আপার কথা ছিল ঝটঝাটঙ্কথা বা চলাফেরা ছিল ইসলামের খাটি নিয়মে।কথায় কোন বনিতা বা বেকা তেড়া নেই ।যাকে যা বলার ঠাসঠুস।প্রথমে যে কেউ ভালবাসা নিয়ে আপার সাথে কথা বলতে আসলে দুই/ একটা কথা বলেই ইস্প্রিটব্যাকারে থাক্কা খাবার মত থাক্কা খাবে । অনেকে সেখানেই থেমে গিয়ে আর আগায় না।মনিকার মত বুঝতে পারা সংখ্যাও কমনয়।

অনুভুতির লিখাগুলো অনুভূতি দিয়েই পড়েছি। ভাল লাগল।বাকহীন মনের অনুভূতির সংস্পর্শ বড়ই চমতকার। কথা নেই বার্তা নেই। একবার দেখেই ভাল লাগা। অতৃপ্ত মন আর একবার দেখতে চায়। না । পাশে বসে সময় নিয়ে কথা বলতে চায়। এভাবেই মনিকা আর আপার হৃদয়ের মিলটা পুরো গল্প জুড়ে ছিল। মনে হয়েছিল, আমি দর্শক। শেষ করে সম্বিত ফিরে এলে বুঝলাম, দুত্তরি। আমিতো দর্শক না পাঠক।

ধন্যবাদ। ভাল লাগল।
০২ মে ২০১৪ সকাল ১১:০৭
164544
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আমি আপনার মন্তব্য হৃদয় দিয়ে অনুভব করেছি ।আপনি আমেরিকার মজুমদার ভাই নাকি ? ভাইয়া সত্যি আমার বোণ টা যা আমি তার কিছুই তুলে ধরতে পারি নাই। আমার বোন্টা যে আমার আত্তার আত্নীয়ের চেয়েও বেশি প্রিয় তা আমি দেখাতে পারি নাই ।আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
০২ মে ২০১৪ সকাল ১১:১৮
164547
প্রবাসী মজুমদার লিখেছেন : না। আমি আমেরিকার মজুমদার ভাই নয়। আমি জেদ্দাবাসী মজুমদার ভাই। ধন্যবাদ।
১০
216102
০১ মে ২০১৪ সন্ধ্যা ০৬:৪৬
সালমা লিখেছেন : আপনাকে আন্তরিক ধন্যবাদ, ভালো লাগলো।
০২ মে ২০১৪ সকাল ১১:০৮
164545
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম ।আপু ,আমার ব্লগে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন। নীচের এই লিঙ্কটি পড়ার অনুরোধ রইল।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44229#.U2MP9aLKO1s
১১
216408
০২ মে ২০১৪ সকাল ১১:৫৫
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপু---- আপনি যেভাবে মন্তব্যে'র জবাবে লিংক দেন, ওভাবে - প্লেইনলি পেস্ট করে - না দিয়ে "Add Link" অপশ্যন এর মাধ্যমে দিলে বেশি সুবিধা হতো। কারন এখন আপনার জবাবটা ঠিক মতো পড়া যাচ্ছে না। আপনি উপরের জবাবগুলো দেখুন, অর্ধেক লেখা অদৃশ্য হয়েগেছে (প্লেইন-লিংক এর কারনে)।
০২ মে ২০১৪ দুপুর ০২:০৭
164602
সত্যলিখন লিখেছেন : আমি, ভাইয়া/আপু সেই ভাবে দেওয়ার নিয়মটা তো জানি না ।আপনি জানায়ে দিলে আমি বুঝতে পারতাম ।কিভাবে লিখতে হয় । ?
০২ মে ২০১৪ দুপুর ০২:৩৫
164606
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আমি "ভাইয়া", আপ্না ছেলের বয়সি হবো সম্ভবত। তুমি করে বলতে পারেন।
০২ মে ২০১৪ দুপুর ০২:৩৯
164607
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :
১২
216455
০২ মে ২০১৪ দুপুর ০২:৩৩
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :

(১) ১ম বক্সে আপনার লিংকটা বসান।
(২) ২য় বক্সে কিছু না লিখলেও চলবে। OK দিন।
(৩) এখন (সিলেক্ট অল করে) পুরো কোডটা কপি করে প্রত্যেক জবাবের শেষে পেস্ট করে দিন।
(৪) এখন আপ্নার করা প্রত্যেক জবাবেরর শেষে প্রদর্শিত "Click this link" এর উপর ক্লিক করলে আপনার কাঙ্কিত পোস্টটি (লিংকটি) ওপেন হবে।
০২ মে ২০১৪ দুপুর ০৩:২০
164630
সত্যলিখন লিখেছেন : Click this link
০২ মে ২০১৪ দুপুর ০৩:২২
164632
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । ওস্তাদ আমি কি পেরেছি ?
০২ মে ২০১৪ দুপুর ০৩:২৫
164633
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । ওস্তাদ না হয় নাই ৩ নং কোড কোনটা সেই টা তো বুঝি নাই তাই কপি করতে পারি নাই । ওস্তাদ স্যরি আর একবার বুঝায়ে দাও ।
০২ মে ২০১৪ দুপুর ০৩:৪১
164649
সত্যলিখন লিখেছেন : Click this link
০২ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
164652
সত্যলিখন লিখেছেন : দাড়ান ওস্তাদ রাগ হবেন না । গোবোড় মাথা একটু সময় লাগছে । দোয়া করেন। একবার না পারিলে দেখ শতবার ।আমি চেষ্টা চালাচ্ছি মনোযোগ সহকারে । আপনি গিইয়ে ভাত খেয়ে আসেন । আমি চেষ্টা করতে থাকি ।মন খারাপ করবেন না। শিখা শেষ হলে তুমি করে বলব । এখন ভয়ে আসি তাই আপনি করে বলে যাই ।
১৩
216479
০২ মে ২০১৪ দুপুর ০৩:২০
০২ মে ২০১৪ দুপুর ০৩:২৮
164637
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনি ১ম বক্সে আপনার পোস্টের লিংকটা কপি করে পেস্ট করে দেন নাই। তাই এখন "Click this link" এর উপর ক্লিক করলে সাধা পেইজ ওপেন হচ্ছে।

আবার ট্রাই করেন।

ঠিক হলে এটার মতো দেখাবে। Click this link এ ক্লিক করলে "এখন রওশনের জীবনের কি হবে ?" পোস্টটা ওপেন হবে।
০২ মে ২০১৪ দুপুর ০৩:৩৫
164644
সত্যলিখন লিখেছেন : Click this link
০২ মে ২০১৪ দুপুর ০৩:৩৭
164647
সত্যলিখন লিখেছেন : http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/44049#164637
০২ মে ২০১৪ দুপুর ০৩:৫৪
164654
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor আপনি অনেক মজা কর্তে পারেন।
০২ মে ২০১৪ বিকাল ০৪:০১
164659
সত্যলিখন লিখেছেন : এই সব ওস্তাদের মাইর আর বকা থেকে বাচার বুদ্ধি । আমার প্রান প্রিয় শিক্ষক দাদা , যিনি আমাকে এই লিখার জগতে আনতে অনার অর্ধেক চুল দাড়ি পেকে সাদা হয়ে গেছে । তারপর যখন দেখেছেন বেক্কেলের বেক্কেল ছাত্রী তারপর হাল ছেড়ে নিরুদ্দেশ হয়ে গেছেন । ওস্তাদ আমার এখন আপনার জন্য্ও বুক কাপতেছে । না জানি আপনার আবার কি হয় ? না ব্লগ ছেড়ে পলান ।
০২ মে ২০১৪ বিকাল ০৪:০৮
164668
সত্যলিখন লিখেছেন : ওস্তাদ আজকের জন্য ছুটি দেন আবার ইনশাল্লাহ নফল নামাজ পড়ে তারপর শুরু করব । মাংস বেশি খেয়ে ফেলেছি তাই মনে হয় মাথার ব্রেইন গুলো পেচগোচ পাকায়ে ফেলতাছে । আপনিও গিয়ে কাচা আমের শরবত খান । আর বকা দিলেও ভাবীরে শুনাইন না ,যে আপনার জীবনে আর এমন বেক্কেল ছাত্রী দেখেন নাই । আসি আল্লাহ হাফেয। আসসালামুয়ালাইকুম ওস্তাদ।
১৮ জুন ২০১৪ সকাল ০৮:৪৭
182623
ইমরান ভাই লিখেছেন : সিসটেমে একটু ভুল আছে...
১. আপনি যে লিংটি দিতে চান তা Copy করুন।
তার পরে হ্যারির স্টেপগুলো ফলো করুন দেখবেন হয়ে গেছে।
১৪
216497
০২ মে ২০১৪ দুপুর ০৩:৪৭
সূর্যের পাশে হারিকেন লিখেছেন :


(২) ২য় বক্সে আসলে শুধু OK দিন।

(৩) আগে এক বার এ অবস্থায় "মন্তব্য প্রকাশ করুন" বাটনে চাপ দিন। মন্তব্য পাবলিশ হওয়ার পর দেখবেন ক্লিক করলে নতুন পেইজ ওপেন হচ্ছে।
০৩ মে ২০১৪ দুপুর ০৩:০৪
165103
সত্যলিখন লিখেছেন : Click this link
০৩ মে ২০১৪ দুপুর ০৩:০৭
165105
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । ওস্তাদ আমি কি পেরেছি ?
১৫
216500
০২ মে ২০১৪ দুপুর ০৩:৫২
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : উপরেরটা যদি সফল হয়, এখন নিচেরটা ভালো করে পড়ে ট্রাই করুন।


০৩ মে ২০১৪ দুপুর ০৩:০৬
165104
সত্যলিখন লিখেছেন : Click this link
০৩ মে ২০১৪ দুপুর ০৩:১৮
165106
সত্যলিখন লিখেছেন : আসসালামুআলাইকুম । ওস্তাদ কেমন আছেন ? ওস্তাদ সাহেব আমি আপনার দুনিয়াবী ও আখিরাতের জ্ঞাণ আরো অনেক কিছু শিখতে চাই । আল্লাহ যেন কাল্কিয়ামতের মাঠে বলতে না পারে তোমার ছাত্রীর ইমান এলেম আমোল কিছুই পারফেক্ট নাই ।
০৩ মে ২০১৪ দুপুর ০৩:২৭
165107
সত্যলিখন লিখেছেন : সত্যিই আজ তোমার প্রেরনাদায়ক কষ্ট করে আমাকে যে শিক্ষা গুলো দিয়েছ , তার চেয়েও বেশি কষ্ট ও ত্যাগ শ্রম দিয়ে আমার প্রান প্রিয় সন্মানিত আমার শিক্ষক দাদা আমাকে হাতে খড়ি দিয়ে আমার স্থিতিশীল হওয়া হৃদয়ের কলমটাকে বার বার গতিশীল করেছেন। আজ আমার তোমার কষ্ট দেখে কাকের চক্ষুর মত কালো নয়নমনি থেকে গড়িয়ে পড়ে জলরাশি।আমার লিখার পিছনে সব কষ্ট আমার দাদার। আমার দাদার জন্য দোয়া করবে। যিনি আমার মত একজন অপদার্থকে অনেক কষ্ট করে তোমাদের সামনে হাজির করেছেন। আল্লাহ আমার দাদা কে, তোমাকে ও আমাদের মা বাবা কে দুনিয়া ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করে জান্নাতী শুখ দান করুন।আমিন।
০৩ মে ২০১৪ বিকাল ০৪:৪১
165127
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ওয়াআলাইকুমাস সালাম - শ্রদ্ধেয় বড়আপু। আপনার দুয়ায় আমীন।Praying Praying আমি একজন নগণ্য গোনাহ্গার বান্দা। আমার কাছে আপনাকে শেখাতে পারবো এমন কোন জ্ঞান নাই। আমি এসেছি আপনাদের কাছথেকে শিখতে।

আমার জন্য বিশেষভাবে দুয়া করবেন যদি সুযোগ হয়। আল্লাহ্ যেন আমাকে হেদায়ত দান করেন, তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন।
১৬
216501
০২ মে ২০১৪ দুপুর ০৩:৫৪
০২ মে ২০১৪ বিকাল ০৪:০১
164658
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : আপনার কপি-পেস্ট করা লিংকটাতে একটু ':' কোলোন মিস হয়েগেছে। আবার ট্রাই করুন। http://www এ দুটার মাঝখানে ':' কোলোন চিহ্নটা ডিলিট হয়েগেছে।

লিংকে কোন কিছু এডিট করবেন না।
০২ মে ২০১৪ বিকাল ০৪:১১
164671
সত্যলিখন লিখেছেন : ওস্তাদ আজকের জন্য ছুটি দেন আবার ইনশাল্লাহ নফল নামাজ পড়ে তারপর শুরু করব । মাংস বেশি খেয়ে ফেলেছি তাই মনে হয় মাথার ব্রেইন গুলো পেচগোচ পাকায়ে ফেলতাছে । আপনিও গিয়ে কাচা আমের শরবত খান । আর বকা দিলেও ভাবীরে শুনাইন না ,যে আপনার জীবনে আর এমন বেক্কেল ছাত্রী দেখেন নাই । আসি দাওয়াতি কাজে বের হব। আল্লাহ হাফেয। আসসালামুয়ালাইকুম ওস্তাদ।
০২ মে ২০১৪ বিকাল ০৪:৪৩
164701
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : ছুটি দিলুম তবে আপনি যা যা বলেছেন একটাও নেই আমার কপালে। Crying Crying Crying ফী আমানিল্লাহ... ওয়াআলাইকুমাস সালাম।

মনে রাখবেন... আমি এত্ত সহজে ছাড়ি না, টিচার হিসেবে খুব কঠিন প্রকৃতির প্রানী আমিTongue Tongue যেমনই হোক আমার ছাত্রী শিখিয়েই ছাড়বো ইনশাআল্লাহ। অপেক্ষায় থাকবো.......Waiting Waiting
১৭
216888
০৩ মে ২০১৪ দুপুর ০২:৫৯
০৩ মে ২০১৪ দুপুর ০৩:৪৯
165116
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : মাশা-আল্লাহ্ Applause Applause Applause Applause এইতো হয়েগেছে। Thumbs Up Thumbs Up কি সুন্দর করে নতুন পেইজ ওপেন হচ্ছে দেখেনতো......Happy Happy
০৪ মে ২০১৪ সকাল ০৭:১৯
165297
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : এখন আপনি (১৫নং মন্তব্যতে দেয়া ৩নং ছবিতে দেখানো কোডে) "Click this link" এর জায়গায় যা ইচ্ছা তা লিখতে পারবেন।
১৮
234888
১৪ জুন ২০১৪ রাত ১১:২৪
জোনাকি লিখেছেন : ভালোবাসা ভরা কথাগুলো ভাল্লাগলো।
১৪ জুন ২০১৪ রাত ১১:৪৭
181549
সত্যলিখন লিখেছেন : আল্লাহ্ যেন আমাকে হেদায়ত দান করেন, তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন।
১৪ জুন ২০১৪ রাত ১১:৫৮
181552
জোনাকি লিখেছেন : আমীন। আমার জন্যেও একি দোয়া করবেন।
১৫ জুন ২০১৪ রাত ১২:২২
181555
সত্যলিখন লিখেছেন : আপনার ভাললাগাটার জন্য আমার মাঝে অহংকার না এসে যেন আল্লাহ্ যেন আমাকে হেদায়ত দান করেন, তাঁর প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আর আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার জান্নাতী সুখ দান করুন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File