আমি মাশেতা হতে চাই ।ইনশাল্লাহ

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ এপ্রিল, ২০১৪, ০১:৪৮:১৬ রাত

মাশেতা নামক একজন মহিলা ফিরআউন কন্যার চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল।



কোনো একদিন ফিরআউন কন্যার চুল আঁচড়ানোর সময় সহসা চিরুণি হাত থেকে মাটিতে পড়ে গেল। তা ওঠাতে ওঠাতে আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল হে খোদা! তোমাকে অমান্যকারী ধ্বংস হোক। এ কথায় ফিরআউনের কন্যার সন্দেহ হলে জিজ্ঞেস করল, ফিরআউন ছাড়াও কি তোমার কোনো খোদা আছে নাকি? দাসী জবাবে বলল, আমার খোদা সেই খোদা যে ফিরআউনেরও খোদা। শুধু ফিরআউন নয় সে আকাশ জমিনেরও খোদা। তিনি একক তাঁর কোনো শরিক নেই।

একথা শুনে রাগে ফিরআউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল, আব্বা আমার চুল বিন্যাসকারিণী বলে কি, আমার খোদা সেই খোদা যে ফিরআউনেরও খোদা, আসমান জমিনেরও খোদা। তার কোনো শরিক নেই। ফিরআউন বলল, এক্ষুণি তাকে হাজির কর। সাথে সাথে তাকে হাজির করা হলো। সেও নির্ভয়ে হাজির হলো।

আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ঈমানী পরীক্ষার দিন। এতে প্রাণ দিতে হলে দেবে। তারই ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য।ফিরআউন জিজ্ঞেস করল, তুমি আমাকে ছাড়া অন্য কারও ইবাদত কর। সে বলল হ্যাঁ। ফিরআউন বলল, সে খোদাকে ছেড়ে এখনই আমার সামনে আমার খোদায়ী স্বীকার কর। মাশেতা বলল, না কিয়ামত পর্যন্তও তা আমার দ্বারা সম্ভব হবে না। নির্দেশ দেওয়া হলো তাকে পেরেক মার ।

তৎক্ষণাৎ তাকে শুইয়ে তার হাতে ওপায়ে পেরেক মারা হলো। তারপর আল্লাহ ওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ, বিচ্ছু রাখা হতো তাও এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। বলা হলো এখনো সময় আছে তোমার খোদাকে ছাড় নতুবা ২ মাস পর্যন্ত তোমাকে লাগাতার এ শাস্তি দেওয়া হবে। মাশেতা বলল, তুমি আমাকে দুই মাসের শাস্তির ভয় দেখাও ৭০ মাস পর্যন্ত আমাকে শাস্তি দিয়ে দেখ আল্লাহর ভালোবাসা এক বিন্দুও কমবে না; বরং বাড়বে। বোখারি শরিফে আছে রূমের এক বাদশাহর কথা।

তিনি বলেন, ‘এমনি হলো ঈমানের অবস্থা যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না। হে ফিরআউন শুনে রাখ, তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাক তবুও আমি আমার মহান প্রভুকে পরিহার করব না। এ নেক মহিলার দুটি সন্তান ছিল একটি চার পাঁচ বছরের, আরেকটি ছিল দুগ্ধপোষ্য। ফিরআউন উভয় সন্তানকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে মায়ের বুকের উপর রেখে জবাই করল। তারপর বলল, এখনও সুযোগ আছে নতুবা তোমার দুগ্ধপোষ্য এ শিশুটিকেও হত্যা করা হবে। মাশেতা বলল, যদি তুমি সমগ্র পৃথিবীকে আমার বুকের উপর এনে জবাই কর তবুও আমি আমার প্রিয়তম খোদাকে ছাড়ব না। একথা শুনে হুকুম দেওয়া হলো এ শিশুটিকেও তার বুকের উপর রেখে জবাই কর। ওই শিশু সন্তান যে বুকের উপর চড়ে দুধ পান করত আজ সেখানে রেখে তাকে জবাই করা হবে এ অবস্থা দেখে মায়ের চোখে পানি এলো।

৬ মাসের এ শিশুর মুখ থেকে কথা বের হলো, বলল মা কেন কাঁদ? জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে। মা জান্নাতে পৌঁছে খোদার দীদার হাসিল হবে। এখনো কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এ কথা শুনে মা অবাক হলেন। ঈমান আরও মজবুত হলো। জালিমরা শিশুটিকে হত্যা করল। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাত বাসিনী হলেন।

তাফসিরে আছে রাসুল সা. যখন মেরাজে যাচ্ছিলেন, বোরাক মিসরের কাছাকাছি এক ময়দানে পৌঁছল, তখন জান্নাতের খুশবু তিনি অনুভব করলেন। বললেন, খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিবরাইল আ. বললেন, জান্নাত তো অনেক দূরে মনে হয়, ফিরআউন কন্যার কেশ বিন্যাসকারিণী মহিলা মাশেতার কবর থেকে এ সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ।

(কালে্কটেড)

সুবহানাল্লাহ।

সুবহানাল্লাহ।

আমি ্মাশেতা হতে চাই ।ইনশাল্লাহ

ইয়া আল্লাহ আমাকে মাশেতার মত ইমাণী ,এলেমী ও আমোলি শক্তি দান করুন

বিষয়: বিবিধ

১৮৭৮ বার পঠিত, ১২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

206839
১৩ এপ্রিল ২০১৪ সকাল ০৯:৩৭
ফাতিমা মারিয়াম লিখেছেন : আমীন Praying
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৫
160705
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
206877
১৩ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৪
টোকাই বাবু লিখেছেন : ৬ মাসের এ শিশুর মুখ থেকে কথা বের হলো, বলল মা কেন কাঁদ? জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে। মা জান্নাতে পৌঁছে খোদার দীদার হাসিল হবে। এখনো কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এ কথা শুনে মা অবাক হলেন। ঈমান আরও মজবুত হলো। জালিমরা শিশুটিকে হত্যা করল। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাত বাসিনী হলেন।

তাফসিরে আছে রাসুল সা. যখন মেরাজে যাচ্ছিলেন, বোরাক মিসরের কাছাকাছি এক ময়দানে পৌঁছল, তখন জান্নাতের খুশবু তিনি অনুভব করলেন। বললেন, খুব সুন্দর সুঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিবরাইল আ. বললেন, জান্নাত তো অনেক দূরে মনে হয়, ফিরআউন কন্যার কেশ বিন্যাসকারিণী মহিলা মাশেতার কবর থেকে এ সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ।

শুধু মাত্র হযরত ঈসা (আ.) কথা বলাটা জানি। মাশেতার ৬ মাসের সন্তানের কথা জানি না। আর মিরাজ সম্পর্কে যতটা জানি তাতে মাশেতার কবর থেকে সুঘ্রাণ আসছে-এ বিষয়টিও আজই শুনলাম।

আপনি কি সুনিশ্চিত??? সম্ভব হলে জানাবেন আর রেফারেন্সটাও।

আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন। আর জান্নাত নসীব করুক। (আমীন)
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৫
160706
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
২৪ এপ্রিল ২০১৪ রাত ০৪:৪৫
160739
টোকাই বাবু লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ Angel
শুধু মাত্র হযরত ঈসা (আ.) কথা বলাটা জানি। মাশেতার ৬ মাসের সন্তানের কথা জানি না। আর মিরাজ সম্পর্কে যতটা জানি তাতে মাশেতার কবর থেকে সুঘ্রাণ আসছে-এ বিষয়টিও আজই শুনলাম।

আপনি কি সুনিশ্চিত??? সম্ভব হলে জানাবেন আর রেফারেন্সটাও Waiting Waiting

আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দিন। আর জান্নাত নসীব করুক। (আমীন) Praying Praying Praying
207292
১৩ এপ্রিল ২০১৪ রাত ০৮:১৮
সালাম আজাদী লিখেছেন : উনার নাম মাশেতা ছিলোনা। মাশেতা মানে হলো 'যিনি চুল বেঁধে দেন'
লেখাটা খুব ভালো লাগলো
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৪
158501
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সব ঘটনা এভাবে রেফারেন্স ছাড়া বিশ্বাস করা কি ঠিক হবে?
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
158621
সালাম আজাদী লিখেছেন : আসলে এই গল্পটা যে হাদীসে বর্ণনা করা হয়েছে টা খুবই দূর্বল। যদিও হাদীস টা মুসনাদে আহমাদ, তাবরানী এবং মুস্তাদরাকে সবিস্তারে এসেছে, কিন্তু হাদিস টা গ্রহনযোগ্য নয়। আমাদের যারা গল্প পছন্দ করেন তাদের জন্য এখানে শেখার কিছু আছে।
আমি মনে করি এই সব গল্প বর্ণনা করার ব্যাপারে সচেতন হওয়া দরকার।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৬
160707
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ । আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s
210006
১৯ এপ্রিল ২০১৪ দুপুর ০১:২৪
সূর্যের পাশে হারিকেন লিখেছেন : সব ঘটনা এভাবে রেফারেন্স ছাড়া বিশ্বাস মনেহয় ঠিক হবে না। আমি আলেমদের কাছথেকে শুনেছি যে (আক্বীদাগত বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে) অনেক ইজরাইলি রেওয়াত বর্নিত আছে অনেক বইতে। তাই কোন তাফসিরে আছে, কোন হাদীসের কোথায় আছে ইত্যাদি থাকা জরুরী ছিলো এমন একটা ঘটনায়।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৫২
158622
সালাম আজাদী লিখেছেন : আসলে এই গল্পটা যে হাদীসে বর্ণনা করা হয়েছে টা খুবই দূর্বল। যদিও হাদীস টা মুসনাদে আহমাদ, তাবরানী এবং মুস্তাদরাকে সবিস্তারে এসেছে, কিন্তু হাদিস টা গ্রহনযোগ্য নয়। আমাদের যারা গল্প পছন্দ করেন তাদের জন্য এখানে শেখার কিছু আছে।
আমি মনে করি এই সব গল্প বর্ণনা করার ব্যাপারে সচেতন হওয়া দরকার।
২৪ এপ্রিল ২০১৪ রাত ০১:২৬
160708
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ আল্লাহ
আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন Praying Praying Praying http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/43512#.U1gSPaLKO1s

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File