ডঃ আফিয়া সিদ্দিকী সম্পর্কে যারা জানেন না তারা এটা পড়ে কিছু জানতে পারবেন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১০ এপ্রিল, ২০১৪, ১০:০৫:৪৩ সকাল

আমাদের এই বোন কে কেউ যদি এখনো চিনে না থাকেন তাহলে চিনে নিন এখনই।ওনাকে এই সময় যদি কেউ না চিনে তবে সেটা হবে লজ্জাজনক এক ব্যপার

অধমদের উদ্দেশ্য পাঠানো এক নির্যাতিতা বোন ডঃ আফিয়া সিদ্দিকীর হৃদয় বিদারক চিটি যাকে নির্যাতন করে একটি কিডনি পর্যন্ত বের করে ফেলা হয়েছিলো



(ডঃ আফিয়া সিদ্দিকী সম্পর্কে যারা জানেন না তারা এটা পড়ে কিছু জানতে পারবেন)

চিটিটি পড়ার আগে ডঃ আফিয়া সিদ্দিকী সম্পর্কে কিছু জেনে নেয়া যাক। ডঃ আফিয়া সিদ্দিকী, তিন সন্তানের জননী। অসাধারাণ বিদূষী, মেধা ও প্রজ্ঞার অধিকারী ছিলেন। নিউরো সায়েন্সের মত অত্যন্ত কঠিন বিষয়ে গ্রাজুয়েশন (বিএস) করেছেন Massachusetts Institute of Technology (USA) থেকে, পিএইচডি করেছেন Brandeis University, USA থেকে। তার সময়ে নিউরো সায়েন্সে পৃথিবীর একমাত্র পিএইচডি হোল্ডার ছিলেন। । তা ছাড়া একাধারে ছিলেন কুরআনে হাফেজা, আলিমা, দ্বীনের একনিষ্ট প্রচারক। তিনি প্রায় ১৪৪টি সার্টিফিকেট অর্জন করেছিলেন।

২০০৩ সালে আমেরিকান কুলাঙ্গার সেনা হত্যার মিথ্যা অভিযোগে বেজন্মা পারভেজ মোশাররফের মুরতাদ সেনাদের সহায়তায় FBI তার নিজ দেশ পাকিস্থান থেকে তাকে গ্রেফতার করে আফগানিস্তানের কুখ্যাত বাগরাম জেলে বন্দী করে। এই জেলে হায়েনারা আলাদা সেলে না রেখে তাকে পুরুষ বন্দীদের সাথে উলঙ্গ রাখতো, তার জন্য ছিলনা আলাদা বাথরুম এবং অন্যান্য সুবিধা। সেখানে তার উপর চলত অমানুষিক নির্যাতন। নরপশুরা দিনে তাকে চার-পাঁচবার ধর্ষণ করতো। তাকে বলা হতো যদি কুরআনের উপর দিয়ে হেটে যাও তবে পরনের কাপড় দেয়া হবে (নাউযুবিল্লাহ)। এতটাই নির্যাতন করা হয় যে তার একটি কিডনি বের হয়ে যায়। তার উপর নির্যাতনের মাত্রা এতটাই তীব্র ছিল যে পাশের সেলের বন্দীরা সহ্য করতে না পেরে নির্যাতন কমানোর জন্য অনশন করেছিলেন। এত নির্যাতনের পরও ২০১০ সালে আমেরিকান কুখ্যাত আদালত চরম একপেশেভাবে তাকে ৮৬ বছরের জেল দেয়।

বিচারের সময় জজের উদ্দেশ্যে তিনি বলেছিলেন

‘আপনি তাদের কে ক্ষমতা দিয়েছেন আমাকে রেপ করার, আমাকে উলঙ্গ করে সার্চ করার। আমি তো সেদিন ই মরে গিয়েছি যেদিন আমাকে প্রথম ধর্ষন করা হয়েছিলো এবং উলঙ্গ করে সার্চ করা হয়েছিলো। আমাকে ছেড়ে দিন আমাকে আমার দেশে যেতে দিন।’

জেল থেকে পাঠানো তার চিটি

“হে আমার ঘুমিয়ে থাকা মৃত জাতি”

আমি Massachusetts Institute of Technology (USA) থেকে উচ্চ শিক্ষা প্রাপ্ত তিন সন্তানের জননী ডঃ আফিয়া সিদ্দিকী এবং উদ্দেশ্য ছিলো আমার অর্জিত উচ্চ শিক্ষা দিয়ে আমার জাতিকে সাহায্য করবো।

আমি আমার মুসলিম নামধারী ভাইদের মাধ্যমে অপহৃত হয়েছিলাম এবং আমাকে আমেরিকার কাছে বিক্রি করে দেয়া হয়। এরপর তারা আমাকে বাগরাম ঘাটিতে নিয়ে ৬৫০ নম্বর কয়েদি হিসেবে তালিকাভুক্ত করে এবং সেখানে আমাকে বারবার অত্যন্ত নিষ্ঠুরভাবে নির্যাতন ও ধর্ষণ করা হয়। মুসলিম দেশ আফগানিস্তানের কারাগারে আমার বন্দি জীবনের প্রতিটি মূহুর্ত কাটে আমারই মুসলিম ভাই মুহাম্মদ বিন কাসিমের কথা স্মরণ করে।

আমি সারা বিশ্বের এক-পঞ্চমাংশ মুসলিম জাতিরই এক নির্যাতিতা বোন। আমি হচ্ছি সেই মুসলিম জাতিরই বোন যে জাতি ঐতিহাসিকভাবে তার জন্মের শুরু থেকেই তার ভাই-বোনদেরকে বিপদ থেকে বাঁচানো এবং শত্রুর কবল থেকে রক্ষার জন্য বিখ্যাত। বিশ্ব বিখ্যাত মুসলিম শাসক হযরত উমর (রাঃ) বলেছেন, “ ফোরাত নদীর তীরে একটি কুকুরও যদি না খেয়ে মরে, আমি উমর শেষ বিচারের দিন আল্লাহর কাছে দায়ী থাকবো।”

জালিমের কারাগারে আমাকে এমন নির্যাতন করা হয়েছে যে, আমি এখন নিজে নিজে হাটতে পারিনা, আমার একটি কিডনি বের করে ফেলা হয়েছে, বুলেট দিয়ে আমার বুক ক্ষত-বিক্ষত করা হয়েছে; এত কিছুর পরও তারা আমাকে কোনো চিকিৎসা করায়নি, দেয়নি কোনো ধরণের আইনি সাহায্য এবং এতটাই নির্যাতন করা হয়েছে আমি নিশ্চিত নই, আদৌ বাঁচবো কি বাঁচবোনা।

আমি যে তোমাদেরই এক বোন সে পরিচয় মুছে ফেলতে চাই। আমি একজন গর্বিত মুসলিম, হযরত মুহাম্মদ (সঃ) এর একজন অনুসারী, হযরত আবু বকর (রাঃ),হযরত উমর (রাঃ),হযরত উসমান (রাঃ),হযরত আলী (রাঃ), তাদের সঙ্গী-সাথী এবং তাদেরকে অনুসরণকারী সত্যান্বেষীদের কন্যা। আমি তোমাদের বোন হতে চাইনা। সেই সত্যান্বেষীরাই আমাকে রক্ষা করতে এগিয়ে আসবে, আমি এক আল্লাহর সাহায্যের মুখাপেক্ষী তোমাদের মত মুসলিম নামধারী ভাইদের জন্য নয়।

যে পাকিস্থানের ৬লক্ষ মুসলিম নামধারী সেনাবাহিনী, এসএসজি নামক বিশেষ প্রশিক্ষিত বাহিনী তারই মুসলিম নির্যাতিতা বোনকে বাঁচাতে ব্যর্থ, আমি সেখানে একজন পাকিস্তানী হিসেবে পরিচয় দিতে চাইনা, তারা আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছিলো কিন্তু যখন সাহায্যের প্রয়োজন তখন এগিয়ে আসেনি। আমার তথাকথিত মুসলিম ভাইদের আছে লক্ষ লক্ষ সেনা, অজস্র গোলা-বারুদ, ট্যাংক, স্বয়ংক্রিয় অস্ত্র, যুদ্ব বিমান, ডুবোজাহাজ; আর এত কিছু থাকা সত্বেও তারা আমাকে হায়েনাদের নির্যাতন থেকে রক্ষা করতে ব্যর্থ।

আমার সাহায্যে এগিয়ে আসতে পারনি বলে চিন্তার কোনো কারণ নেই এজন্য যে, এর জন্য তোমাদেরকে কাল কেয়ামতের দিন মহান আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে কারণ তোমরা ইসলামে আমার ভাই হওয়ার মর্যাদা হারিয়ে ফেলেছো। তুমি হতে পার আরবি, ইরানি, ফিলিস্তিনি, আফ্রিকান, মালয়েশিয়ান, ইন্দোনেশীয়ান, দক্ষিণ এশিয়ান কিন্তু তুমি মুসলিম নও।

আমার বলা কথা গুলোর কারণে যদি তোমরা আঘাত পেয়ে থাকো তবে আমি দুঃখিত কিন্তু তোমরা চিন্তাই করতে পারবেনা, আমি কি পরিমাণ আঘাতপ্রাপ্ত।

-এক নির্যাতিতা আফিয়া সিদ্দিকী।

আমারিকান প্রিজন সেলে ৮৬ বছরের সাজা ভোগের সময় তিনি ক্যান্সারে আক্রান্ত হন এবং কারাগারে ধর্ষণের মাধ্যমে তাকে প্রেগন্যান্ট করা হয়। তার তিন সন্তানের মধ্যে ছোট দুই সন্তানকে মেরে ফেলা হয় এবং ১১ বছরের বড় ছেলেকে মুক্তি দেয়া হয় যাকে তার মায়ের সাথে গ্রেফতার করা হয়েছিলো। বেশীরভাগ সূত্রে জানা গেছে তিনি পরলোকগমণ করেছেন। হে আল্লাহ তুমি বোন আফিয়াকে জান্নাতুল ফেরদাউস নসীব করো। হে বোন তুমি আমাদের মত অধমদের ক্ষমা করে দিয়ো।

(লেখাটি সংগৃহীত এবং পরিমার্জিত)

___আমার কাছে মনে হয়েছে

এটা আমাদের মুসলমানদের জন্য মুসলিম জাতি হিসাবে লজ্জা ও শতধিক্কার। অনেক কান্না আসছ।কি করব বুঝে উঠতে পারছি না । । ঈমানের দাবী অনুসারে যা করা দরকার তা করতে গিয়ে শত ্বাধার সন্মুখীন হচ্ছি।তারপর যাদের কাছেই তাদের মাঝে পাচ্ছি এই বিশাল দুনিয়া হারাবার সীনাহীন ভয় ,ইসলাম জেনেও না জানার অভিনয় আর বনিতা। ইসলামের মাঝেই জান্নাত খুজছে ঘরে বসে তসবিরদানার ভিতরে । আমার অজ্ঞতা আর শারীরিক দুর্বলতাও এর জন্য কম দায়ী না। দিন দিন শরীল ও মন দুইটাই নিস্তেজ হয়ে যাচছে ।কিন্তু আমার শহিদী ভাই বোনদের রেখে যাওয়া কাজের এখনো সবটাই বাকী

আমি সবসময় প্রার্থনা করি আল্লাহ যেন আমাকে এই বোনটির মত সুদৃঢ় মন, সাহস, ধৈর্য এবং নির্ভীকতা দান করেন। যতটুকু সময় এই পৃথিবীতে আছি সেই সময়টুকু মুসলিম হয়েই বাঁচতে চাই।__

বিষয়: বিবিধ

২৪২৮ বার পঠিত, ২৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

205560
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:১০
বাংলার দামাল সন্তান লিখেছেন : আসসালামু আলাইকুম, জাজাকাল্লাহুল খাইরান, অনেক সুন্দর পোস্ট
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৮
154455
প্রবাসী মজুমদার লিখেছেন : শুকর আর কুত্তার গোম্তের মত হারাম খেয়ে দুনিয়া দখলে মুসলিমরা অনেক আগেই আত্মহত্যা করেছে। সাইনবোর্ড সর্বস্ব কোটি কোটি মুসলমান আর জানোয়ারের মাঝে পার্থক্য নেই। এদের মাঝে সেই কালেমার তেজ আর নেই।
অসৎ পথে অর্থ আযকরা সাইনবোর্ড সর্বস্ব মুসিলমরা আজ দাসের চেয়েও খারাপ। পৃথিবীর প্রতিটি মুসলিম দেশের নেতা এক একজন আবু জেহেলের উত্তরসুরী। ছি। এদেরকে মুসলিম বলতেও ঘৃনা হয়। এরা রাসুলের উত্তরসূরী।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৯
154456
সত্যলিখন লিখেছেন : ওয়ালাইকুম আসসালাম ।আমার কাছে সুন্দর পোস্ট বলে মনে হয়নি ।আমার কাছে মনে হয়েছে
এটা আমাদের মুসলমানদের জন্য মুসলিম জাতি হিসাবে লজ্জা ও শতধিক্কার। অনেক কান্না আসছে
।কি করব বুঝে উঠতে পারছি । ঈমানের দাবী অনুসারে যা করা দরকার তা করতে গিয়ে শত ্বাধার সন্মুখীন হচ্ছি।
তারপর যাদের কাছেই তাদের মাঝে পাচ্ছি এই বিশাল দুনিয়া হারাবার সীনাহীন ভয় ,ইসলাম জেনেও না জানার অভিনয় আর বনিতা
। ইসলামের মাঝেই জান্নাত খুজছে ঘরে বসে তসবিরদানার ভিতরে । আমার অজ্ঞতা আর শারীরিক দুর্বলতাও এর জন্য কম দায়ী না। দিন দিন শরীল ও মন দুইটাই নিস্তেজ হয়ে আছে ।কিন্তু আমার শহিদী ভাই বোনদের রেখে যাওয়া কাজের এখনো সবটাই বাকী । অনেক কথাই ছোট হয়েও বড়দের মত মনের কষ্টে লিখে ফেললাম ।তাই আপনাদের কাছে কষমাপা্থী।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
154457
সত্যলিখন লিখেছেন : সহমত । তবে আমি এর কারন আর প্রতিকার চাই ।
ঈমানের জযবার বারুত কেন আজ তাগুতের পানি চুষে নিস্তেজ হয়ে যাচ্ছে ?@প্রবাসী মজুমদার
205567
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:১৬
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৭
154458
সত্যলিখন লিখেছেন : শুধু ব্লগে নয় মাঠে নেমে আসুন । আসুন আমরা তৃ্নমূল থেকে উচ্চপর্যায়ে ইসলামের সঠিক দাওয়াত পোছেদি।
205574
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:২৬
আহমদ মুসা লিখেছেন : কোন মন্তব্য করতে পারছি না। ড. আফিয়া সিদ্দিকীর কথা শুনলে চোখ দিয়ে শুধু পানি আসে। আমরা নামে মুসলমান। কাজে কর্মে ও বিশ্বাসে আমাদের মধ্যে মুসলমানিত্বের সামান্যতমও যদি থাকতো তবে ড. আফিয়াদের এমন করুণ আর্তনাদে শরীরের প্রতিটি রক্ত বিন্দুতে আগুন লেগে যেত। ইউটিউবে সার্চ দিলে পাকিস্তানের কিছু মানুষের এ নিয়ে আহাজারি ও প্রতিবাদী কর্থাবার্তা শুনা যায়। কিন্তু গোটা মুসলিম বিশ্ব এ নিয়ে যেন একদম নীরব।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪১
154464
সত্যলিখন লিখেছেন : দুনিয়ার আরাম আয়েস আর ভোগ বিলাসে অতীতের ও বর্তমানের মুসলমানরা তাদের অস্তিত্ব হারাতে বসেছে।তাই নরাধম রা সিঙ্ঘের চেয়ে তেজদীপ্ত মুসলমানদের নাকের ডগায় বসে পুতুল নাচ নাচ্ছে।
205575
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৩৫
মুক্ত কন্ঠ লিখেছেন : আমরা আসলেই অক্ষম এক জাতি।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
154469
সত্যলিখন লিখেছেন : এই কথা বলে আমাদের অতীতের প্রেরনাদায়ক সাহাবীদের কে ও পরের মুসলিম নেতাদেরকে কলংকিত করবেন না ।কারন আমার কারনে ইসলামের যে ক্ষতি হচ্ছে তার কি কাফফারা আমি দিয়ে যাচ্ছি । ঘুমের মানুষ্কে জাগানো যায় কিন্তু জাগানো মানুষ ঘুমের ভান ধরে থাকলে তাকে কি ভাবে জাগাবো।আমরা এখন জীবন্ত লাসের মত হয়েগেছি ।
১০ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৭:২০
154678
মুক্ত কন্ঠ লিখেছেন : আমাদের অবস্থা এমনই হয়েছে ।
205578
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৪৫
সিটিজি৪বিডি লিখেছেন : হে আল্লাহ তুমি বোন আফিয়াকে জান্নাতুল ফেরদাউস নসীব করো। হে বোন তুমি আমাদের মত অধমদের ক্ষমা করে দিয়ো।

১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০২
154470
সত্যলিখন লিখেছেন : ভাইয়া শুধু দোয়া নয় সাথে দাওয়াও লাগবে । না হলে কাল কিয়ামতের দিন আল্লাহর বিচারের কাঠগড়ায় আমরা কোন অজুহাত দিয়ে রক্ষা পাবো না । কারন যিনি স্বাকষীদাতা তিনিই আমাদের মহাবিচারক । তাই আসো আমরাই আমাদের পরের প্রজন্মের জন্য ইসলামের বিজয়টা এনে দেই ।
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৬
156288
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : হে আল্লাহ তুমি বোন আফিয়াকে জান্নাতুল ফেরদাউস নসীব করো। হে বোন তুমি আমাদের মত অধমদের ক্ষমা করে দিয়ো।
205582
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
এমরুল কায়েস ভুট্টো লিখেছেন : মনের অজান্তে চুখে পানি চলে এসেছে। আল্লাহ তুমি আমার এই বোনকে হেফাজত কর...
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০৯
154472
সত্যলিখন লিখেছেন : কান্না মুছে ফেলুন । বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য আপনিই হয়ে যান সাইফুল্লাহ ।
সাইফুল্লাহ তথা আল্লাহ্র তরবারী উপাধি লাভ :

মূতার যুদ্ধে তিনজন সেনাপতিকে হারিয়ে মুসলিম বাহিনী যখন কিংকর্তব্যবিমূঢ় তখন তারা খালিদ ইবন ওয়ালীদকে সিপাহসালার মনোনীত করেন। অতঃপর প্রধান সেনাপতি নিযুক্ত হয়ে খালিদ অসীম বীরত্ব ও অপূর্ব দক্ষতা প্রদর্শন করে বিজয় পতাকা উড্ডীন করেন। মুহাম্মাদ (ছাঃ) তাঁর এই তেজস্বীতা ও বীরত্বের স্বীকৃতি স্বরূপ তাকে
সাইফুল্লাহ তথা আল্লাহ্র তরবারী উপাধিতে ভূষিত করেন।
205583
১০ এপ্রিল ২০১৪ সকাল ১০:৫৮
শিশির ভেজা ভোর লিখেছেন : কান্নায় বুকটা ধরে আসলো। এও কি সম্ভব? Sad Sad Sad
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১১
154473
সত্যলিখন লিখেছেন : "যারা (আল্লাহর ওপর)ঈমান আনে, আল্লাহ তা'লাই হচ্ছেন তাদের সাহায্যকারী (বন্ধু),তিনি (জাহেলিয়াতের)অন্ধকার থকে তাদের (ঈমানের) আলোতে বের করে নিয়ে আসেন,
(অপরদিকে) যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহ-ই হয়ে থাকে তাদের সাহায্যকারী, তা তাদের (দ্বীনের) আলোক থেকে (কুফরীর) অন্ধকার এর দিকে নিয়ে যায়; এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। [আল কুরআনঃ সূরা আল বাক্বারাহঃ ২৫৭]
205584
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:০০
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:১২
154475
সত্যলিখন লিখেছেন : "কিয়ামতের দিন না তোমাদের আত্মীয়তার বন্ধন কোন কাজে আসবে - না সন্তান-সন্ততি কোন কাজে আসবে। সেদিন আল্লাহ তোমাদের পরস্পর বিচ্ছিন্ন করে দেবেন। আর তিনিই তোমাদের আমল বা কর্মফল দেখবেন।
-(সুরা মুমতাহিনা,৩)
205599
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২০
খেলাঘর বাধঁতে এসেছি লিখেছেন : এ জন্যই সন্ত্রাসী কাজ থেকে নিজেকে দুরে রাখাই ভাল। এ থেকে মানুষ কিছুটা হলেও শিক্ষা পাবে।
১০ এপ্রিল ২০১৪ সকাল ১১:২৯
154477
সত্যলিখন লিখেছেন : "যারা (আল্লাহর ওপর)ঈমান আনে, আল্লাহ তা'লাই হচ্ছেন তাদের সাহায্যকারী (বন্ধু),তিনি (জাহেলিয়াতের)অন্ধকার থকে তাদের (ঈমানের) আলোতে বের করে নিয়ে আসেন,
(অপরদিকে) যারা আল্লাহকে অস্বীকার করে, বাতিল শক্তিসমূহ-ই হয়ে থাকে তাদের সাহায্যকারী, তা তাদের (দ্বীনের) আলোক থেকে (কুফরীর) অন্ধকার এর দিকে নিয়ে যায়; এরাই হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল থাকবে। [আল কুরআনঃ সূরা আল বাক্বারাহঃ ২৫৭]
১৪ এপ্রিল ২০১৪ রাত ০১:৩৮
155972
মনসুর আহামেদ লিখেছেন : @খেলাঘর বাধঁতে এসেছ,আকবার ,স্বাধীনতা,জুলিয়া,
মারিয়া
পরীবানু 
মরুর মুসাফির 
পরীবানু ,সততার আলো
অশ্বথমা 
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
পরমা ,নীলমণীলতা
বিলকিস লায়লা
দস্তার
রুপবান
মুক্তিযুদ্ধ ৭১
দ্রাবীড় বাঙাল
লেয়লা ইসলাম
বিলকিস
বাংলা ৭১
ভিক্টোরিয়া
হেলেনা
পল্লব প্রভাতে
খালেদ
রুশো তামজিদ
বারাংগনা
মধুবালা
সখি
ফয়সাল১
মাঝি-মাল্লা, ,
লায়লার
লায়লা০০৭
রাতুল দাস
চকো চকো
সায়েদ-রিয়াদ
বিভ্রান্ত নাবিক
ফাজিল
অপ্রতিরোধ্য স্বাধীন সমালোচক 
মুক্তিযুদ্ধ ৭২
দ্রাবীড় বাঙাল
পিচ্চি পোলা
কাওসাইন হক
চাষা
jahed_ullah
নীরু
সাদা মন
সাদা মন
চোথাবাজ
আমি বিপ্লবী 
সততার আলো সকাল সন্ধ্যা 
এই নেরিকুত্তার এত নিক
১০
207717
১৪ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:৪৮
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : কান্না মুছে ফেলুন । বাংলাদেশ নয় সারা বিশ্বের জন্য আপনিই হয়ে যান সাইফুল্লাহ ।
সাইফুল্লাহ তথা আল্লাহ্র তরবারী উপাধি লাভ


ভাই, আমাকে ও আপনার সাথে রাইখেন, আমাকে ভুলে জাবেন না,
১৫ এপ্রিল ২০১৪ রাত ০১:১৬
156550
সত্যলিখন লিখেছেন : কান্না ভুলে ময়দানেই এখন বেশি কাজ করছি আলহামদুলিল্লাহ । তাও কেন জানি না থেমে যাওয়া কান্না আবার আপনার মন্তব্য পড়ে
আবার অশ্রু চলে এলো দুই নয়নে । আল্লাহ আপনার কথা কবুল করে আমাকে সাইফুল্লাহ হিসাবে বংলার জমিনের জন্য কবুল করে নিন । ইনশাল্লাহ আপনিকে দুনিয়াতে পাশে না পেলেও যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ভালবাসার কারনে আখিরাতে আল্লাহর আরসের নিচে পশে পাব ।আল্লাহ তা কবুল করুন ।
আপনিও আমার জন্য দোয়া চাইবেন আল্লাহর কছে ।
১১
209084
১৭ এপ্রিল ২০১৪ সন্ধ্যা ০৬:৩৫
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : বোন ডঃ আফিয়া সিদ্দিকী নির্যাতনের শিকার হয়ে শহীদ হয়েছেন ,,আমরা কিছু করতে পারিনি কিন্তু এবার বাংলাদেশী মুসলমানদের সামনে সযোগ এসেছে নিজের ঈমানী পরীক্ষা দেবার আল্লামা আল্লামা সাঈদি সাহেবের মামলার রায় ও তার কার্যকর করতে যাছে নামদারী মুসলমান এবার তা প্রতিহত করার মাধ্যমে সেই পরীক্ষা।
১৯ এপ্রিল ২০১৪ বিকাল ০৪:১৫
158590
সত্যলিখন লিখেছেন : সহমত

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File