সত্যি আমি তোমায় ভালবাসি

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৬ মার্চ, ২০১৪, ০১:৩৫:০৫ দুপুর

সত্যি আমি তোমায় ভালবাসি



স্বাধীনতা তুমি আমার প্রভুর দেওয়া সেরা উপহার,

তাই তোমায় মন প্রান উজাড় করে দেই ভালবাসার হার।

সুজলা সুফলা শস্য শ্যামলা এক দেশ দিলে আমায়,

সবুজ মাঠের সবুজ গালিচায় সবুজ পাহাড়ের গায়,

দেহখানি হেলিয়ে ব্যাথিত বুকের ব্যাথা ভুলাও আমায়।।

পবিত্র স্বাধীনতা,ঐ জালিমরা জুলুম করে তোমার বুক করছে রক্তাত্ত,

প্রতিবেশী দেশের সাথে পরকীয়ায় মত্ত হয়ে তোমায় করছে অপবিত্র ।

আমার সন্তানরা পতাকার মান রক্ষার্থে ঠেলে দিচ্ছে বুকের উষ্ণরক্ত।

জালিমদের দেশ ছাড়া করে তারপর ঘরে ফিরবে বলে মাকে দেয়শর্ত।

মা কেন্দে বুক ভাসায়ে বলে,পতাকার মান রক্ষার্থে হও তোরাঐক্যবদ্ধ।

,বলো স্বাধীনতা কেন ?

তুমি ভাই স্বামী সন্তানকে মেরে পিলখানাকে বানালে গোরস্থান,

অন্ন,বস্ত্র,বাসস্থানের খোজে বৃদ্ধ মা বাবা শিশুদের ফুটপাতে অবস্থ্যান,

স্বাধীন ভাবে সত্য ন্যায়নীতির কথা বলাতে মরছে মজলুমসন্তান,

কোরানের সুন্নাহর পথে ডাকার অপরাধে জেলে নেতাদের বাসস্থান।

বাকস্বাধীনতা কেড়ে নিয়ে পরাধীনতার জিঞ্জিরায় বন্ধি অন্তরস্থান,

তুমি সব কেড়ে নিয়ে করেছ মোদের দেহপ্রানে ক্ষতস্থান।

্তাও বলছি ,সত্যি আমি তোমায় ভালবাসি,

তা বার বার হৃদয়ে কালি দিয়ে লিখে লিখে কলমটা হল ক্লান্ত।

তাই আজকের মত বিদায় জানায়ে লেখা করলাম সমাপ্ত।

বিষয়: বিবিধ

১৭৫৮ বার পঠিত, ১৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

198216
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৮
ভিশু লিখেছেন : সুন্দর বলেছেন! কিন্তু দেশ-লোপাটকারী, সমালোচক-প্রতিবাদীদের নির্বিচারে হত্যাকারী, স্বঘোষিত, স্বৈরাচারের করকোমলে থেকে কোনোদিনও স্বাধীনতার আসল তৃপ্তি পাওয়া সম্ভব নয়!
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৮
148157
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ খুব সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
198217
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৩৮
আব্দুল মান্নান মুন্সী লিখেছেন : স্বাধীনতার চল্লিশ বছর গেলো
এখনো পরাধীনতা গেলোনা
একি শুধু কাগুজে স্বাধীনতা
নাকি স্বাধীনতার প্রহসন
স্বাধীন অভিমত নিষেধ
প্রতিবাদী জনগন দেশদ্রোহী
চারিদিকে না পাওয়ার হাহাকার
গদিতে তৃপ্তির তৈলাক্ত হাসি!

স্বাধীনতা আজ শহীদ মিনারে
লাল সবুজ পতাকার ঘুড়ি
তার নিচে চেতনার বাহাদুরি
সীমান্ত দেয়ালে রক্তের ধারা
নিষ্পাপ দেহের নিথর স্তুপ
প্রতিবাদ করলে অকৃতজ্ঞ জাতী
বন্ধুত্বের দক্ষিনায় জীবন দান
ক্ষমতার লাগি স্বার্থ জলাঞ্জলী!

দাম্ভিক মুখে তৃপ্তির ঢেকুর
যেন বিশ্ব-জয়ের বাহাদুরি।
চল্লিশ বছর গেল-অধিকার এলোনা
স্বাধীন হলো-পরাধীনতা গেলোনা
চল্লিশ বছর গেল-এখনো স্বাধীনতা এলোনা..
ভালো লাগলো ধন্যবাদ অনেক ধন্যবাদ পিলাচ স্বা
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৭
148156
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ খুব সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
198242
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:০৫
সালাম আজাদী লিখেছেন : স্বাধীন করে দিলাম আমার সোনার......
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৫
148154
সত্যলিখন লিখেছেন : স্বাধীন করে দিয়েছেন বলেও দেন নাই আমাদের কে স্বাধীনতার ছাড়পত্র ।
তাই আজো বার বার আসছে আমাদের কাছে ভারতের প্রেমপত্র।
২৬ মার্চ ২০১৪ দুপুর ০২:১৭
148155
ভিশু লিখেছেন : Chatterbox
২৬ মার্চ ২০১৪ দুপুর ০৩:৩২
148171
সত্যলিখন লিখেছেন : ভিশু ,ভাই শিশুর মত কেন মাথা ছুলকায়।
স্বাধীন ভাবে বলছে না কথা,
দিদিমনি রাগকরলে কখন যে কি হয় ?
এতো ভয় থাকলে মনে মুমিন কি হওয়া যায়?
তাই আপনি মিশুকে চড়ে ভারত চলে যান।@ভিশু

198329
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০০
সিটিজি৪বিডি লিখেছেন : আমরা ও প্রবাস থেকে দেশকে ভালবাসি।
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫১
148367
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ খুব সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
198336
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:০৭
নীল জোছনা লিখেছেন : অনেক সুন্দর হয়েছে ... চালিয়ে যান। আরো বেশী বেশী লিখুন
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
148370
সত্যলিখন লিখেছেন : আপনি ,আমার প্রানপ্রিয় ও শ্রেষ্ঠ্য শিক্ষকের আসনে বসা দাদার মত করে উতসাহ দিয়ে আমার আরো ব্যস্ততা বাড়িয়ে দিলেন। ইনশাল্লাহ আমার জীবন চলার পথে আমার দাদা ও আপনাদের মন্তব্য আমার প্রেরনার বাতিঘরে আলোকবর্তিতা হয়ে জ্বলবে ।আলহামদুলিল্লাহ খুব সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
198340
২৬ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৬:১০
শফিউর রহমান লিখেছেন : আজ কয়েক ঘন্টায় যত টাকা খরচ করলো, অসহায় দুঃস্থ মানুষগুলোকে পূণর্বাসন করতে তার কতগুন বেশী টাকার দরকার হতো?
এর নাম স্বাধীনতা, নাকি ধীনাধীনতা?
২৬ মার্চ ২০১৪ রাত ০৮:৫৭
148371
সত্যলিখন লিখেছেন : সহমত ।
আলহামদুলিল্লাহ।
খুব সুন্দর মন্তব্যের জন্য আল্লাহ আপনাকে দুনিয়া ও আখিরাতে উত্তম পুরুস্কার দান করুন ।
198791
২৭ মার্চ ২০১৪ বিকাল ০৫:৪১
২৭ মার্চ ২০১৪ রাত ১১:২০
148891
সত্যলিখন লিখেছেন : হে আল্লাহ, তুমি আমার প্রভু তুমি ছাড়া কোন ইলাহ নেই। তুমি আমাকে সৃষ্টি করেছ আর আমি হচ্ছি তোমার বান্দা এবং আমি আমার সাধ্য-মত তোমার প্রতিশ্রুতিতে অঙ্গীকারাবদ্ধ রয়েছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট হতে তোমার আশ্রয় ভিক্ষা করি। আমার প্রতি তোমার নিয়ামতের স্বীকৃতি প্রদান করছি, আর আমি আমার গুনাহ-খাতা স্বীকৃতি করছি। অতএব তুমি আমাকে মাফ করে দাও নিশ্চয়ই তুমি ভিন্ন আর কেউ গুনাহ মার্জনাকারী নেই। [বোখারি : ৫৮৩১

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File