আল কোরানের কর্মী আমি, এটাই আমার আসল পরিচয় ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ মার্চ, ২০১৪, ০২:১৬:২০ দুপুর

আল কোরানের কর্মী আমি, এটাই আমার আসল পরিচয় ।



আসসালামুয়ালাইকুম ।

আমার ইসলাম প্রিয় ওপ্রান প্রিয় ভাই বোন ছেলেমেয়েরা সবাই কেমন আছেন ?

আমি অনেক দিন থেকে একটা বিষয় খুব খেয়াল করছি ।আমার মেসেজ বক্সে বিভিন্ন নামের আইডি থেকে অনেক মেসেজ আসছে।সেখানে অনেকেই আমার ফ্রেণ্ডলিস্টে আছেন।আবার অনেকে নেই।তবে কিছু কিছু আইডির নাম খুব উদ্ভট।

নানান ব্যস্তার মাঝেও উনাদের মেসেজ গুলো আমি পড়ি ।কিন্তু যখন দেখি, মেসেজে প্রায় অনেকেই উনাদের ফোন নাম্বার ও ইমেইল নাম্বার দিচ্ছেন আমি যেন উনাদের সাথে যোগাযোগ করি।কারন নেটে আমার আক্টিভিটি উনাদের ভাল লেগেছেন। তাই আমি যেন উনাদের কে আমার ছবি, পরিচয় ,ঠিকানা , ফোন নাম্বার সহ আরো আমার সম্বন্ধে অনেক কিছুর তথ্য জানাই।আমার ব্যস্ততার মাত্রা একটু বেশি হওয়াতে আমি উনাদের উত্তর দেব দিচ্ছি করে অনেক সময় পার হয়ে যায় ।তাতে আমার মেসেজ বক্স আরো ভারী হতে থাকে। সাথে উনাদের মুল্যবান সময় আমি নষ্ট করছি ।তাই আজ ভাবলাম উনাদের প্রতিক্ষার অবসান ঘটাই।আর ক্ষমা চাই দেরীর জন্য।

আমার পরিচয়ঃ

আমার পরিচয় দেবার মত কোন পরিচয় নেই বলে আমার কোন ভিজিটিং কার্ড নেই।আমার মডেলার নায়িকা গায়িকাদের বা নেত্রীদের মত কোন ফেইজবেলু নেই তাই আমি পিক দেবার মত কিছুই পাইনা।আর একজন অজ্ঞ বোকা নগন্য ব্যক্তির ফোন নাম্বার দিয়ে আপনি াপনার মুল্যবান সময় ও পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলা টাকা খরচ করেন তা আমি চাই না ।আমার প্রবাসী ছেলেদেরকেও বেশি ফোন করলে বকা শুনতে হয়।আমার সম্বন্ধে আর কি জানাব ?বার্ধক্য আলিঙ্গন করা ষাট ছুইছুই চিরযৌবন মননের একজন বসন্তরসিক বয়স্ক ভদ্রলোকের জীবনসঙ্গীনি।আর আমি একজন বার্ধক্য নিমন্ত্রন জানানো ৫ছেলের জননী ও ২ নাতি নাতনির দাদীজান।

আমি সেইই রকম কোন লেখিকা বা ব্লগার নইঃ

আমি ছোট বেলা থেকেই পহেলা বৈশাখের হরেক রকমের দ্রব্য নিয়ে বসা মেলার মত জ্ঞানীদের মেলা থেকে আমার হৃদয়ের তুচ্ছ মুল্যের ভালবাসা দিয়ে হরেক রকমের জ্ঞান এর ক্রেতা হতে চেষ্টা করতাম। ছাত্রী জীবনেও প্রাইভেট পড়ার সামর্থ ছিলো না বলে অগামখা ছাত্রছাত্রীদের কাতার থেকে নিজেকে আলাদা করার জন্য স্যার মেডামদের কমন রুমে গিয়ে ঊনাদের অমুল্যধন জ্ঞান নিতে চেষ্টার ত্রুটি কম করিনি।আর যখন না পারতাম তখন পিপাসার্থ পথিকের মত মরিচিকার পিছনেই দৌড়াতাম।

আমি ১ম বার ব্রেইন স্ট্রোক করে যখন পরাজিত সৈনিকের মত জীবন যুদ্ধের ময়দান থেকে দিকবেদিক পালাবার পথ খুজছিলাম।তখন আমার কলিজার টুকরা,আমার নয়নমনি, আমার হৃদয়ের স্বচ্ছদর্পন এর মত আমার ছেলেরা আমার না বলা বুকের ব্যাথা বুঝতে পারে।তাই মেঝে ছেলে অক্লান্ত পরিশ্রম করে আমাকে এইনেট জগতে নিয়ে আসেন।আলহামদুলিল্লাহ ।এইখানে আমি হারিয়ে যাই কিনা আমার ছেলেরা আমাকে তাই দীর্ঘ সময় পর্যবেক্ষন করতে থাকে আর বলতে থাকে, “মা, এই জগত একদিকে যেমন খুব অন্ধকারাচ্ছন্ন আবার অন্য দিকে তেজদীপ্ত সূর্যের চেয়েও প্রখর জ্ঞানের আলোয় আলোকিত জ্ঞানীদের আলোয় ভরা এক রোদেলা দুপুর।এই দুই এর মাঝে তাল মিলিয়ে মাগো তুমি চলতে গিয়ে হচট খেয়ে পড়ে গিয়ে আরো কষ্ট পাও কিনা তাই ভয় পাচ্ছি”।

য়ামি তখন আমার প্রতিবন্ধি ব্রেইন দিয়ে শুধু এই টুকু বলেছি “দেখ আব্বু, মুসলমানের কাজ তো আগাছা ভরা অনাবাদি অনুর্বর হৃদয় গুলোকে কোরান সুন্নাহর ট্রাক্টার দিয়ে চাষাবাদ করে আবাদি উর্বর করা।আর অন্ধকার হৃদয় গুলোতে আলো দান করা ।আর এই খানে কারেন্ট বিলের মত বিল দেওয়া ছাড়াই আলোকিতদের থেকে আলো নিয়ে অন্ধকার বুকের খাচার প্রাচীরে বার বার ঠুসা খেয়ে ক্ষতবিক্ষত হওয়া প্রান পাখিটাকে আলোকিত করে পথ দেখানো যাবে।ইনশাল্লাহ”।দ্বীন কায়েমের কাজে জন্য ময়দানে তখন আপারা এসে না নিয়ে গেলে যেতে পারতাম না।তাই ফিল্ডওয়ার্ক এর চেয়ে নেটওয়ার্ক কে দ্বীন কায়েমের জন্য বেশি সময় দিতে চিন্তা করি।

নেটজগতে আমি যা দেখলামঃ

এই খানে বিবেকের খোরাক কোরান সুন্নাহ জানা মুত্তাকিনদের দেখে বুঝালাম যে, আমার সেই ক্ষীন মুল্যের পুরানো ধযভাঙ্গা হৃদয় নিড়ানো ভালবাসা দিয়ে আমি এই আন্তজাতিক জ্ঞানীদের মেলার ক্রেতা না শুধু দর্শনার্থি হবার মত যোগ্যতাও আমার নেই।তাই অনেক জ্ঞানীদের ব্লগে বা আইডিতে ডুকে আমি লাইক বা মন্তব্য করতেও আমার হাত পায়ের কাপাকাপি শুরু হয়।তবে এই জগত লেখক পাঠকের মনন বিকাশের মিলন মেলা।এখানে সকল ধরনের মানুষের আবেগ উচ্ছাস চেতনার আসরের প্রাঙ্গন বা সবার হৃদয়ের হাজার হাজার স্মৃতিচারনের উম্মুক্ত প্রাঙ্গন।

আবার মনে হয় ,রুচিশীল,সুশিক্ষিত,পরিমার্জিত,উচ্চমাপের ভদ্রপরিবারের এবং সব ধরনের সৃষ্টিশীল মানুষের প্রানের স্পন্দন মেলা।কচি,গাড়সবুজ,হালকা ক্রিম কালার এবং আধা কাচা আধাপাকা বয়সের ্লেখক পাঠকদের মুগ্ধ-অভিভত হয়ে আকুল চিত্তে ছুটে আসে নানান রকমের নতুন নতুন বসন্ত ফুলের মত লেখার ঘ্রানে মনপ্রান রাঙ্গিয়ে নেওয়া।হৃদয়টকে ডাইরীর মতো মেলে ধরে বার বার ইচ্ছা করে আমার প্রান প্রিয় ও সন্মানিত লেখক-লেখিকাদের নিতে অটোগ্রাফ।কারন উনাদের দৃষ্টিনন্দন পোস্ট গুলো পড়তে উপচেপড়া আনন্দ-উচ্ছাসের ভীড়ে নিজের স্মৃতিদের কলকাকলিতে মুখর হয়ে যায় আমার হৃদয় আঙ্গিনা। অনুমতি ছাড়া বিনা টিকেটে জ্ঞানীদের ব্লগ আইডির স্ট্রোল গুলোতে ঘুরে ঘুরে আমি আমার ভাঙ্গা হৃদয়ের ঝুড়িতে বার বার অনেক কিছু মুল্যবান নিয়েছি।ভাঙ্গা ঝুড়ির দেহ আর কত টুকু হজম করে নিজের জীবোণে আমোল করতে পারে।তাও আমি এই অসাধারন জনপ্রিয়তার শীর্ষে উঠা লেখকদের কাছে আমি চিরঋনি।বিশেষ করে আমার প্রান প্রিয়ও সন্মানিত শিক্ষক দাদার থেকে পাওয়া শিক্ষা আমার বাহিরের চোখ স্বল্পপরিসরে হলেও বাস্তবে আমার জীবনে হৃদয়ের দৃষ্টি দিয়ে তাকালে দেখি এর পরিব্যপ্তি বিশাল আকাশের নিলের মত নীলদিগন্ত জুড়ে।আল্লাহ এই সন্মানিতদের কে নেক হায়াত দান করে দুনিয়া ও আখিরাতের সন্মানিতদের কাতারে শামিল করুন।

আমার আসল পরিচয়ঃ

আমি সেইই রকম কোন লেখিকা বা ব্লগার না হলেও আমার আসল পরিচয় হলো আমি একজন মুসলিম।তাই আমি আল কোরানের একজন খুব দূর্বল কর্মী,এটাই আমার আসল পরিচয় ।আমি হতে চাই তাদের মতো হতে যারা নির্ভয়ে নির্ভিক ভাবে নিজের জান মাল বিলিয়ে দিতে পারে। আমি দ্সবীন কায়েমের জন্য সত্যের পথের সংগ্রামী পথিকদের সারিতে সীসাঢালা প্রাচীরের মত দাঁড়িয়ে থাকতে চাই । প্রয়োজনে আমি বাংলাদেশের প্রথম সুমাইয়া হতে চাই। বাংলাদেশের আকাশ থেকে তাগুত শক্তির কালো মেঘ সরায়ে ইসলামের সোনালী সমাজ কায়েম করতে।

“এ দ্বীন ভীরু-কাপুরুষদের জন্য অবতীর্ণ হয়নি। প্রবৃত্তির দাস এবং দুনিয়ার গোলামদের জন্য অবতীর্ণ হয়নি। পানির স্রোতে ভেসে যাওয়া পোকা মাকড়ের জন্যও অবতীর্ণ হয়নি এ দ্বীন। মূলতঃ এটা অবতীর্ণ হয়েছে তাদের জন্য যারা বাতাসের গতিকে পরিবর্তন করে দেওয়ার হিম্মত রাখে, যারা সমুদ্রের স্রোতের সাথে লড়াই করে স্রোতের গতি পরিবর্তন করে দেওয়ার সাহস রাখে, যারা আল্লাহর রঙকে দুনিয়ার সকল রঙ অপেক্ষা অধিক প্রিয় মনে করে, এবং এ রঙে তার গোটা দুনিয়াকে রঙ্গিন করার হিম্মত রাখে। মূলত সেই মুসলমান যে সমুদ্রের স্রোতে ভেসে যাওয়ার জন্য সৃষ্টি হয়নি।” মাওলানা মওদূদী (রহঃ)

“কাজেই তোমরা তাদেরকে ভয় করো না বরং আমাকে ভয় করো৷ আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিয়েছি, আমার নিয়ামত তোমাদের প্রতি সম্পূর্ণ করেছি এবং তোমাদের জন্য ইসলামকে তোমাদের দীন হিসেবে গ্রহণ করে নিয়েছি” ।

সুরা মায়েদা- ৩

শেষ আমি একটি কথা বলে শেষ করতে চাই ,আমার গোবর মাথা দিয়ে আমার বিবেক যদি আমার মাঝে বা আমার এক্টিভিটিতে একটি ঘাস ফুল এর ন্যায় ভাল কাজ ফুটাতে পেরেছে বলে আপনারা যদি মনে করেন তা আমার দ্বারা করা নয় ।তা আল্লাহ রাহমানুর রাহিম কোরান সুন্নাহর আলোকে পরিচালিত দ্বীন কায়েমের প্রচেষ্টায়রত ইসলামী সংগঠন “বাংলাদেশ জামায়াতে ইসলামী” তে আমাকে শামিল করেছেন। আর উনাদের আন্তরিক সিক্ততা আর অক্লান্ত পরিশ্রম দিয়ে পরিচর্যা মাধ্যমে আমার মত নরাধমের গোবর মাথায় তা আল্লাহ ফুটায়েছেন। তাই আপনারা আমাকে মেসেজ না দিয়ে আপনার এলাকার এই সংগঠনের আমাদের কোন দ্বীনি ভাই বা বোন কে মেসেজ দিয়ে উনাদের সাথে কাজ করে আল কোরানের আলো আপনার মাঝে ,আপনার পরিবার সমাজ ও রাষ্ট্রের মাঝে জ্বালিয়ে দিন ।

তাই আবার বলছি আসুন কোরানের ছায়া তলে সমবেত হই ।আসুন আল্লাহর রাসুলের পথের পথিক হই ।

আজকে আমি আপনাদের সবার কাছে আপনাদের পাঠানো মেসেজের জবাব দিয়ে দিলাম।হয়ত আজকের পরে অনেকে আমাকে আর ফ্রেন্ডলিস্টে রাখবেন না তা আমি জানি ও মন কে সেই ভাবে প্রস্তুত করেই আমার পরিচয় তুলে ধরলাম । আল্লাহ আমাদের সবাইকে ক্ষমা করে আল কোরানের দেখানো সিরাতুল মোস্তাকিমের পথের পথিক হয়ে হুদাল্লিন মুত্তাকিন হবার তাওফিক দান করুন । আমিন । —

বিষয়: বিবিধ

১৬৭৭ বার পঠিত, ৩২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

197054
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৪
মোবারক লিখেছেন : ভালো লাগলো
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:৩৫
147243
সত্যলিখন লিখেছেন : " আল্লাহ সেই সব লোকদের ভালবাসেন যারা তাঁর পথে এমনভাবে কাতারবন্দী হয়ে লড়াই করে যেন তারা সিসা গলিয়ে ঢালাই করা এক মজবুত দেয়াল৷" সুরা আস সফঃ০৪
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
148138
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197056
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৩৬
সুশীল লিখেছেন : জামাতি কৃমী নাকি খোকন?
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৮
147140
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন :
মুসলমান তো মুসলমানই হয়,

জঙ্গিবাদী--আওয়ামীলীগ কখনো মুসলমান হয় না ,
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১৮
147228
শেখের পোলা লিখেছেন : জামাতী কৃমী কি আপনার ভয়ের কারণ হল? ওটা শরীরের জন্য প্রয়োজন৷ ভয় পাবার কিছু নেই৷ ওরা তথাকথিত চূচীল অপেক্ষা কম ক্ষতিকর৷
২৪ মার্চ ২০১৪ রাত ০৮:৪৫
147245
সত্যলিখন লিখেছেন : "তিনিই সেই মহান সত্তা যিনি তাঁর রসূলকে হিদায়াত এবং ‘দীনে হক’ দিয়ে পাঠিয়েছেন যাতে তিনি এ দীনকে অন্য সকল দীনের ওপর বিজয়ী করেন, চাই তা মুশরিকদের কাছে যতই অসহনীয় হোক না কেন" আস সফ
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
148139
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197064
২৪ মার্চ ২০১৪ দুপুর ০২:৫০
প্রেসিডেন্ট লিখেছেন : পরিচয় পেয়ে ভালো লাগলো। আপনাকে প্রিয় ব্লগারদের তালিকায় এড করলাম। উনি কি আপনার নাতনী?

২৪ মার্চ ২০১৪ রাত ০৮:৫৫
147246
সত্যলিখন লিখেছেন : "আর তোমাদের এ উম্মত হচ্ছে একই উম্মত এবং আমি তোমাদের রব, কাজেই আমাকেই তোমরা ভয় করো"।
সুরা মুমিনুনঃ৫২ ৷
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:০০
147247
সত্যলিখন লিখেছেন : আমার আদরের কলিজার টুকরা নাতনী আপনার কাছে গেল কেমনে? আল্লাহ আপনাকে উনার প্রিয়দের কাতারে শামিল করে নিন ।Praying Praying Praying
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪১
148141
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197071
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:০৫
আল্লাহর সন্তুষ্টি লিখেছেন : আমি হতে চাই তাদের মতো হতে যারা নির্ভয়ে নির্ভিক ভাবে নিজের জান মাল বিলিয়ে দিতে পারে। আমি দ্সবীন কায়েমের জন্য সত্যের পথের সংগ্রামী পথিকদের সারিতে সীসাঢালা প্রাচীরের মত দাঁড়িয়ে থাকতে চাই । প্রয়োজনে আমি বাংলাদেশের প্রথম সুমাইয়া হতে চাই। বাংলাদেশের আকাশ থেকে তাগুত শক্তির কালো মেঘ সরায়ে ইসলামের সোনালী সমাজ কায়েম করতে

২৪ মার্চ ২০১৪ রাত ০৯:০৯
147248
সত্যলিখন লিখেছেন : ‘‘কে হবে আল্লাহর পথে আমার সাহায্যকারী? হাওয়ারীগণ বললোঃ আমরা আল্লাহর সাহায্যকারী৷ আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি ৷ সাক্ষী থাকো, আমরা মুসলিম ( আল্লাহর সামনে আনুগত্যের শির নতকারী"৷
আলে ইমরান

২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
148142
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197087
২৪ মার্চ ২০১৪ দুপুর ০৩:২২
দুষ্টু পোলা লিখেছেন : সুশীল লিখেছেন : জামাতি কৃমী নাকি খোকন?
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:১৫
147250
সত্যলিখন লিখেছেন : "তোমাদের মধ্যে এমন কিছু লোক অবশ্যি থাকতে হবে, যারা নেকী ও সৎকর্মশীলতার দিকে আহবান জানাবে, ভালো কাজের নির্দেশ দেবে ও খারাপ কাজ থেকে বিরত রাখবে৷ যারা এ দায়িত্ব পালন করবে তারাই সফলকাম হবে"৷আলে ইমরান ১০৪
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
148143
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197214
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:১০
শিশির ভেজা ভোর লিখেছেন : তাই আবার বলছি আসুন কোরানের ছায়া তলে সমবেত হই ।আসুন আল্লাহর রাসুলের পথের পথিক হই ।

আমিন
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:১৭
147251
সত্যলিখন লিখেছেন : এখন তোমরাই দুনিয়ায় সর্বোত্তম দল৷ তোমাদের কর্মক্ষেত্রে আনা হয়েছে মানুষের হিদায়াত ও সংস্কার সাধনের জন্য ৷ তোমরা নেকীর হুকুম দিয়ে থাকো, দুষ্কৃতি থেকে বিরত রাখো এবং আল্লাহর প্রতি ঈমান আনো৷" আলে ইমরান ১১০
197221
২৪ মার্চ ২০১৪ সন্ধ্যা ০৭:২০
শেখের পোলা লিখেছেন : আপনার এ পরিচয় আগেই কল্পনায় করে নিয়েছিলাম৷ আপনার অনেক লেখাতেই পেয়েছি৷ ভাল লাগলো৷ আপনার মিশন সাকসেস হোক৷ মাশাআল্লাহ৷
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:২৭
147252
সত্যলিখন লিখেছেন : "হে ঈমানদানগণ! সবরের পথ অবলম্বন করো, বাতিলপন্থীদের মোকাবলায় দৃঢ়তা দেখাও, হকের খেদমত করার জন্য উঠে পড়ে লাগো এবং আল্লাহকে ভয় করতে থাকো৷ আশা করা যায়, তোমরা সফলকাম হবে৷" আলে ইমরান২০০

২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
148144
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197286
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:১২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে খুব ভালো লেগেছে।
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:৪০
147255
সত্যলিখন লিখেছেন : "হে ঈমানগারগণ ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী৷ এরপর যদি তোমাদের মধ্যে কোন ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রসূলের দিকে ফিরিয়ে দাও৷ যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ঈমান এনে থাকো ৷ এটিই একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটিই উৎকৃষ্ট৷"
আন নেসা ৫৯
২৪ মার্চ ২০১৪ রাত ০৯:৪১
147256
সত্যলিখন লিখেছেন : "হে ঈমানগারগণ ! আনুগত্য করো আল্লাহর এবং আনুগত্য করো রসূলের আর সেই সব লোকের যারা তোমাদের মধ্যে দায়িত্ব ও ক্ষমতার অধিকারী৷ এরপর যদি তোমাদের মধ্যে কোন ব্যাপারে বিরোধ দেখা দেয় তাহলে তাকে আল্লাহ ও রসূলের দিকে ফিরিয়ে দাও৷ যদি তোমরা যথার্থই আল্লাহ ও পরকালের ওপর ঈমান এনে থাকো ৷ এটিই একটি সঠিক কর্মপদ্ধতি এবং পরিণতির দিক দিয়েও এটিই উৎকৃষ্ট৷"
আন নেসা ৫৯
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
148145
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
197343
২৪ মার্চ ২০১৪ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২৫ মার্চ ২০১৪ দুপুর ১২:৩১
147443
সত্যলিখন লিখেছেন : "আমার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পরস্পর
ভালোবাসা স্থাপনকারীরা কোথায় ? আজ যে দিন আমার
ছায়া ব্যতীত কোন ছায়া থাকবে না- আমি তাদের ছায়া দেব।"
[সহীহ মুসলিম : ৪৬৫৫]
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪২
148146
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s
১০
198091
২৬ মার্চ ২০১৪ সকাল ০৭:২১
ইবনে হাসেম লিখেছেন :
“এ দ্বীন ভীরু-কাপুরুষদের জন্য অবতীর্ণ হয়নি। প্রবৃত্তির দাস এবং দুনিয়ার গোলামদের জন্য অবতীর্ণ হয়নি। পানির স্রোতে ভেসে যাওয়া পোকা মাকড়ের জন্যও অবতীর্ণ হয়নি এ দ্বীন। মূলতঃ এটা অবতীর্ণ হয়েছে তাদের জন্য যারা বাতাসের গতিকে পরিবর্তন করে দেওয়ার হিম্মত রাখে, যারা সমুদ্রের স্রোতের সাথে লড়াই করে স্রোতের গতি পরিবর্তন করে দেওয়ার সাহস রাখে, যারা আল্লাহর রঙকে দুনিয়ার সকল রঙ অপেক্ষা অধিক প্রিয় মনে করে, এবং এ রঙে তার গোটা দুনিয়াকে রঙ্গিন করার হিম্মত রাখে। মূলত সেই মুসলমান যে সমুদ্রের স্রোতে ভেসে যাওয়ার জন্য সৃষ্টি হয়নি।” মাওলানা মওদূদী (রহঃ)
আমিও চাই এমনই একজন মুসলমান হতে, হে মহাপ্রভূ!
আপাকে আমার আন্তরিক সালাম এবং আপনার জেরক্স কপিময় নাতনিটাকেও
২৬ মার্চ ২০১৪ দুপুর ০১:৪৩
148147
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম
সত্যি আমি তোমায় ভালবাসি ।
http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/41548#.UzKDeKnZm1s

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File