আলহামদুলিল্লাহ আজ থেকে নাতিনীর হিজাব পরা শুরু
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ মার্চ, ২০১৪, ০৫:৪৫:২৫ বিকাল
দাদীমনির কাছে ধরেছি বায়না ,
ইয়াং দাদাদের সামনে
আর হিজাব ছাড়া যাব না ।
বুড়ি দাদী বলে আমায় ,
" তোমায় ব্যাক ডেটেড বলে,
করবে সবে তিরস্কার,
তাই হিজাব পরবে কিনা
ভেবে দেখ আর একবার"।
দাদী মনি কে বললাম আমি ,
যে যাই বলুক দাদী ,
পশুর মত উলঙ্গপনা ছেড়ে
ইসলামের লেবাস হিজাব আমায়
কিনে এনে দাও খুব তাড়াতাড়ি করে ।
আরো বললাম প্রানের দাদীরে ,
খোলা কলায় মাছি বসে আর বসে ধুলা ,
ডাকনা দেওয়া ঝিনুকে থাকে দামী মুক্তা ,
ইনশাল্লাহ আমি হব,
তার চেয়েও দামী মুত্তাকিন।
শুন শুননা আমার জানের দাদী ।
আজ থেকেই দ্বীন কায়েমের তরে
আমার নামটি লিখ সিরাতুল মুস্তাকিমের পথে ,
তোমার সাথে পথ চলা শুরু করি হিজাব পরে।।
আজ থেকে আমি হিজাব ও নামাজ পড়ছি
আপনারাও হিজাব ও নামাজ কায়েম করুন,
এটাই সবার কাছে আমার কচি প্রানের দাবী ।।
আমি আপনাদের আদরের নাতনী
নাদিরা নওশিন নুহা
বিষয়: বিবিধ
২২৭১ বার পঠিত, ৩১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দোয়া করি নাতনি আপনার মনের মত করে গড়ে উঠুক এবং মহান আল্লাহ যেন তাকে দীর্ঘ হায়াত দিন এবং নিরাপদে সুস্থ রাখেন।
আমি এখন আর ইয়াং না হাহাহা............
নাতনীর জন্য অনেক অনেক দোয়া-আদর-ভালবাসা রইল। আল্লাহ তায়ালা আপনাদের সবাইকে ভাল রাখুক, আমিন।
আমার নাতনীর জন্য আল্লাহ তোমার মত নেক্কার দাদার দোয়া কবুল করুন ।তোমাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
আমার ব্লগে আসার জন্য আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
আপনাকে বলিনি, আপনার নাতনিকে বলছি
আধা পাকা আধা কাচা ।।
মন থাকে সদা তাজা।
আমার নাতনীর জন্য আল্লাহ আপনার মত নেক্কার দাদার দোয়া কবুল করুন ।
আপনাকে আল্লাহ দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুন ।
মন্তব্য করতে লগইন করুন