আমার হৃদয় কাবায় আমার ভালবাসা থাকে সারাক্ষন
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১১ মার্চ, ২০১৪, ১২:৪০:২৩ রাত
আমার হৃদয় কাবায় আমার ভালবাসা থাকে সারাক্ষন
আমি মনে করি ,
আমি যাকে ভালবাসি সে দুনিয়ার সব কিছু থেকে মুল্যবান ।
আমি সারা ক্ষন আমার হৃদয়পটে নানা রঙ্গের তুলির আলপনায়
তার রঙ্গে নিজেকে রাঙ্গাতে প্রান পন চেষ্টা করি ।
তার কথা আমি ভাবি সারাক্ষন তাই তো
হারাবার ভয়ে কখনও অঝরে কান্দি ,
দেখা পাবো আশায় আনন্দে কখনো হাসি।
আমি রোগা ক্লান্ত অসহায় চিত্তে তাকে কতটুকু ভালবাসি ?
তা দেখার জন্য সে নানান ভাবে আমাকে পরীক্ষায় ফেলেন?
আমি তাকে অনেক অনেক বেশি ভালবাসি বলে কষ্ট হলেও
তখন বুকের নীলাভ কষ্ট গুলো বুকে চেপে ধরে রাখি ।
আমার বিশ্বাস সে সারা ক্ষন আমার সাথে বসবাস করে ,
সে আমার সাথে আছে বলেই ভয় লাগে না মনে ।
সবাই ভালবেসে কাছে টেনে পরে আবার দূরে নিক্ষেপ করে ,
কিন্তু সে দিবারাত এক মুহুর্তের জন্য্ও একা থাকতে দেয় না ।
তাই তো আমি মনের সব গোপন কথা
নিঝুম রাতে অভিসারে চুপিচুপি তারে বলে অনেক তৃপ্তি পাই।
তার শান্তনার বানী গুলো আমাকে অনাবিল শান্তির বানে ভাসিয়ে নিয়ে যায় ।
আমি তখন আর নশ্বর এই দুনিয়াতে না পাওয়ার বা হারাবার মত কিছুই দেখি না।
আমি অজ্ঞতা বোকামি পাগলামী শিশু সুলভ আচরন অন্যায় ভুল ভ্রান্তিতে ভরা,
এইসব কিছু তার জানা, তাও তাকে প্রান উজাড় করে ভালবাসতে তার নেই মানা।
তাই আমার হৃদয় কাবায় আমার ভালবাসা থাকে সারাক্ষন আলহামদুলিল্লাহ
সাত বার নয় শত হাজার বার তাকে আমি প্রান ভরে তাও্য়াফ করি সারাক্ষন ,
আমার ভালবাসা আর অন্য কেউই নন
তিনি আমার দয়াল আমার রাব্ব,
আমার প্রভূ আল্লাহ মহান !
সুবহান আল্লাহ!!
বিষয়: বিবিধ
১৩৯৯ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আলহামদুলিল্লাহ ।
আল্লাহ আপনাকেও দুনিয়া আখিরাতের আল্লাহর প্রিয়দের কাতারে স্বামীল করুন ।
আল্লাহ আপনাকেও দুনিয়া আখিরাতের আল্লাহর প্রিয়দের কাতারে স্বামীল করুন ।
মন্তব্য করতে লগইন করুন