" মুমিন মুত্তাকিন নারীর প্রেরনা , বুদ্ধি ও শক্তি ছাড়া কোন কালে ইসলামের বিজয় হয়নি "

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১২:০২ রাত

" মুমিন মুত্তাকিন নারীর প্রেরনা , বুদ্ধি ও শক্তি ছাড়া কোন কালে ইসলামের বিজয় হয়নি "



আসসালামুয়ালাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু ।

আমি গতকাল "যে নারী রাধতে জানে সে নারী খোপায় ফুলও বাধতে জানে" পোস্ট করার পর অনেকের মেঝাজ একটু গরম হতে দেখলাম । বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান- ১০ জন জনগনের বিপুল ভোটে জয় লাভ করেছেন । তাই অনেক ভাই বোনের অনেক কথা "নারী নেতৃত্ব নিয়ে" সমালোচনা বিভিন্ন জায়গায় দেখলাম । সংস্কারের উদ্দেশ্যে সমালোচনা করা অনেক ভাল কাজ । কিন্তু অপমান তিরস্কারের জন্য বা পিছনে নিন্দা আর সমালচনা করা ইসলাম নিষেধ করেছে ।

"ধবংশ এমন প্রত্যেক ব্যক্তির জন্য যে (সামনা সামনি) লোকদের ধিক্কার দেয় এবং (পেছনে ) নিন্দা করতে অভ্যস্ত " আল হুমাযা -১

ইসলাম নারী নেতৃত্ব হারাম করেছেন তা আমি হাজার বার মানি । তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথায়ও আমীরের পদে মহিলাদের দেন নাই । ইসলামের সীমা রেখার মাঝেই দ্বীনি ভাইদের কাজের সহযোগী হিসাবে ভাইদের থেকে কোরান সুন্নাহর আলোকে দেওয়া দায়িত্ব আমাদের দ্বীনি বোনেরা আনুগত্য করে মহিলাদের মাঝে ইসলামের প্রচার ও প্রসারের কাজ চালিয়ে যাচ্ছেন । বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সুন্দর ব্যাপার হলো এই খানে কেউই চেয়ে কোন পদ বা আসন নেন না । দায়িত্ব কাধে আসার পর আখিরাতে দায়িত্বের জবাব দিহিতার ভয়ে আরো কান্নাকাটি শুরু করে দিই । তাই অন্যান্য দলের মত এই সংগঠনে পদের লোভে অন্তঃকোন্দল নেই ।আলহামদুলিল্লাহ ।

বাংলাদেশ সরকার প্রতিটি উপজেলায় একজন পুরুষ চেয়ারম্যান , একজন পুরুষ ভাইস চেয়ারম্যান ও একজন মহিলা ভাইস চেয়ারম্যান নিয়ে দেশের স্থানীয় সরকার গঠন করা হয় । এখানে মহিলাদের স্থানীয় কাজ গুলো বা সমস্যা গুলো একজন মহিলার মাধ্যমে তা উপজেলার চেয়ারম্যান এর নিকট পেশ করা হবে ।তাতে মহিলাদের মাঝে অনেক সমস্যা মহিলারাই সমাধান করতে পারবে। আমি নিজে ১৯৮৪ সালের ইউনিয়ন এর মহিলা মেম্বার ছিলাম বলে আমি তা অনুধাবন করতে পেরেছি ।

এখন আপনারা যারা মহিলা নেতৃত্ব হারাম বলে গলা ফাটায়ে ফেলছেন । তাদের উদ্দেশ্যে আমি কয়টা প্রশ্ন রাখতে চাই । আমার স্বামী একজন আইনজীবি । তিনি সংসারের বাহিরে কাজ গুলো নিয়ে ব্যস্ত । আর আমি আমার ৫ ছেলে নাতি নাতনী নিয়ে ব্যস্ত । আমার স্বামী ,দেশের ছেলেরা ও প্রবাসের ছেলেরা স্ত্রী /মা এর সাথে পরামর্শ করেই পরিবারের অনেক কাজের সিন্ধান্ত নেন । তার মানে কি আমার স্বামী ও ছেলেরা নারী নেতৃত্ব মেনে নিয়েছেন ।

মহিলাদের মেয়েলী রোগ গুলোর সেবা প্রদানের জন্য মহিলা ডাক্তার কে প্রদান করে মহিলা বিভাগ থাকে , ইসলামী ব্যাংকে মহিলাদের জন্য মহিলা কাউন্টার থাকে যেখানে মহিলা ক্যাসিয়ার থাকেন , বাসে এখন মহিলাদের জন্য আলাদা সিট রাখা হয় এই সব সুবিধা মানে কি সেই সব প্রতিষ্টানের পুরুষেরা মহিলা নেতৃত্ব মেনে নিল ? মহিলাদের সেবা প্রদানের জন্য সব দেশের সংসদেও মহিলা আসন তার মানে কি তা মহিলা নেতৃত্ব মেনে নিল ? বরং আপনি বলেন দেশের প্রধান মন্ত্রী মহিলা কেন ? তা সরানো দরকার ।

হেরা গুহায় প্রথম যেই দিন রাসুল সাঃ এর উপর কোরান নাজিল হল তখন তিনি সাথে গিয়ে তা উনার স্ত্রী বিবি খাদিজা রাঃ কে জানালেন আর খাদিজা রাঃ উনাকে সাহস ও প্রেরনা ধায়ক কথা বলে উতসাহীত করেন । আর তিনি যে আল্লাহর প্রেরিত রাসুল তা আরো স্পষ্ট হওয়ার জন্য উনার আত্নীয় নফলের কাছে নিয়ে গেলেন । রাসুল সাঃ যুদ্ধে যাবার সময় উনার স্ত্রীদের মধ্যে থেকে একজন কে সাথে নিতেন । হুদাইবিয়ার সন্ধির পর উম্মে সালমা রাঃ পরামর্শে তিনি নিজে প্রথম মাথামুন্ডন করেন তার পর সাথে সাথে অন্য সাহাবীরা শুরু করেন । তার মানে কি রাসুল সাঃ নারী নেতৃত্ব মেনে নিয়েছিলেন ? নাউযুবিল্লাহ ।

বিবি আয়েশা রাঃ অনেক বেশি জ্ঞানী মহিয়ষি নারী ছিলেন । অনেক সাহাবা কেরাম উনার থেকে ইসলামের শিক্ষা জানেন । আবার আলী রাঃ খেলাফতের সময় আলী নেতৃত্বে ও আয়েশা রাঃ নেতৃত্বে যে যুদ্ধ হয়েছিলো তা কেও কি নারী নেতৃত্ব বলে দিবেন ?

তাই আসুন তর্ক বিতর্ক করে ইসলামের আর ক্ষতি না করে ইসলামের কল্যান করার জন্য আমরা সবাই ইসলাম কায়েমের চেস্টায় নিজেদের মুল্যবান সময় ব্যয় করি । মিশরে ইসলামের জন্য আমাদের বোনরা পুরুষ ভাইদের সাথে রাজপথে হাসি মুখে শহিদ হচ্ছে । ইসলামের জন্য পর্দার মাঝে থেকে নারী পুরুষ সবাইকে এগিয়ে আসতে হবে । মহিলারা আজ দুনিয়াবী ও আখিরাতের জন্য ইসলামের শিক্ষায় সমান তালে শিক্ষিত হচ্ছে । তাদের কে তাদের মেধা বিকাশের পথ তৈরী করে দিন । তাতে সবার উপকার হবে ।

" মুমিন মুত্তাকিন নারীর প্রেরনা , বুদ্ধি ও শক্তি ছাড়া কোন কালে ইসলামের বিজয় হয়নি "

তাই সবাই আসুন আমরা সবাই কোরানের পথের পথিক হয়ে হিংসা বিদ্বেষ ভুলে দ্বীন কায়েম করে বাংলার আকাশে বাতাসে ইসলামের পতাকা উড়াতে চেষ্টা করি ।

যে নারী রাধতে জানে সে নারী খোপায় ফুলও বাধতে জানে । http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/39062#.UwjwgM7A3gE

বিষয়: বিবিধ

১৮৬৯ বার পঠিত, ৩৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

181010
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:৩০
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : চমত্কার বিশ্লেষণ করেছেন। যারা নারী নেতৃত্ব হারাম বলে গলা ফাটাচ্ছেন তাদের আসল চুলকানি শুরু হয়েছে জামায়াতের ১০ জন বোন মহিলা ভাইস চেয়ারম্যান হওয়ায়।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৪
133844
সত্যলিখন লিখেছেন : াদের জামায়াতে ইসলামী সংগঠনের নাম শুনলে এলার্জি বাড়ে তাদের সব কিছুতেই সমস্যা দেখা দেয় ।
181014
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২২
উম্মু রাইশা লিখেছেন : আপু,নারী নেতৃত্ব হারাম হলেত কোরানে আসত,বড়জোর মাকরুহ হতে পারে।তাহলে কি আয়েশা(রঃ) হারাম কাজ করেছিলেন?
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৩১
133841
নাবীল লিখেছেন : (আর রিজালু কাউ্উয়ামুনা আলান নিছায়ি।) পুরুষ রা মহিলাদের উপর কর্তৃত্ব শীল। এতটুকু জেনে রাখাই ভাল।ভুল না বোঝাই উত্তম।
মুলত বেশি পেচা পেচি করা শয়তানেরই কাজ।
মা আয়েশা (রাঃ)আমাদের প্রিয় নবী রাসুল (সঃ)এর সহযোগি এবং পরামর্শ দাতা ছিলেন।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪২
133843
সত্যলিখন লিখেছেন : বলুন ইয়া আল্লাহ! তুমিই সার্বভৌম শক্তির অধিকারী। তুমি যাকে ইচ্ছা রাজ্য দান কর এবং যার কাছ থেকে ইচ্ছা রাজ্য ছিনিয়ে নাও এবং যাকে ইচ্ছা সম্মান দান কর আর যাকে ইচ্ছা অপমানে পতিত কর। তোমারই হাতে রয়েছে যাবতীয় কল্যাণ। নিশ্চয়ই তুমি সর্ব বিষয়ে ক্ষমতাশীল। Surah Al Imran, Verse-27
181015
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:২৪
নাবীল লিখেছেন : মাসাহ আল্লাহ,ধন্যবাদ,অসংক্ষ ধন্যবাদ।সময় উপযোগি একটি পোস্ট।
জামাতের এই বিজয়ে জামাত বিরুদ্ধ বাদিদের মাথা খারাপ হয়ে গেছে।
জামাত এখনো নারী নেতৃত্ব হারামই ভাবে।
জামাতের মুল আমীর পুরুষই আছে।
মহিলা শাখার সভানেত্রী মহিলা অঙ্কনে কাজ করেন।
এতে হালাল হারামের কি আছে।
সব উপজেলা চেয়ারম্যান তো পুরুষই।
এতে এতো গা জ্বালা পোড়ার কি আছে।
মহিলা ভাইস চেয়ারম্যান এইটা একটি সহযোগি পদবি।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৪৮
133845
সত্যলিখন লিখেছেন : আলহামদুলিল্লাহ । খুব সুন্দর ভাবে বুঝাতে পারেছেন। বাংলাদেশের জনগন সহজ কথাটা বুঝে না অতি সহজে । কঠিন কথা বুঝে আবার খুব সহজে । আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন ।
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৫০
133847
মনসুর আহামেদ লিখেছেন : @নাবীল ,আপনার বিশ্লেষন খুব সুন্দর।
181030
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৩১
তহুরা লিখেছেন :


২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২০
136248
সত্যলিখন লিখেছেন : ..তুমি সন্ধ্যায় উপনীত হলে সকালের আর
অপেক্ষা করো না এবং সকালে উপনীত
হলে সন্ধ্যার আর অপেক্ষা করো না। তোমার
সুস্থতার সময় তোমার পীড়িত অবস্থার জন্য
প্রস্তুতি লও। আর তোমার জীবিত অবস্থায়
তোমার মৃত্যুর জন্য প্রস্তুতি লও।
(বুখারী)
181031
২৩ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৪৫
মনসুর আহামেদ লিখেছেন : বাংলাদেশ জামায়াতে ইসলামী একটা সুন্দর ব্যাপার হলো এই খানে কেউই চেয়ে কোন পদ বা আসন নেন না । দায়িত্ব কাধে আসার পর আখিরাতে দায়িত্বের জবাব দিহিতার ভয়ে আরো কান্নাকাটি শুরু করে দিই । তাই অন্যান্য দলের মত এই সংগঠনে পদের লোভে অন্তঃকোন্দল নেই ।আলহামদুলিল্লাহ ।একমত আপু।চালিয়েযান।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
136249
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
181032
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৫:১১
প্যারিস থেকে আমি লিখেছেন : চমৎকার বিশ্লেষন করেছেন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
136250
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
181042
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৬:৫৪
ফাতিমা মারিয়াম লিখেছেন : ওয়া আলাইকুম আসসালাম। আপা আপনার চমৎকার বিশ্লেষণমূলক পোস্টটি সময়োপযোগী হয়েছে। ধন্যবাদ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
136251
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
181050
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৮:১৭
শেখের পোলা লিখেছেন : সু্দর ও বস্তু নিষ্ঠ বিশ্লেষণ৷ আপনার সাথে সহমত৷
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২১
136252
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
181073
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৩
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : চমৎকার ও সঠিক বিশ্লেষণ। সকলকে আল্লাহ বুঝার তাওফিক দিন।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
136253
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১০
181081
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:১০
লোকমান বিন ইউসুপ লিখেছেন : //
ইসলাম নারী নেতৃত্ব হারাম করেছেন তা আমি হাজার বার মানি । //

কুরআন হাদীসের রেফারেন্স দিতে পারবেন?
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
136254
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১১
181089
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২১
লোকমান বিন ইউসুপ লিখেছেন : //তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথায়ও আমীরের পদে মহিলাদের দেন নাই । ইসলামের সীমা রেখার মাঝেই দ্বীনি ভাইদের কাজের সহযোগী হিসাবে ***ভাইদের থেকে কোরান সুন্নাহর আলোকে দেওয়া দায়িত্ব*** আমাদের দ্বীনি বোনেরা আনুগত্য করে মহিলাদের মাঝে ইসলামের প্রচার ও প্রসারের কাজ চালিয়ে যাচ্ছেন ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
136255
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১২
181090
২৩ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:২২
লোকমান বিন ইউসুপ লিখেছেন : //তাই বাংলাদেশ জামায়াতে ইসলামী কোথায়ও আমীরের পদে মহিলাদের দেন নাই । ইসলামের সীমা রেখার মাঝেই দ্বীনি ভাইদের কাজের সহযোগী হিসাবে ***ভাইদের থেকে কোরান সুন্নাহর আলোকে দেওয়া দায়িত্ব*** আমাদের দ্বীনি বোনেরা আনুগত্য করে মহিলাদের মাঝে ইসলামের প্রচার ও প্রসারের কাজ চালিয়ে যাচ্ছেন । //

এই অংশ নিয়েও প্রশ্ন তোলার সুযোগ আছে।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
136256
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১৩
181136
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৪
রামির লিখেছেন : লিখাটী বেশ সুন্দর হয়েছে, আমাদের নিকট। ভাল কথা/ কিন্তু কথা হলো- জামাতের ১০টি আসনে মহিলা আসনে বিজয়ের ফলে অন্যদের চুল্কানি শুরু হয়েছে কিছু ভাই মন্তব্য শুরু করেছেন বলে কিছু ভাই মন্তব্য করেছেন। বিষয় টি বেশি বাড়াবাড়ি বলেই মনে করি।

আর আজকে জামায়াতের বিজয়ে জামায়াতের নেতাদেরঅ লজ্জিত হওয়া উচিত। কারণ তারা সব কিছুতে হারাম আর হালালের ফতোয়া দেয়, আর তার কদিন পরেই সমোয়ের চাপে পড়ে ফতোয়ার বিপ্রীত আচ্রণ শুরু করে। এখান থেকে আমদের শিক্ষা নেয়া উচিত... সব কিছুতে ফতোয়ার দাবীদার না সেজে একটু সংযত আচরন করা।

তো লেখিকা বোন, সাবধানে থাকেন, জামাত তো আর আপনাকে এসব লেখার দায়ত্ব দেয় নি। দায়িত্ব ছাড়া লিখালিখি করে বিপদে পড়িয়েন না যেন। কখন আন জানি ডাক আসে--- শো কজ নোটিশ শহ...
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
136260
সত্যলিখন লিখেছেন : প্রকৃত ব্যাপার এই যে, আল্লাহ মুমিনদের থেকে তাদের প্রাণ ও ধন-সম্পদ জান্নাতের বিনিময়ে কিনে নিয়েছেন৷ তারা আল্লাহর পথে লড়াই করে এবং মারে ও মরে৷ তাদের প্রতি তাওরাত ,ইনজীল ও কুরআনে(জান্নাতের ওয়াদা) আল্লাহর জিম্মায় একটি পাকাপোক্ত ওয়াদা বিশেষ৷ আর আল্লাহর চাইতে বেশী নিজের ওয়াদা পূরণকারী আর কে আছে? কাজেই তোমরা আল্লাহর সাথে যে কেনা-বেচা করছো সে জন্য আনন্দ করো৷ এটিই সবচেয়ে বড় সাফল্য৷

আল্লাহর দিকে বারবার প্রত্যাগমনকারী তার ইবাদতকারী, তার প্রশংসা বানী উচ্চারণকারী, তার জন্য যমীনে বিচরণকারী তার সামনে রুকূ ও সিজদাকারী, সৎকাজের আদেশকারী , অসৎকাজ থেকে বিরতকারী, এবং আল্লাহর সীমারেখা সংরক্ষণকারী (সেই সব মুমিন হয়ে থাকে যারা আল্লাহর সাথে কেনাবেচার সওদা করে) আর হে নবী! এ মুমিনদেরকে সুখবর দাও!

আত তওবাঃ১১১-১১২
১৪
181140
২৩ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০২:০৬
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : তাই সবাই আসুন আমরা সবাই কোরানের পথের পথিক হয়ে হিংসা বিদ্বেষ ভুলে দ্বীন কায়েম করে বাংলার আকাশে বাতাসে ইসলামের পতাকা উড়াতে চেষ্টা করি ।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
136257
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১৫
181225
২৩ ফেব্রুয়ারি ২০১৪ বিকাল ০৪:৫২
সজল আহমেদ লিখেছেন : ভাল লেগেছে খুব।।
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২২
136258
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১৬
181652
২৪ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৪:৪৮
সালাম আজাদী লিখেছেন : ইউরোপীয়ান ইউনিয়ন ও আমেরিকা চাপ না দিলে জামাআত কখনো মেয়েদের এভাবে ভাইসপ্রেসিডেন্ট বানাতো না। এই যায়গায় আমি খুব ই সিরিয়াস। আমার বোন কে তারা ভাইস পদে নির্বাচন করার সিদ্ধান্ত দেয়, আমি ইসলামের দৃষ্টি কোণে এটাকে জায়েয মনে করিনি বলে আমার বোন কে এক ঘরে করে ফেলা হয়েছে। এই ভাবে ইসলামের মেইন লাইন থেকে সরে যাওয়ার প্রবনতা আজ ব্যাপক ভাবে বৃদ্ধি পাচ্ছে। আল্লাহ এদেরকে হিফাযাত করুন
২৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১০:২৩
136259
সত্যলিখন লিখেছেন : "যখন আল্লাহর সাহায্য এসে যায় এবং বিজয় লাভ হয়।
আর ( হে নবী ! ) তুমি (যদি দেখ যে লোকেরা দলে দলে আল্লাহর দীন গ্রহণ করছে ।
তখন তুমি তোমার রবের হামদ সহকারে তাঁর তাসবীহ পড়ো এবং তাঁর কাছে মাগফিরাত চাও৷অবশ্যি তিনি বড়ই তাওবা কবুলকারী"৷ আন নসর

এই পর্যন্ত যে ১০টি উপজেলায় জামায়াত প্রার্থী বিজয়ী হয়েছেন !!!

✔ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানে, মহিলা ভাইস চেয়ারম্যান

✔ কক্সবাজারের পেকুয়ায় জামায়াত সমর্থীত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান

✔ ঝিনাইদহের মহেশপুর উপজেলায় চেয়ারম্যান পদে জামায়াত সমর্থীত আবদুল হাই বিজয়ী হন।

✔ সাতক্ষীরা শ্যামনগর উপজেলায় জামায়াত প্রার্থী মাওলানা আব্দুল বারী

✔ গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান মাওলানা নজরুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান প্রার্থীঃ আবু তালেব মাস্টার

✔ বগুড়ার কাহালু উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ তায়েব আলী

✔ বগুড়ার শিবগঞ্জ উপজেলায় জামায়াত সমর্থিত প্রাথী মাওঃ আলমগীর

✔ দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় জামায়াত সমর্থিত
বেসরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।

✔রাজশাহীর বাঘায় চেয়ারম্যান পদে জিন্নাত আলী।

✔বগুড়ার চেয়ারম্যান পদে শিবগঞ্জে মাওলানা আলমগীর হোসেন
কালেক্টেড
১৭
184221
২৮ ফেব্রুয়ারি ২০১৪ রাত ১২:২৭
লোকমান বিন ইউসুপ লিখেছেন : দু:খিত মন্তব্যটি বুঝতে পারিনি।
১২ মার্চ ২০১৪ সকাল ১০:২৪
142044
সত্যলিখন লিখেছেন : তুমি পানির মত হতে চেষ্টা কর,
যে কিনা নিজের চলার পথ
নিজেই তৈরী করে নেয়,

তুমি পাথরের মত হইও না,
যে কিনা অন্যের চলার পথ বন্ধ করে..।

হজরত আলী (রাHappy

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File