>> সুন্দর একটি গল্প! (অবশ্যই পড়ুন!) <<

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৭ ফেব্রুয়ারি, ২০১৪, ০২:১৫:২৯ রাত

একদিন ১১ বছরের এক বালিকা তার

বাবাকে বললো, বাবা !

আমার ১৫ তম

জন্মদিনে আমাকে কি দিবে?

বাবা বললেন, এখনো তো অনেক সময়

আছে...দেখা যাক... মেয়েটির ১৫তম জন্মদিনের কিছুদিন

আগে হঠাৎ

একদিন সে অজ্ঞান হয়ে গেলো.. দ্রুত

তাকে হাসপাতালে নেওয়া হলো...ডাক্তার

মেয়েটিকে পরীক্ষা করলো...

মেয়েটির বাবাকে বললো, আপনার মেয়ের

হার্টে একটি ছিদ্র ধরা পড়েছে..

দ্রুত হার্ট পরিবর্তন না করলে তাকে বাচাঁনো যাবে না. !

যখন

বাবা মেয়েকে দেখতে গেলো...মেয়ে বললো ,

বাবা! আমি কি মারা যাবো ? বাবা বললেন, না, তুমি শীঘ্রই সুস্থ

হয়ে উঠবে।

মেয়ে- তুমি কিভাবে জানো ? ডাক্তার

বলেছে আমার হার্ট বন্ধ হয়ে যাবে ।

বাবা- আমি জানি মা, তুমি অবশ্যই সুস্থ

হয়ে যাবে ।

.

.

.

মেয়েটি দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসার

পর একসময় সুস্থ হয়ে বাসায় আসলো...

এর মধ্যেই

তার বয়স ১৫ বছর হয়ে গেলো…

বাসায় আসার

পরে মা তাকে একটি চিঠি পড়তে দিলো...

চিঠিটি মেয়ের বাবার লিখা...

.

.

"প্রিয় মা আমার! তুমি যখন এ

চিঠিটি পড়ছো তার অর্থ হলো সবকিছু ঠিক

মতোই হয়েছে এবং তুমি সুস্থ আছো যেমনটি আমি বলেছিলাম...

মনে আছে?

একদিন তুমি প্রশ্ন করেছিলে, তোমার

১৫তম জন্মদিনে আমি তোমাকে কি উপহার

দিবো।

তখন আমি জানতাম না কি দিবো...কিন্তু যখন তুমি অসুস্থ হয়ে পড়লে তখনই আমি বুঝলাম

তোমাকে আমি কি দিতে পারি...

তাই তোমার জন্যে আমার উপহার আমার

একমাত্র

হার্ট.....

আমি তোমাকে এর থেকে কম ভালোবাসি না....." .

.|সংগৃহীত

গল্পের শিক্ষা ঃ

.বলতে পারেন বাবার আদর কেমন হয়?

বলতে পারেন মায়ের আদর কেমন ? .বাবার মত আদর করে কেউ কোলে তুলে নিতে যদি বলত আমায় "আয় খুকু আয় "

যারা এই অমুল্য ধন পেয়েছেন , তারা আমাকে একটু শেয়ার করুন ।

এর বিনিময়ে পৃথিবীতে সব চেয়ে মুল্যবান যা চাইবেন আমি আমার সামর্থের মধ্যে হলে তা দিয়ে দিব ।

-যাদের এই মুল্যবান ধন এখনো আছেন তারা বাবা মা কে আমরা কখনো যেন ভুলেও কোন

কষ্ট না দিবেন না.....

কারন, তারাই আমাদের ছোটবেলায় সব কষ্ট থেকে আগলে রেখেছিলেন....

আমি মাফ চাওয়ার মত সুযোগটাও পাই নাই ।তাই আপনারা সেই ভুল করবেন না।

পিতা মাতার সাথে সদ্ব্যব্যবহার করবেন।কখনই উনারা মনে ব্যাথা বা উহ শব্দ করার মত কাজ না করার চেষ্টা কররা উচিত ।

সব সময় ,যখনই আল্লাহর কাছে ফরিহাদ করব তখনি উনাদের জন্য আল্লাহর শিখানো দোয়া পড়ে উনাদের জন্য সাহায্য চাইব ।

রব্বের হাম হুমা কামা রাব্বা ইয়ানি ছগীরা ।

হে আমাদের প্রতিপালক , পিতা মাতার খেদমত করতে তুমিই হুকুম দিয়েছো , কিন্তু আমরা আদর্শ সন্তাননের মত তাদের খেদমত করতে পারিনি । উনাদের আমরা এত কষ্ট দিয়েছি যে , সেই অনুসারে উনাদের জন্য কিছু করতে পারিনি বলে আজ নিজেকে খুব অপরাধী লাগছে। রাসুলের হাদিসে পেয়েছি যে , পিতা মাতা খুশি হলে তুমি খুশি হবে ।

তাই আজ হৃদয় নিঃসৃত অনুভূতি সহ অশ্রু সিক্ত নয়নে ফরিহাদ করছি "হে আমার রব! তোমার খাস রহম দ্বারা আমাদের পিতা মাতাকে তুমি সন্তুষ্ট করে দাও। যেমন করে তারা ধৈর্য্য ধরে আমাদের রহম করে প্রতিপালন করে ছিলেন । যাতে করে আমরাও তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি । আমিন সুম্মা আমিন ।

বিষয়: বিবিধ

১৬২৫ বার পঠিত, ১১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

174052
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০২:২১
আলোর আভা লিখেছেন : "হে আমার রব! তোমার খাস রহম দ্বারা আমাদের পিতা মাতাকে তুমি সন্তুষ্ট করে দাও। যেমন করে তারা ধৈর্য্য ধরে আমাদের রহম করে প্রতিপালন করে ছিলেন । যাতে করে আমরাও তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি । আমিন সুম্মা আমিন ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৫
132666
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ ।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন ।।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/38925#.UwV2rM7A3gE
174079
০৭ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৩:৫২
প্যারিস থেকে আমি লিখেছেন : আপনার লেখাটা পড়ে আমার বাবার কথা মনে পড়লো। বাবাকে নিয়ে একটি লিখা আছে আমার পড়ে নিন আশা করি ভালো লাগবে।Click this link
174126
০৭ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:০৯
আলোকিত ভোর লিখেছেন : "হে আমার রব! তোমার খাস রহম দ্বারা আমাদের পিতা মাতাকে তুমি সন্তুষ্ট করে দাও। যেমন করে তারা ধৈর্য্য ধরে আমাদের রহম করে প্রতিপালন করে ছিলেন । যাতে করে আমরাও তোমার সন্তুষ্টি অর্জন করতে পারি।"
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
132667
সত্যলিখন লিখেছেন : Praying Praying Praying Praying আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ ।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন ।।http://www.onbangladesh.org/blog/blogdetail/detail/2662/sottolikhon/38925#.UwV2rM7A3gE
174193
০৭ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০৩:০২
ইমরান ভাই লিখেছেন : জাজাকাল্লাহু খায়রান.....সুন্দর উৎসাহ মুলক পোস্টের জন্য।

কিন্তু আমার জানা মতে, নিজের জীবন কে বিপদে ফেলে অংগ দান করা ইসলামে নিশেধ আছে। যেমন, আপনার দুইটি কিডনি। একটি দান করলেও আর একটি দিয়ে আপনি চলতে পারবেন। কিন্তু হর্ট দেয়া যাবে না কেননা এটা যায়েজ নয়।

It is haraam to take an organ on which life depends, such as taking a heart from a living person to transplant into another person.

বিস্তারিত জানতে http://islamqa.info/en/2117 এই লিংকটি দেখতে পারেন।
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৩৬
132668
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । আলহামদুলিল্লাহ ।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ আপনাকে উত্তম পুরুস্কার দান করুন ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:৪৯
132723
ইমরান ভাই লিখেছেন : ওয়াআলাইকুমআসসালাম Happy
176156
১২ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:২৯
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপা, আপনি যে শিক্ষাটা তুলে ধরতে চাইছেন তা বুঝতে পারছি। কিন্তু শিক্ষাটা তুলে ধরার জন্য যে গল্পটা ব্যাবহার করেছেন সেটা ইসলামের দৃষ্টিতে সঠিক হয়নি যেহেতু এমন অরগান ট্রান্সপ্ল্যান্ট ইসলামে অনুমতি নেই যা দিলে দাতার মৃত্যু ঘটতে পারে তা সে যার জন্যই হোক না কেন। আপনি আমার চেয়ে অনেক বেশি জানেন আপা, নিশ্চয়ই ব্যাপারটা বেখেয়ালে ঘটেছে। খেয়াল করিয়ে দিলাম দেখে কিছু মনে করবেন না প্লিজ। Worried Worried

২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ০৯:৪০
132669
সত্যলিখন লিখেছেন : আসসালামুয়ালাইকুম । মুমিন মুমিনের আয়না তার প্রমান দিয়ে আমার ভুল ধরায়ে আমাকে ঘৃনা না করে বরং ফুল দিয়ে বরন করে নিয়ে তুমি আমার আপনের চেয়েও আপন হয়ে গেলে । আলহামদুলিল্লাহ ।আমার ব্লগ বাড়িতে বেড়াতে আসার জন্য আল্লাহ তোমাকে ও তোমার পরিবারের সবাইকে দুনিয়া ও আখিরাতের উত্তম পুরুস্কার দান করুন ।
২০ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১০:২৪
132702
রেহনুমা বিনত আনিস লিখেছেন : আপনার উদারতার জন্য আমি কৃতজ্ঞ আপা HappyPraying Praying

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File