বিদেশী গল্প অবলম্বনে শিক্ষনীয় গল্প --- এক রাজার ছিল চার বউ।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৬:২৯ রাত
বিদেশী গল্প অবলম্বনে
এক রাজার ছিল চার বউ।
চতুর্থ বউকে রাজা সবচেয়েবেশি ভালোবাসতেন।
তার জন্য সবকিছু উজাড় করে দিতেন।
তৃতীয় বউকেও রাজা ভালোবাসতেন।
কিন্তু তাকে নিয়ে ভয়ে ভয়ে থাকতেন,
এই ভেবে যে, তৃতীয় বউ একদিন রাজাকে ছেড়ে পাশের রাজ্যের রাজার কাছে চলে যেতে পারে।
রাজা কোন সময়ই ওই রাজ্যের কোন খবর তৃতীয়
স্ত্রীকে জানাতেন না।
দ্বিতীয় বউকেও রাজা ভালোবাসতেন।
দ্বিতীয় বউ রাজার প্রশ্নে অনেক আবেগি ছিলেন।
যখন রাজা কোন সংকটে পড়তেন
তখনই তিনি তা সমাধানের জন্য পাশে দাঁড়াতেন।
প্রথম বউ ছিল রাজার সবচেয়ে বিশ্বস্ত জীবনসঙ্গী।
রাজার রাজ্য ও সম্পদ সুরক্ষায়
তিনি ছিলেন সবচেয়ে আন্তরিক।
কিন্তু রাজা প্রথমাকে মোটেই ভালোবাসতেন না,
বরং তার প্রতি ছিল টানা অবজ্ঞা।
একদিন রাজা চরম অসুখে পড়লেন।
বুঝলেন, তিনি আর খুব বেশি দিন পৃথিবীতে নেই।
রাজা ভাবতে থাকলেন মৃত্যুর পর কি আর
পাওয়া যাবে এমন ভোগবিলাস আর চার স্ত্রী?
রাজা চতুর্থা, তৃতীয়া ও দ্বিতীয়াকে প্রশ্ন করলেন
তার সঙ্গে সহমরণে যেতে আপত্তি আছে কি-না?
তিনজনই উড়িয়ে দিলেন রাজার কথা।
বললেন,আমরা মরতে যাবো কেন?
এই পৃথিবীটা অনেক সুন্দর।
আমরা আমাদের জীবনের শেষ অবধি
এই সুন্দর পৃথিবীর স্বাদ নিতে চাই।
প্রথমা রাজার প্রস্তাবে একবারে রাজি হয়ে গেলেন।
রাজা ভাবলেন, বড় ভুল হয়ে গেছে।
সারাটি জীবন যাকে অবজ্ঞা করেছেন, সেই
কিনা তার সঙ্গে যেতে প্রস্তুত?
আসলে পৃথিবীতে প্রতিটি মানুষেরই
রয়েছে চার স্ত্রী।
চতুর্থ স্ত্রী হচ্ছে তার দেহ।
সারাটি জীবন দেহের সৌন্দর্য আর
ভোগের পেছনে মানুষ ব্যয় করে সব।
তৃতীয় স্ত্রী হচ্ছে তার সামাজিক মর্যাদা ও সম্পদ।
যেটি মানুষের মৃত্যুর পর অন্য কারো হয়ে যায়।
দ্বিতীয় স্ত্রী হচ্ছে আত্মীয় ও বন্ধুরা।
যারা উপস্থিতি ও অনুপস্থিতিতে মানুষটিতে স্মরণ করে মাত্র।
আর প্রথম স্ত্রী হচ্ছে
পরমাত্মা বা নিজের গভীরের শক্তি।
যা সম্পদ ও ভোগের ভীড়ে
সারাটি জীবনে উপেক্ষিতই থেকে যায়। -
সংগ্রহ করেছি (https://www.facebook.com/BhalabeseGelamaReBandhuPelamaKiTaraKichu?ref=hl)
বিষয়: বিবিধ
৩৯১২ বার পঠিত, ৩৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ভালো লেগেছে
রাজার রাজ্য ও সম্পদ সুরক্ষায়
তিনি ছিলেন সবচেয়ে আন্তরিক।
মন্তব্য করতে লগইন করুন