একবার না পারিলে দেখো শতবার , পারিবনা এই কথাটি বলিও না আর ।।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ জানুয়ারি, ২০১৪, ১২:১৩:৪৯ রাত

এক জ্ঞানী লোক হাতির পাশ দিয়ে

যাওয়ার সময় সে অবাক হয়ে

খেয়াল করল, হাতিটি এমন একটি

রশি দিয়ে বাধা যা কিনা হাতিট

জন্য ছিঁড়ে ফেলা খুবই সহজ ।

সে হাতিটির মালিককে খুঁজে বের

করে এই কথাটি বলল যে,-

''কেন এত

হালকা রশি দ্বারা হাতিটিকে বেঁধ

হাতিটির মালিক

হাসি দিয়ে উত্তর

দিল-

“যখন হাতিটির বয়স খুব অল্প

ছিল, তখন এই রশিটিই এর জন্য

যথেষ্ট শক্ত হত ।বাচ্চা বয়সে এ

তখন অনেক চেষ্টা করার পরও

মুক্ত হতে পারেনি ।

একসময় সে বিশ্বাস করতে শুরু

করে যে এ রশি থেকে সে মুক্ত

হতে পারবেনা ।যদিও এখন সে

যথেষ্ট শক্তিশালী ।মূলত তার

বিশ্বাস তাকে এখানে এই

ঠুনকো রশি দ্বারা বেঁধে রেখেছে”।

অবশেষে জ্ঞানীলোকটি এই

সিদ্ধান্তে উপনীত হয় যে--

আমরাও অনেক সময় এক-দুই

বার কোন কাজে ব্যর্থ হয়ে বিশ্বাস

করতে শুরু করি যে–কখনই এ

কাজ করা সম্ভব নয় ।

হাত-পা গুটিয়ে বসে থাকি ।

ব্যর্থতা মূলত শিক্ষার একটি

মাধ্যম ।

এটিকে জীবনের

ভোগান্তিতে পরিণত করা ঠিক .।

একবার না পারিলে দেখো শতবার ,

পারিবনা এই কথাটি বলিও না আর ।।

বিষয়: বিবিধ

৩৩৬৪ বার পঠিত, ৭ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

165076
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩১
প্রিন্সিপাল লিখেছেন : ভালো লাগলো
165078
২১ জানুয়ারি ২০১৪ রাত ১২:৩১
আব্দুল গাফফার লিখেছেন : শিক্ষণীয় গল্প , শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ ।
165105
২১ জানুয়ারি ২০১৪ রাত ০১:৪৭
আশা জাগানিয়া লিখেছেন : জাযাকআল্লাহু খাইর। Good Luck
165141
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৬:২৪
প্রবাসী আব্দুল্লাহ শাহীন লিখেছেন : পিলাচ পিলাচ Rose
165176
২১ জানুয়ারি ২০১৪ সকাল ০৯:৪০
আলোকিত ভোর লিখেছেন : ধন্যবাদ Rose
165330
২১ জানুয়ারি ২০১৪ দুপুর ০১:৪৪
ইমরান ভাই লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ জাজাকাল্লাহ..
165407
২১ জানুয়ারি ২০১৪ বিকাল ০৪:৩১
আফরা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File