একটা গল্প, কিছু কথা, বলে দেয় অনেক কিছুই...
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ অক্টোবর, ২০১৩, ০৭:৪৪:৪৭ সন্ধ্যা
একটা গল্প, কিছু কথা, বলে দেয় অনেক কিছুই...
.....
নববিবাহিত দম্পতি নতুন বাসা নিয়েছে। পরদিন সকালে তারা যখন নাশতা করছিলো, মেয়েটি জানালা দিয়ে পাশের বাড়ির দিকে তাকিয়ে দেখতে পেলো কাপড় শুকাতে দিয়েছে ঘরের কর্ত্রী। সে বলে উঠলো,
- 'কাপড়টা পরিষ্কার হয়নি, ঐ বাসার মহিলা ভালো করে কাপড় ধুতে জানেনা। তার মনে হয় ভালো কোন কাপড় কাচার সাবান দরকার।
" মেয়েটির স্বামী সেদিকে তাকালো , কিন্তু নিশ্চুপ রইলো।
পরের দিন আবার পাশের বাড়ির সেই মহিলা কাপড় শুকাতে এলেন আবার তিনি বললেন ,"আরে এই বাড়ির মহিলা তো কিছুই জানে না । সংসার করার মতো নুন্যতম জ্ঞান নেই । কিভাবে এতদিন ঠিকে আছে ।"
এই ভাবে যতবারই পাশের বাড়ির মহিলাটি কাপড় শুকাতে দিতো, ততবারই এই মেয়েটি একই মন্তব্য করতো।
মাসখানেক পরে সেই বাড়িতে সুন্দর পরিষ্কার কাপড় শুকানোর জন্য ঝুলতে দেখে মেয়েটি অবাক হয়ে তার স্বামীকে বললো,
"দেখো, অবশেষে উনি শিখেছেন কীভাবে ঠিকভাবে কাপড় ধুতে হয়। আমি তো ভাবছি আমি একদিন গিয়ে শেখায়ে দিয়ে আসব । কিন্তু কে যে তাকে শেখালো এখন তাই ভাবছি !!"
তখন তার স্বামী বলে উঠলো,
"শোনো, আজ ভোরে আমি আমাদের জানালার কাঁচ টা অনেক সুন্দর করে পরিষ্কার করেছি । আর তাই তুমি সেই কাচের ভিতর দিয়ে সব কিছু এত পরিস্কার দেখছ , যা এত দিন দেখ নাই !"
.....
শিক্ষা ঃ
আমাদের জীবনটাও এমনই --
"আমরা কোন কিছু দেখার সময় যা দেখি তা নির্ভর করে আমাদের সেই জানালার মত মনের পরিচ্ছন্ন তার উপর । যা দিয়ে আমরা সবাই কে সেই ভাবে দেখি আর সেই ভাবে বিচার করে থাকি ।
স্বচ্ছ আয়নার মত মন হলে আমরা দেখব খুব সুন্দর ভাবে যেখানে থাকবে না কোন নোংরামি বা অপরিছন্নতা ।
আর অস্বচ্ছ আয়না হলে সুন্দর কেও আমরা অসুন্দর ভেবে তুচ্ছ তাচ্ছিল্লো করে সরিয়ে দেব ।
কারো সমালোচনা করার আগে আমাদের নিজের মনের অবস্থাটা খেয়াল করে নেয়া প্রয়োজন, নিজেদেরকে প্রশ্ন করা দরকার যে আমরা কি তার মাঝে কোন ভালো দেখতে চাই আদৌ? নাকি মানুষটার দিকে তাকাচ্ছি তার ভুলগুলো খুঁজে পেতে বিচার করবো বলেই। সমালোচনা করব সংস্কারের বা সংশোধনের জন্য , কাউকে অপদস্ত বা হেয় পতিপন্ন করার জন্য নয় । "
আমরা যখন অন্যের দোষ খুজতে তার দিকে এক আঙ্গুল তুলে ধরি তখন ঐ এক হাতের বাকী ৪ টা আঙ্গুল আমার দিকে ফিরানো থাকে আর তারা ৪ জন একসাথে বলে উঠে একবার ভেবে দেখ , "তুমি কি নির্দোষ "?
সবাই তো পড়লাম... আসুন তা নিজেদেরকে স্মরণ করিয়ে দিই আর আগে নিজেদের মাঝে বাস্তবায়ন করতে থাকি ।
বিষয়: বিবিধ
৩৫৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন