অসাধারন একটি গল্প, সবাই অবশ্যই পড়ুন
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৯ অক্টোবর, ২০১৩, ০১:০৯:২৪ দুপুর
এক বৃদ্ধ ভদ্রলোক তার ২৫ বছর বয়সের ছেলেসহ ট্রেনে করে বাসায় ফিরছেন । ছেলে'টা ট্রেনের জানালা দিয়ে আশেপাশের প্রকৃতি দেখছে ।
ছেলে:-- (ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে) "বাবা, কি মজা ! দেখো, ট্রেনের বাইরের গাছগুলো সব পিছনের দিকে যাচ্ছে!" বাবা:-- (হাসিমুখে) "Yah...Cheers my son ..."
ছেলেকিছুক্ষণ পর) "বাবা, দেখো, কি সুন্দর পুকুর । পুকুরের উপর ঐ ছোট্ট ছোট্ট পাখিগুলো কোন পাখি, বাবা?" বাবা:-- (হাসিমুখে) "ওগুলো মাছরাঙ্গা পাখি।"
ট্রেনে তাদের পাশে এক ভদ্রলোক বসা ছিলো ।
সে চিন্তা করে পাচ্ছে না যে , কেন বয়স্ক ছেলেটা বাচ্চাদের মতো আচরণ করছে, অল্প কিছু দেখেই আনন্দিত হচ্ছে । কিছুক্ষন পর বৃষ্টি পড়া শুরু করলো , এবং
বৃষ্টির কিছু ফোটা এসে ছেলেটার হাতের উপর পড়লো। ছেলে:-- (খুব খুশি হয়ে) "বাবা, দেখো দেখো... বাইরে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোটা আমার হাতের উপর পড়ছে ।"
এমন সময় ভদ্রলোক তার কোতুহল দমন করতে পারলো না।
সে তার ছেলেটার বাবা'কে বললো, "আপনার ছেলে বয়স হিসেবে যথেষ্ট ইম'ম্যাচিউর ।
তাকে কেন একজন ভালো ডাক্তারের কাছে নিয়ে যান না । হসপিটালে ডাক্তারদের সাজেশন মতো চললে সে সুস্থ্য হয়ে যাবে ।"
ছেলেটার বাবা উত্তর দিলো, "আমরা হসপিটাল থেকেই বাসা ফিরছি । সে এখন কমপ্লিট সুস্থ্য। তার চোখের অপারেশন হওয়ার পর আজ সে জীবনে প্রথমবারের মতো দেখতে পারছে ।"
অনেকের পড়া থাকতে পারে তারপরও দিলাম । আসলে বাইরে থেকে কাউকে না দেখে না বুঝে না জেনে কোন কিছু বলার সিদ্ধান্ত নেয়া ঠিক নয় ।
যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে ,
তবে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করবেন।
বিষয়: বিবিধ
১৭২৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন