আমি হাজির, আল্লাহ !আমি হাজির
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৪ অক্টোবর, ২০১৩, ০৭:৩৪:৫৭ সকাল
হে প্রভু দয়াময় ! দেখ তোমার গোলাম হাজির,
ভীত সন্ত্রস্থ দেহমন নিয়েই এই গোনাগার তোমার দরবারে হাজির।
আমি একিনে করেই বলি নেই কোন শরীক তোমার ,
গুনা মোর পাহাড় সম তাও নিরাশ হইনি তুমি ক্ষমাকারী বলে
তাই বুকভরা ক্ষমা পাবার আশায় হাজির হলাম তোমার সন্মুখে।
প্রশংসা সবই নিশ্চয়ই শুধু তোমারি , হে রব্বুল আলামীন
হে রহমানুর রাহিম ! তোমারি অনুগ্রহে বেচে আছি এখন এই ধরার বুকে
হে বাদশার বাদশা ! আসমান জমিনের সকল রাজত্ব শুধুই তোমার।
বিশ্বাস করি দৃঢ়ভাবে তুমিই শুধু আহাদ আর সামাদ !
কেহই নেই কিছুই নেই কোন শরীক যে তোমার’’
দেহ মোর হাজির হয়নি তোমার কাবার প্রাঙ্গনে
মন প্রান সপে দিয়েছি তোমার তরে,
তাই তুমি আছো আমার হৃদয় কাবার চত্তরে
দিবানিশি যেন তাও্য়াফ করে যেতে তোমার দ্বারে।
নিষ্পাপ হতে মোরে ,একবার যাবার সুযোগ দাও তোমার ঘরে
হে গাফুরুর রাহিম ! সেই আফারাত দিবস
যেখানে দাঁড়িয়ে বিদায় ভাষন দিয়েছিল আমার রাসুল সাঃ
সেখানেই আজ কত পাপী তাপি ক্ষমা পাবে চোখের জলে
আরাফাতের ময়দানে তোমার সেই মেহমান দের সাথে
ক্ষমা করে দিও এই গুনাগার বান্দির আত্নাটারে।
সবাই গিয়ে সালাম দিবে আমার নবীজীর রওজায়
আমি এক অধম উম্মত তোমার হাবীবের
না দেখতে পেলাম আমার প্রিয় নেতাকে
না যেতে পারলাম আমার রাসুলের সোনার মদিনায়
হে অন্তরযামী ! আমার অন্তরের ভালবাসা মিশ্রিত
সালাম খানি পৌছে দিও আমার নুর নবীজীর রওজায় ।
কবুল কর ইয়া ইলাহী গুনাগারের মনের ফরিহাদ ।
বিষয়: বিবিধ
৩৯৭৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন