একটু সময় দিয়ে একটা খুব সুন্দর শিক্ষনীয় গল্প শুনেন

লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৩ অক্টোবর, ২০১৩, ১১:১২:২৮ রাত



অনেক অনেক দিন আগে ,

এক বাবা ও তার সন্তান উটের পিঠে চড়ে এক কাফেলার সাথে হাজ্জ পালনের উদ্দেশে রওনা দিলেন । মাঝ পথে হটাত বাবা তার ছেলে কে বললেন , ''

'' তুমি কাফেলার সাথে চলে যাও , আমি আমার প্রয়োজন সেরেই তোমাদের সাথে আবার যোগ দিব, আমাকে নিয়ে ভয় পেয়না , ''



এই বলে বাবা নেমে পরলেন উটেরর পিঠ থেকে , ছেলেও চলতে লাগল কাফেলার সাথে, কিছুক্ষন পর সন্ধ্যা হয়ে এল ,ছেলে আশে পাশে কোথাও বাবা কে খুজে পেলনা , সে ভয়ে উটের পিঠ থেকে নেমে উল্টা পথে হাটা শুরু করল , অনেক দূর যাওয়ার পর দেখল তার বাবা অন্ধকারে পথ হারিয়ে বসে আছেন,

ছেলে দৌরে বাবার কাছে গিয়ে বাবাকে জরিয়ে ধরলেন , অনেক আদর করে বাবা কে নিজ কাঁধে চড়ালেন , তার পর আবার কাফেলার দিকে হাটা শুরু করলেন,

বাবা বললেনঃআমাকে নামিয়ে দাও আমি হেটেই যেতে পারব ,

ছেলে বললেনঃ বাবা আমার সমস্যা হচ্ছে না , তোমার ভার ও খোদার জিম্মাদারি আমার কাছে সব কিছুর চেয়ে উত্তম ,

এমন সময় বাবা কেদে দিলেন ও ছেলের মুখে বাবার চোখের পানি গড়িয়ে পরল ...



ছেলে বললঃ বাবা কাদছ কেন?? বললাম না আমার কষ্ট হচ্ছে না ,

বাবা বললেনঃ আমি সে জন্য কাদছি না , আজ থেকে ৫০ বছর আগে ঠিক এই ভাবে এই রাস্তা দিয়ে আমার বাবা কে আমি কাঁধে করে নিয়ে গিয়েছিলাম , আর বাবা আমার জন্য দোয়া করেছিলেন এই বলে যে , '' তোমার সন্তান ও তোমাকে এরকম করে ভালবাসবে

আজ বাবার দোয়ার বাস্তব রূপ দেখে চোখে পানি এসে গেল ''

বৃদ্ধ মা বাবা কে আপনি যেমন করে ভালবাসবেন , ঠিক তেমনটাই আপনি ফেরত পাবেন আপনার সন্তানদের মাধ্যমে ! সেই দিন মা বাবা কে পাবেন না । কিন্তু আপনার অর্জিত কর্মের ফল ঠিকই আপনাকে পেতে হবে ।



“তোমরা আল্লাহ্‌র ইবাদত কর এবং তার সাথে কাউকে শরীক করো না, পিতামাতার সাথে ভালো ব্যবহার কর, "[আল কোরআনঃ সুরা নিসাঃ ৩৬]

একজন মুর্খ পিতাও তার সন্তানের জীবন গড়ার জন্য ১০০ জন শিক্ষকের চেয়ে উত্তম ।

ইব্রাহিম আঃ আর পুত্র ইসমাইল আ এর কথা আপনারা সবাই জানেন । পুত্র জানতেন বাবা তাকে কোথায় নিয়ে যাচ্ছেন আর মা জানতেন তার স্বামী তার নয়ন মনিকে কোথায় নিয়ে চলছেন । সন্তান বাবার অবাধ্য হন নাই আর স্ত্রী জেনেও স্বামীর আদেশ অমান্য করেন নাই । আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করাই ছিল উনাদের সবার উদ্দেশ্য ।

"পিতামাতার সাথে ভালো ব্যবহার করো৷ যদি তোমাদের কাছে তাদের কোনো একজন বা উভয় বৃদ্ধ অবস্থায় থাকে, তাহলে তাদেরকে “উহ্‌” পর্যন্তও বলো না এবং তাদেরকে ধমকের সুরে জবাব দিয়ো না বরং তাদের সাথে মর্যাদা সহকারে কথা বলো

আর দয়া ও কোমলতা সহকারে তাদের সামনে বিনম্র থাকো এবং দোয়া করতে থাকো এই বলেঃ হে আমার প্রতিপালক! তাদের প্রতি দয়া করো, যেমন তারা দয়া, মায়া, মমতা সহকারে শৈশবে আমাকে প্রতিপালন করেছিলেন৷

তোমাদের রব খুব ভালো করেই জানেন তোমাদের মনে কি আছে৷ যদি তোমরা সৎকর্মশীল হয়ে জীবন যাপন করো, তাহলে তিনি এমন লোকদের প্রতি ক্ষমাশীল যারা নিজেদের ভুলের ব্যাপারে সতর্ক হয়ে বন্দেগীর নীতি অবলম্বন করার দিক ফিরে আসে৷" বনী ঈসরাইল

তাই বলছি , নিজের সুখের জন্য হলেও মা বাবার সেবা যত্ন করো টাকা পয়সা দিয়ে না পারলেও সুন্দর ব্যবহার দিয়ে তাদের অন্তর টা শীতল করে দাও । বউ এর কথায় বা অন্যের কথায় নিজের বাবা মা এর সাথে খারাপ ব্যবহার করে নদীর ঢেউ যেমন তীর ভেঙ্গে ফেলে তেমনি সন্তানের দেও্অয়া খারাপ আচরনেও মা বাবার হৃদয় টা ভেঙ্গে খান খান হয়ে যায় । পাহাড়ের কান্নার স্রোতে নদী নালা ভেসে যায় আর মা বাবার হৃদয়ের কান্নায় এই পৃথিবি ফ্লাবিত হয়ে তা খিরাত পর্যন্ত চলে যায় ।

তাই আবার বলি নিজের জন্য দুনিয়াতে জাহান্নাম কিনে নিও না । আজ যেই বীর পুরুষ হয়েছো তা এই বাবা মায়ের অবদানেই হয়েছো । যারা বউ এর কথায় মা বাবা কে কষ্ট দেয় তাদের বউ তাদের কাছে শেষ পর্যন্ত ঠিকে না । পৃথিবীর সব কিছু হারালে পাবা কিন্তু এই অমুল্য ধন হারালে আর পাবা না ।

হলে ইস্মাইল আ এর মত হয়ে আল্লাহর সন্তুষ্টি অর্জন কর তবে নুহ আ এর সন্তান এর মত হয়ে দুনিয়াতেই আল্লাহর আযাবের শাস্তি আর আখিরাতের জাহান্নাম কিনে নিও না ।

ইয়া আল্লাহ! আমাদের সন্তান দের কে নয়ন শীতল কারী মুত্তাকিন্দের ঈমাম বানিয়ে দাও।

বিষয়: বিবিধ

৫২৬৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File