একজন সুখী মানুষের গল্পঃ

লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ অক্টোবর, ২০১৩, ১০:৫৫:১৩ সকাল



এক জেলে দুপুর পর্যন্ত মাছ শিকার করে সারা দিনের প্রয়োজন মিটিয়ে ফেললো । অতএব সে এবার মাছ শিকারে ক্ষান্ত দিয়েগাছের নিচে বিশ্রাম নিতে লাগলো। একটু পর সে খুশির অতিশাজ্জে বাঁশিও বাঁজাতে শুরু করল ।

পথের পাশ দিয়ে একজন ধনী ব্যবসায়ী গাড়িনিয়ে যাচ্ছিল । জেলেকে দেখে সে গাড়ি থামিয়ে রাগান্বিত স্বরে জিজ্ঞেস করল-

“ মাছ শিকার ছেড়ে তুমি এভাবে অলস ভাবেবসে আছো কেন?”

জেলে উত্তর দেয়-

“ আজকের দিনের প্রয়োজনীয় মাছ আমার শিকার হয়ে গেছে”।

ধনী ব্যবসায়ী আরো রেগে গিয়ে বলে-

“ তুমি আরও বেশি মাছ কেন শিকার করছনা?”

জেলে বলে-

“বেশি মাছ দিয়ে আমি কি করব?”

ব্যবসায়ী অবাক হয়ে বলে-

“ বেশি মাছ ধরে তুমি তা বিক্রি করে বেশি অর্থ উপার্জন করতে পারবে । তা দিয়ে তুমি আরও বড় নৌকা কিনতে পারবে”

জেলেও অবাক হয়ে বলে-

“তারপর আমি কি

করব?”

ব্যবসায়ী বলতে থাকে-

“ বড় নৌকা দিয়ে তুমি আরও বেশি মাছ ধরতে পারবে- আরও বেশি অর্থ পাবে আর তা দিয়ে অনেকগুলি নৌকা তুমি ক্রমান্নয়ে কিনতে পারবে” ।

জেলে বলে-

“ এরপর আমি কি করব?”

ব্যবসায়ী বলে-

“ তুমি অনেক কর্মচারী নিয়োগ দিবে। এবংতোমার ব্যবসা বাড়তে থাকবে। এক সময় তুমি আমার মত বড় ব্যবসায়ী হয়ে যাবে”।

জেলে বলে-

“ বড় ব্যবসায়ী হয়ে আমি কি করবো?”

ব্যবসায়ী বলে-

“ তুমি তখন আরাম করে বিশ্রাম নিতে পারবে-একজন সুখি মানুষ হতে পারবে”।

জেলে বলে-

“ আপনি কি কখনো আরাম করে বিশ্রাম নিতেপেরেছেন?”

ব্যবসায়ী ভবিষ্যৎ কোন এক সপ্নে বিভোর হয়ে উত্তর দেয়-

“ না, আরামের এখনো অনেক দেরি- আমি আমারব্যবসাকে আরও বড় করতে চাচ্ছি”।

জেলে হেসে দিয়ে বলে-

“ আপনার বয়স ষাটের উপর চলে গিয়েছে। অথচ এখনো আপনি আরাম করতে পারেননি । কিন্তু আমাকে দেখেন – আমার বয়স আপনারই মত- কিন্তু আমি আমার চাহিদাকে সীমিত রেখেছি বলে সবসময় এভাবে আরাম করি আর বাঁশি বাঁজাই ।

আপনি ভবিষ্যতে সুখী হবেন বলে এখনো ছুটছেন আর আমি নিজেকে অনেক আগে থেকেই সুখী করে রেখেছি। অতিরিক্ত সম্পদের মাঝে সুখ খুঁজা আর মরুভূমির মাঝে মরীচিকার পিছনে ছুটা একই কথা । অল্পতেযে তুষ্ট থাকতে পারে – সেই মূলত সুখী হয়” ।

ধনী ব্যবসায়ী গম্ভীর মুখে গাড়ি ঘুরিয়ে চলে গেল। জেলের কথাগুলি এতই সত্য যে – এর জবাব তার কাছে নেই।

বিষয়: বিবিধ

১৮৯১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File