আমার বন্ধু হবে শুধু সেই জন,

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২১ সেপ্টেম্বর, ২০১৩, ০৮:৩৬:৪৯ রাত



হে প্রেমময় দয়াবান!আমি জানি ও মানি

সর্বশ্রেষ্ঠ্য বন্ধু হয়ে তুমি আছো মোর সনে

পরকালে তৃষ্ণার্থ হয়ে কাউসারের পানি

পাই যেন তোমার বন্ধু রাসুলের দ্বারে।।

হে প্রভু!শুক্রিয়া জানাই তোমার সকল নেয়ামতের

যা ছিল না মোর তাও দিয়েছো ঊজ়াড় করে।

স্বামী সন্তান পুত্র স্বজন সকলি তোমার দান,

তাদের হিয়ার মাঝে রহমত দিও হে রহমান।।

তাকওয়াবান বন্ধু পাওয়া তোমারই বড় দান,

তোমার আরশের নীচের ছায়া পাব বলে,

তোমাকে আর তোমার হাবীবকে ভালবাসে যে,

না দেখেও তাদের ভালবেসে ফেলেছি আমি যে।।

তোমারে পাবার আশায় যখন নাচে মোর প্রান,

তখন বন্ধুদের স্মরনে অশ্রু ঝরায় মোর দু’নয়ন।

তোমার প্রেমে দেওয়ানা দ্বীন কয়েম করে যারা

তাদের ব্যাথায় ব্যাথিত হয়ে চটপট করে মোর অন্তর।।

আমার বন্ধু হবে শুধু সেই জন,

মোর স্মরনে প্রভুর দ্বারে কান্দে যার মন।

হে গফুরুর রাহিম ! হে ক্ষমাকারী!

ক্ষমা করে দিতে ভালবাস তুমি তা আমি জানি

তাই ক্ষমা করো মোরে আর মোর প্রিয় বন্ধুদের।।

কাফেরেদের মোকাবেলায় সাহায্য করো মুসলমানদের।

এই গুনাগারের ফরিহাদ কবুল করো হে শ্রেষ্ঠ দয়াবান!

আমার প্রান প্রিয় বন্ধুরা মোর ভুলত্রুটি ক্ষমা করে দিও ।

শুন!বন্ধুত্ব কোন দিবস আর স্বার্থের টানে হয় না, তাই

নেক্কার বন্ধুদের স্মরনে চোখের জলে লিখলাম মোর প্রভুকে।



বিষয়: বিবিধ

৫৪০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File