মেসেজ বএক্স আসল মেসেজএকখান

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৩ আগস্ট, ২০১৩, ০৬:০৬:৩৮ সন্ধ্যা





মেসেজ বএক্স আসল মেসেজএকখান

প্রবাসী ছেলে কহে ,আম্মু আসসালামুয়ালিকুম

কেমন আছো মা তুমি ? বল সব সমাচার?

আমার তরে কিছু সময় হবে কি তোমার?

মা ,তোর সনে মোর খুব জরুরী কথা আছে একখান।

পিলে চমকে গিয়ে বাক রুদ্ধ গলায় কহিল মা ,

হে প্রভু !না জানি কি কহিবে মারে তার আদরের সন্তান,

ধুকধুক করে কাপছে কেন মায়ের তৃষিত এই অন্তর ?

"পৃথিবির কোথায়ও ঘটে নাই যাহা

মায়ের মনে আগাম জানান দিয়ে উঠে তাহা"।

শুন মা , একজন দ্বীনি ভাই শুধালো মোরে,

তিন বছর ধৈর্য্য ধরে আর থাকতে হবে প্রবাসে মোরে,

মা ,এই সময়ের মাঝে ইনশাল্লাহ ৩টি কাজ করতে হবে মোরে,

বিদ্ধাবুদ্ধি জ্ঞানার্জন হলে দ্বীনের তরে কাজে লাগবে তোর ছেলে

রুজিকামাই করে গরীব দুঃখির সেবা করে দেখিস মা আল্লাহ খুশি হবে

কোরানের পথে চলে রাসুলের উম্মত হয়ে সবার আগে নিজকে গড়বে।

দোয়া করিস মা,তোর বুকের ধনের ঈমান আর স্বাস্থ্যটা যেন অটুট থাকে ।

শুন মায়ের নাড়িচেড়া ধন , তোদের জন্মের সাথে সাথে

তোদের জীবনটাই মা জমা রেখেছি আমার প্রভুর দ্বারে,

বাচবি মাথা উচু করে বীরের মত প্রভুর দ্বীন কায়েমের কাজে ,

মরতে হয় মরবি তোর মিশরের ভাইদের মত শাহাদাতের শরাব পান করে,

ভয় পাবি না ,দ্বীনের মুজাহিদ না তোরা ?সাহস রাখিস বুকে।

রাসুলের উম্মত তোরা, বিশ্বাস রাখিস, আল্লাহ আছেন তোদের সাথে।

লাগাম ছাড়া ঘোড়ার মত কোরানের বিধানের বাহিরে যাসনে,

শেষ বিচারে গুনারের মা বলে ডাক শুনতে যেন না হয় মারে।

আয় বাচাধন তুলি দুই হাত করি মোনাজাত ,

হে দয়াবান!মোরা গুনাগার দয়ার কাঙ্গাল কিন্তু তুমি দয়ার ভাণ্ডার,

দুনিয়ায় আর আখিরাতে মোদের দিও জান্নাতী সুখের আবাস।

হে প্রভু দয়াময়,মোর সন্তানের নেক বাসনা গুলো যেন কবুল হয় ।

বিষয়: বিবিধ

২৫০৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File