আবার কি পাব বন্ধু তোমারে ?
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০৪ আগস্ট, ২০১৩, ০৪:০৬:৫০ রাত
তুমি এসেছিলে বন্ধু
হৃদয়ের বাগে বসন্ত বাহারে
রহমতের ছায়া পাবার আশায়
দীর্ঘ তাপ দাহে পোড়া কলিরা
নেচে উঠেছিল গুন গুন করে
ফুলেরা পাপড়ি মেলে ধরেছিল
রহমতের বারিধারায় সিক্ত হতে
আমাকে কাদায়ে তুমি চলে গেলে।।
তুমি এসেছিলে বন্ধু
হৃদয়ের কালিমা যুক্ত কর্দমাক্ত আসনে
মাগফেরাতের শিশির বিন্দু দিয়ে
ধুয়ে নিতে চেয়েছিলাম সব পাপ পংকিলতা
যেতে চাই তোমার সনে রাইয়ান নামক জান্নাতে,
কিন্তু হৃদয়ে এক গভীর শুন্যতা রেখে
বন্ধু, তুমি অতি নিরবে
চলে গেলে আমারে কাদায়ে ।।
তুমি এসেছিলে বন্ধু
সহায় সম্বলহীনের শেষ ভরসা হয়ে।
চলে যাচ্ছ কেন আমায় একা ফেলে,
তোমাকে হারালে গতিহীনের কোন গতি নেই,
জানা অজানা সব ভুল ত্রুটি ক্ষমা কর মোর
শেষ বারের মত নাজাত দিয়ে যাও এই পাপীরে,
আর যদি দেখা না হয় তোমার সনে
তাই শেষ বারের মত মিনতি আমার
নাজাত দিয়ে করো প্রভু দু’জাহানে পারাপার
আখিরাতে সুপারিশকারী হিসাবে
আবার কি পাব বন্ধু তোমারে ?
যাবার বেলায় একবার শুধু কথা দাও মোরে।।
বিষয়: বিবিধ
১৩০৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন