** অসাধারণ শিক্ষণীয় গল্প **
লিখেছেন লিখেছেন সত্যলিখন ১৫ জুলাই, ২০১৩, ০২:৫১:৪২ দুপুর
ইমাম গাজ্জালী একবার
একটা গল্প বলেছিলেন।
এক ব্যক্তি জঙ্গলে হাটছিলেন।
হঠাৎ দেখলেন এক সিংহ তার পিছু
নিয়েছে।
তিনি প্রাণভয়ে দৌড়াতে লাগলেন।
কিছুদূর গিয়ে একটি পানিহীন
কুয়া দেখতে পেলেন। তিনি চোখ বন্ধ করে দিলেন ঝাঁপ।
পড়তে পড়তে তিনি একটি ঝুলন্ত
দড়ি দেখে তা খপ
করে ধরে ফেললেন এবং ঐ অবস্থায়
ঝুলে রইলেন।
উপরে চেয়ে দেখলেন কুয়ার
মুখে সিংহটি তাকে খাওয়ার
অপেক্ষায় দাঁড়িয়ে আছে।
নিচে চেয়ে দেখলেন বিশাল এক
সাপ তার নিচে নামার অপেক্ষায়
চেয়ে আছে। বিপদের উপর আরোবিপদ হিসেবে দেখতে পেলেন
একটি সাদা আর একটি কালো ইঁদুর
তার
দড়িটি কামড়ে ছিড়ে ফেলতে চাইছে।
এমন হিমশিম অবস্থায় কি করবেন
যখন তিনি বুঝতে পারছিলেন না,
তখন হঠাৎ তারসামনে কুয়ার
সাথে লাগোয়া গাছে একটামৌচাক
দেখতে পেলেন।
তিনি কি মনে করে সেই মৌচাকের মধুতে আঙ্গুল
ডুবিয়ে তাচেটে দেখলেন। সেই
মধুর মিষ্টতা এতই বেশি ছিল
যে তিনি কিছু মুহূর্তের জন্য
উপরের গর্জনরত সিংহ, নিচের
হাঁ করে থাকা সাপ, আর দড়ি কাঁটা ইঁদুরদেরকথা ভূলে গেলেন।
ফলে তার বিপদ
অবিশ্যম্ভাবী হয়ে দাঁড়ালো।
ইমাম গাজ্জালী এই গল্পের
ব্যাখ্যা দিতে গিয়ে বলেন এই
সিংহটি হচ্ছে আমাদের
মৃত্যু,যে সর্বক্ষণ আমাদের
তাড়িয়ে বেড়াচ্ছে। সেই
সাপটি হচ্ছে কবর। যা আমাদের অপেক্ষায় আছে।
দড়িটি হচ্ছে আমাদের জীবন,
যাকে আশ্রয় করেই বেঁচে থাকা।
সাদা ইঁদুর হল দিন, আর কালো ইঁদুর
হল রাত, যারা প্রতিনিয়ত
ধীরে ধীরে আমাদের জীবনের আয়ু
কমিয়ে দিয়ে আমাদের মৃত্যুর দিকে নিয়ে যাচ্ছে।
আর সেই মৌচাক হল দুনিয়া। যার
সামান্য মিষ্টতা পরখ
করে দেখতে গেলেওআমাদের এই
চতুর্মুখি ভয়ানক বিপদের
কথা ভূলে যাওয়াটা বাধ্য
হে ঈমানদারগণ ! যদি তোমরা তাদের (কাফেরদের) আনুগত্য করে চলো, যারা কুফরীর পথ অবলম্বন করেছে, তাহলে তারা তোমাদের উল্টোদিকে ফিরিয়ে নিয়ে যাবে এবং তোমরা ক্ষতিগ্রস্ত হবে ৷
( তাদের কথা ভুল) প্রকৃত সত্য এই যে , আল্লাহ তোমাদের সাহায্যকারী এবং তিনি সবচেয়ে ভালো সাহায্যকারী ।
শীঘ্রই সেই সময় এসে যাবে যখন আমি সত্য অস্বীকারকারীদের মনের মধ্যে ভয় ও আতংক সৃষ্টি করে দেবো৷ কারণ তারা আল্লাহর সাথে তাঁর খোদায়ী কর্তৃত্বে অংশীদার করে, যার স্বপক্ষে আল্লাহ কোন প্রমাণপত্র অবর্তীণ করেননি৷ তাদের শেষ আবাস জাহান্নাম এবং ঐ জালেমদের ভাগ্যে জুটবে অত্যন্ত খারাপ আবাসস্থল৷ "' আলে ইমরান
"হে আমাদের রব ! আমাদের ভুল –ক্রুটিগুলো ক্ষমা করে দাও৷ আমাদের কাজের ব্যাপারে যেখানে তোমরা সীমালংঘিত হয়েছে, তা তুমি মাফ করে দাও৷ আমাদের পা মজবুত করে দাও এবং কাফেরদের মোকাবিলায় আমাদের সাহায্য করো৷ "আলে ইমরান
[ লাইক দিতে ভূলবেন না। শেয়ার
করে আপনার বন্ধুদের জানিয়ে দিন]
বিষয়: বিবিধ
১৪৪৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন