একটি শিক্ষামূলক গল্প ' দয়া করে সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং একটু চিন্তা করবেন।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ০১ জুলাই, ২০১৩, ১১:১৬:১১ সকাল
একদিন এক ধনী পিতা তার ৮ বছরের সন্তানকে নিয়ে ঘুরতে বের হলেন। বাবা চেয়েছিলেন তার ছেলেকে বোঝাতে যে একজন মানুষ কি পরিমান দরিদ্র হতে পারে।
তারা একটি গরিব পরিবারের Farm এ সময় কাটালেন। Farm থেকে বাড়ি ফিরার সময় বাবা ছেলে কে বললেন,
"দেখলে তারা কি গরিব... তাদের কাছ
থেকে কি শিখলে??"
ছেলে জবাব দিল...
১ আমাদের এসি রুমের বাড়ি... তাদের খড়-ছনের
বাড়ি ।
২ আমাদের ১ টি ছোট Swimming Poo...l
আছে ........তাদের রয়েছে বিশাল পুকুর।
৩ আমরা রাতে আলোর জন্য বিভিন্ন ধরনের
দামি বাতি জ্বালিয়ে দেয়... তাদের
রাতে আলো দেয়ার জন্য আছে অসংখ্যতারা ।
৪ আমরা খাবার কিনি... তারা খাবার বানায় ।
৫ আমদেরকে রক্ষা করার জন্য আছে আমাদেরই
কেনা প্রহরী ... তাদের রক্ষা করার জন্য
আছে তাদের অসংখ্য বন্ধু ও প্রতিবেশী ।
৬ আমরা ঘুম থেকে উঠার কোন নির্দিষ্ট টাইম
নাই... তারা জীবিকার তাগিদে ঘুম
থেকে উঠে ভোর বেলায় ।
৭ আমরা মানুষকে টাকার মাধ্যমে ভালবাসি....
তারা মানুষকে মনের মাধ্যমে ভালবাসে ।
৮ আমাদের মধ্যে আরও পাওয়ার
তাগিদে চাহিদার শেষ নেই... তাদের
মধ্যে চাহিদা বলতে সম্মান নিয়ে নির্দিষ্ট
চাহিদা মিটিয়ে বেঁচে থাকার
মধ্যে সীমাবদ্ধতা ।
৯ আমাদের আছে বিভিন্ন বিখ্যাত লেখকের বই...
তাদের আছে আল-কুরআন ।
১০বাবা আমাদের সবকিছুই আছে কিন্তু সুখ নেই...
তাদের কিছুই নেই কিন্তু সুখ তাদের চারপাশ
দিয়ে ঘিরে রেখেছে ।
Thanks Abbu, আমরা যে মনের দিক
দিয়ে খুবই দরিদ্র তা আমাকে দেখানোর জন্য।"
আমাদের দেশের ২৮ বছরের মানুষ গুলোর যদি যদি ৮ বছরের এই ছেলের সমান এই টুকুন বিবেক থাকত তা হলে আমাদের বাংলার দেশ সত্যি সোনার বাংলা হয়ে যেত । আমাদের দেশের ধনী দের হাত গুলো আর ধনবান হচ্ছে কাঙ্গালের ধন এমন কি তাদের পাপ্য যাকাতের টাকা গুলোও তারা খেয়ে বড় লোক হচ্ছে । এই গল্প থেকে আমাদের বিবেক যেন একটু হলেও নড়া চড়া দিয়ে উঠে ।
বিবেবেকের ধ্বংসনে শুধু কান্না আসছে । আজ আমরা সুখ নামের সোনার হরিন টা ধরার জন্য কি না করছি । আর আসলে কত কাছে সেই হরিন টা আনা গোনা করছে । আল্লাহ আপনাকে একটা সুন্দর মন দিলে তাই আমরা সবাই বুঝতে পারতাম। কিন্তু আমাদের অনেক এর মন আজ নিরেট পাথর হয়ে গেছে
আল্লাহ আমাদের সঠিক পথে চলার তাওফিক দান করুন ।
হে পরওয়াদিগার! যেদিন হিসেব কায়েম হবে সেদিন আমাকে, আমার পিতামাতাকে এবং সমস্ত মুমিনদেরকে মাফ করে দিয়ো৷”সুরা ইবরাহীম- ৪১
ভালো লাগলে বন্ধুদের সাথে share
করবেন...............!
বিষয়: বিবিধ
৫১০৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন