"★*★একটি উপদেশমূলক গল্প★*★
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৯ জুন, ২০১৩, ০২:১২:৪৩ দুপুর
একদিন এক কৃষকের গাধা গভীর কুয়ায় পড়ে গেলো।
গাধাটা করুণ সুরে কেঁদে কৃষকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালাতে লাগলো। কৃষক ভাবলো যেহেতু গাধাটা বৃদ্ধ হয়ে গেছে, কাজেই একে উদ্ধারের ঝামেলায় না গিয়ে মাটি ফেলে কুয়ার মাঝেই কবর দিয়ে ফেললেই ল্যাঠা চুকে যায়। কাজেই কৃষক শাবল দিয়ে মাটি ফেলতে লাগলো গাধার উপর। প্রথমে গাধা ঘটনা আঁচ করতে পেরে চিৎকার করে গলা ফাঁটিয়ে কাঁদতে লাগলো।
কিন্তু কিছুক্ষণ পর সব শান্ত হয়ে গেলো। কৃষক এই নিরবতার কারণ উদ্ঘাটন করতে গিয়ে কুয়ার ভিতর উঁকি দিয়ে অবাক হয়ে গেলো।
প্রতিবার যেই গাধাটার উপর মাটি ফেলা হয়েছে, সে তা পিঠ
ঝাড়া দিয়ে ফেলে দিয়ে সেই মাটিকে ধাপ বানিয়ে একধাপ
একধাপ করে বেশ
খানিকটা উপরে উঠে এসেছে।
এটা দেখে কৃষক আরো মাটি ফেললো এবং পরিশেষে গাধাটা বের হয়ে আসলো কুয়া থেকে।
"মনমরা হয়ো না, দুঃখ করো না,
তোমরাই বিজয়ী হবে,
যদি তোমরা মুমিন হয়ে থাকো৷"
আলে ইমরান
মরালঃ জীবন আপনার উপর শাবল ভর্তি মাটি ফেলবে এটাই স্বাভাবিক। আপনার কাজ হচ্ছে সেই চাপা দেয়ার মাটিকেই
কাজে লাগিয়ে উপরে উঠা।
প্রতিটি সমস্যাই আসলে সমাধানের একটি করে ধাপ, যদি আপনি তা কাজে লাগানোর মতো ইতিবাচক হয়ে থাকেন।
কেউ আপনাকে সাহায্য করবে এই আশায় কখন থাকবেন না । কারন অন্ধকারে আপনার ছায়াও আপনার সাথে থাকে না । তার চাইতে আল্লাহর উপর ভরসা রাখুন ইনশাল্লাহ তিনি আপনার আমার উত্তম সাহায্য কারী হয়ে সকল সমস্যা থেকে উত্তলন করবেন ।
যে কোন সুগভীর কুয়া থেকেই মুক্তি লাভ সম্ভব, ইনশাল্লাহ
যদি আপনি হাল ছেড়ে না দেন।
বিষয়: বিবিধ
৩১৪০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন