আমরা তোমাকেও কখন ভুলবনা ভুলবনা।
লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৮ জুন, ২০১৩, ০৭:২৪:৩৪ সন্ধ্যা
স্বাধীমতা তোমাকে পাবার মুল লক্ষ্য ও উদ্দেশ্য ছিল
তুমি ব্রিটিশ –পাকিস্থানি ঔপনিবেশিক রাষ্ট্র কাঠামো
ভেঙ্গে চুরমার করে শাসনব্যবস্থার প্রশাসনিক কর্মকর্তা
থেকে কর্মচারী দের মনমানুসিকতার আমূল পরিবর্তন এনে দিবে।
কিন্তু তুমি পুরানো আদোল ঠিক রেখে
নতুন স্বাধীন বাংলার শাসন ব্যবস্থা চালু করলে ।।
স্বাধীনতা তোমাকে পেয়েছি সত্যি তা স্বীকার করি
কিন্তু তুমি বল, স্বাধীন দেশের শাসন ব্যবস্থা পেলাম কই?
ব্রিটিশ–পাকিস্থানি শাসকের বদলে বাঙ্গালী স্বৈরচার শাসক দিলে।
প্রশাসনের কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে নিন্ম পর্যায়ে
যোগ্য ,মেধা ও সচেতন জনশক্তিকে কাজে না লাগায়ে
সেখানে বসায়ে দিলে অনভিজ্ঞ ও অযোগ্য দলীয় ক্যাডার ।।
কিন্তু স্বাধীনতা !তুমি দেখালে এ কি এক বিচিত্র চেহারা ।
বিপুল সম্ভাবনার দেশটির অর্থনীতিকে করে দিলে মেরুদণ্ডহীন
বাঘের মত জনশক্তিকে বানিয়ে দিলে পঙ্গু আর প্রতিবন্ধী
সন্ত্রাসী আর ধর্ষকদের উপহার দিলে সোনার ছেলে বলে
দেশ প্রেমিক ইসলামী আলেম অলামাদের বানালে জঙ্গী। ।।
বাহ!বাহ!স্বাধীনতা তুমি না সব পারো
তুমি মুনাফিক নাস্তিক আসিফ নজরুল দের
আনন্দ করতে দিয়ে বানালে শাহাবাগ চত্তর।
আর আল্লাহ আর রাসুল এর প্রেমিকদের দিলে
কারবালার মত রক্তাত্ত চিরস্মরনীয় শাপলা চত্তর।
স্বাধীনতা তুমি আমার লাল সবুজ এর সোনার বাংলা
তাই আমরা তোমাকেও কখন ভুলবনা ভুলবনা।
বিষয়: বিবিধ
২১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন