কি পেলাম আর কি পেলাম না তা আজ হিসাব করে দেখি ।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২৪ জুন, ২০১৩, ০৪:৫৫:০৬ বিকাল



সানাই বাঝে নাই আলোক সজ্জা হয় নাই ।বর টা সাজানো পাজারো গাড়ী চড়ে আসে নাই । লাল বেনারশি আর গহনার বাক্স দেখি নাই । বাসর রাতের খাট নানা রং এর ফুলে সাজানো ছিল না । তবে খাটে বসা ছিল অতি বিনয়ী নম্র ভদ্র একজন রাজকুমার। যার হৃদয়ে ছিল অমুল্য ভালবাসার সানাই আর নানান রঙ্গের আলোক সজ্জায় ভরপুর স্বপ্ন । সেই ভালবাসা কোটি কোটি টাকার মানিক মুক্তার হীরা যহরতের চেয়ে মুল্যবান ছিল রাজকুমারীর কাছে । কত মরুপথ পাড়ি দিল ,কত নীড় ভাঙ্গা ঝড় তুফান আর তীর ভাঙ্গা উত্তাল সাগরের ঢেউ আসলো কিন্তু আলহামদুলিল্লাহ কেউই কাউকে এক মুহুর্তের জন্য কেউ কাউকে ভালবাসার বন্ধন থেকে দূরে সরালো না ।ভালবাসার শক্ত বন্ধনের প্রাচীরের সামনে দুর্ভিক্ষ অভাব অনটল সহ সব প্রতিকুলতা হার মেনে নিল । তাই আজ আমাদের কাছে দুনিয়ার সব কিছু থেকে ভালবাসা অনেক বড় ।

স্বামীর চেয়ে বেশি একজন ভাল বন্ধু আর কেউই হতে পারে না । যার কাছে শুধু শিক্ষা যায় । যে অনুর্ভর মাটিতে দক্ষকৃষকের মত ভালবাসার উর্বর সার দিয়ে ফলান নানান জাতের সোনালী ফসল । যিনি একজন স্ত্রী কে দিতে পারেন সিরাজুম মুনিরা । শিক্ষাতে পারেন প্রেম প্রীতি ভালবাসা । যিনি স্বেত পাথরের হৃদয়ে সোনার হরফে লিখে দিতে পারেন আদর্শ স্ত্রীর আদর্শ মায়ের নাম । আর সেই ভালবাসার স্বেত পাথরের সিড়ি বেয়ে দুই দুই জনার হাত ধরে চলে যাবেন জান্নাতে ।



যেই বন্ধুর মাধ্যমে আমি পেলাম ৫ টি গোলাপের একটি বাগান আলহামদুলিল্লাহ । তিনি আরো দিলেন কোরানের সুন্নাহর আলোকে পরিচালিত একটি সংগঠন । ইসলামের আলোকিত অনেক ভাই বোন ছেলে মেয়ে । যাদের কে না পেলে আমার জীবন এর শুন্যতা থেকেই জেতো । এত সুন্দর মনের মানুষ আল্লাহ আমাকে দান করার জন্য আমি আল্লাহর প্রশংসা সারা জীবন করেও শেষ করতে পারব না ।

১৯৮২ সালের ২৪ শে জুন শুভ লগ্নে শুভ পরিনয়ের মাধ্যমে আমি আদৌ জানিনি বুঝেনি অনুভব করেনি আল্লাহ রহমানুর রাহিম আমাকে এক জান্নাতী বন্ধু দান করতে যাচ্ছেন ।আজ ৩১ শেষ হল । কি পেলাম কি পাইনি তা হিসাব করে দেখি । পাওয়ার অংক টা অনেক বড় । না পাওয়ার কিছুই নেই । তাই আমি তার কাছে ঋণী ।িভাবে এই ঋন শোধ করব ? আল্লাহ আমার এই ঋণ শোধ করার দায়িত্ব আপনি নিয়ে উনাকে জান্নাতী শুখ দুনিয়া ও আখিরাতে দান করুন ।



আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আমাদের গুনাহ খাতা মাফ করে যত দিন বেছে থাকা কল্যান কর তত দিনের নেক হায়াত দান করুন আর আমাদের যেই জীবন আমাদের জন্য অক্যান কর তার আগে শহিদি মরন দান করুন । আমার স্বামী সন্তান কে আমার নয়ন শীতল কারী ও মুত্তাকিন দের ইমাম বানিয়ে দিন ।

বিষয়: বিবিধ

৫৪৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File