'একটি শিক্ষামূলক গল্প ' দয়া করে সবাই একটু মনোযোগ দিয়ে পড়বেন এবং একটু চিন্তা করবেন।

লিখেছেন লিখেছেন সত্যলিখন ২২ জুন, ২০১৩, ০৩:৫১:০৩ দুপুর

একলোকের কিছু পোষা তোতাপাখি ছিল।

একদিন সে তার পাখি গুলোকে কিছু কথা শিখিয়ে দিলো।

শব্দগুলো হলো:

শিকারি আয়েগা, জাল ফেলাইয়েগা ,দানা ডালেগা ফাসনা নেহি। (অর্থাত: শিকারি আসবে,জাল বিছাবে,দানা ফেলবে খবরদার তাদের দেওয়া দানা খেতে গিয়ে আটকাবে না)। কথা গুলো শিখিয়ে তার বাড়ির পাশে একটি গাছের উপর পাখিগুলোকে ছেড়ে দিল।



লোকটি এবার তার কিছু ছাত্রকে বললো এই নাও জাল,দানা ,গাছে তোতা পাখি গুলো শিকার করে নিয়ে এসো।

ছাত্ররা যখন শিকার করার জন্য গাছের নিচে গেলো তখন তারা দেখলো পাখি গুলো একে আপরকে বলাবলি করছে: শিকারী আসবে,জাল বিছাবে, দানা ফেলবে কিন্তু খবরদার দানা খেতে গিয়ে আটকাবে না।

ছাত্ররা বড়ই অবাক হয়ে তাদের গুরুর কাছে গিয়ে উপরের কথা গুলো বলে, বলতে লাগলো: হুজুর এই পাখি গুলোতো শিকার করা সম্ভব না ।

গুরুর তখন বললো: কেনো সম্ভব না ???তখন ছত্ররা বললো: কারন এরা খুবি চালাক পাখি (উপরের কথাগুলো বলে বললো )

শিকারি সম্পর্কে এরা একে আপরকে সতর্ক করে দিচ্ছে।

এবার গুরু বললো তার পরেও তোমরা যাও জাল ফেলো ,শিকার করে আনো।

এবার ছাত্ররা তাদের গুরুর কথা শুনে যথারিতি জাল ফেললো, দানা দিল।দেখা গেলো পাখিগুলো ,গান গুলো বলতে বলতে( শিকারি আয়েগা,জাল ফেলাইয়েগা,দানা ঢালেগা ফাসনা নেহি) দানা খেতে গেল এবং জলে আটকা পড়ল।

পাখিগুলোর এরকম অবস্থা দেখে

তারা আবারো তাদের গুরুর কাছে দৌড়িয়ে গেল এবং তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোর ব্যখ্যা জানতে চাইলো।

তখন শিক্ষক উত্তর দিল: এইসব তোতা পাখি গুলোকে শুধু মাত্র উপরের কিছু কথা মুখস্থ করানো হয়েছে কিন্তু তারা জানেনা যে কোনটা শিকারি, কোনটা জাল আর কোনটা দানা।

তবে তারা যদি এগুলো চিনতে পারতো তাহলে অবশ্যই তারা তোমাদের পাতা ফাদে পা দিতো না।



এই গল্পটি বলার উদ্দেশ্য হলো:

আমরা মুস্লিম জাতি আজ তোতা পাখির ভূমিকা পালন করছি।

আমরা কালেমার মুখিস্থ দাওয়াত দিচ্ছি কিন্তু কালেমার সঠিক অর্থ বুঝতে পারছি না। তাইতো তাদের পাতানো ফাদে পা দিচ্ছি।

আর ইসরাইল আমেরিকা শিক্ষকের ভূমিকা পালন করছে । তাদের ছাত্র মুনাফিক দের মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্ন উপায়ে আমরা মুসলিমরা শিকারে পরিনত হচ্ছি।

আর তোতা পাখির মতো বলে যাচ্ছি : কাফিরদের ঘৃনা করতে হবে, তাদেরকে পরিত্যাগ করতে হবে তাদের অন্যায়ের বিরুদ্ধ জিহাদ করতে হবে।

কিন্তু যাহা লাঊ তাহাই কদু ,আমরা বার বার কাফিরদের ,মুনাফিকদের পাতানো ফাদে পা দিচ্ছি ।

কারন আমরা চিনতে পারছি না আমাদের শত্রুদেরকে।

তাইতো প্রতিনিয়ত কাফিরদের চক্রান্তে পা দিচ্ছি।

যে দিন মুসলিম জাতি কালেমার সঠিক অর্থ অনুধাবন করতে পারবে এবং

সেই অনুযায়ী আমল করবে ,সেই দিন থেকেই মুনাফিক ,কাফিরদের পতন রচিত হবে।

আল্লাহ মুসলিমদেরকে আবারো বিজয় দান করবেন।

[সংগৃহীত]

বিষয়: বিবিধ

৩৭১২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File