সুপার ফ্লপ ৭১' টিভি !! ঐকিক নিয়ম অনুসারে ১৪,৯৯,০০,০০০ মানুষ জামায়াত নিষিদ্ধের বিপক্ষে !! এক কোটি ৭ হাজার ৭৬১ স্বাক্ষর বিফলে !!!!!

লিখেছেন লিখেছেন সোহাগ ০২ এপ্রিল, ২০১৩, ১১:১৭:৪৩ সকাল



রাত ১২ টার সময় ৭১ টিভির টক শোঃ

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর বিজ্ঞান অনুষদের ডীন তাজমেরী এস ইসলাম ও ঘাদানিক এর ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির...

৭১ টিভির উপস্থাপক তাজমেরী ম্যাডাম কে খুব আনন্দ ভরা মুখে বললেন গণজাগরণ মঞ্চ এর পক্ষ থেকে এক কোটি ৭ হাজার ৭৬১ জনের গণস্বাক্ষর স্পীকার এর নিকট জমা দেওয়া হয়েছে। এত গুলো লোক জামায়াত নিষিদ্ধের পক্ষে...

তো ম্যাডাম বাঁশ টা একটু কৌশলে দিলেন।

তিনি উপস্থাপক কে আবার জিগ্যেস করলেন স্বাক্ষর কারীর সংখ্যা তো এক কোটি ৭ হাজার ৭৬১ তাই না।

উপস্থাপক খুব খুশিমনে বলল জি ম্যাডাম এক কোটি ৭ হাজার ৭৬১জন।

এরপরে ম্যাডাম তাকে জিগ্যেস করলেন বাংলাদেশের মোট জনসংখ্যা কত ?

উপস্থাপকঃ ১৬ কোটি।

ম্যাডামঃ স্বাক্ষর করেছেন কত জন ?

উপস্থাপকঃ আবার ও খুশি মনে এক কোটি ৭ হাজার ৭৬১ জন।

ম্যাডামঃ তার মানে এই লোক গুলো জামায়াত নিষিদ্ধের পক্ষে ? ১৬ কোটি থেকে এই সংখ্যা বাদ দিলে মোট লোক সংখ্যা দাঁড়ায় (১৬০০০০০০০-১০০০৭৭৬১)= ১৪৯৯০০০০০(প্রায়)

তার মানে ঐকিক নিয়ম অনুসারে এই মানুষ গুলো জামায়াত নিষিদ্ধের বিপক্ষে ।

তখন ৭১ টিভির উপস্থাপক চুপ হয়ে গেলো।

বিষয়: বিবিধ

১৩৭৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File