মদিনা সনদ অনুসারে আধা ঘণ্টায় ১৮০০ ভোট ! কুমিল্লার বরুড়ায় রাতেই ব্যালটে সিল !!!

লিখেছেন লিখেছেন সোহাগ ২৩ মার্চ, ২০১৪, ১১:৩৫:০৬ সকাল

রিশালের আগৈলঝাড়া উপজেলা নির্বাচনে আজ রোববার আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্র দখল ও ভোট জালিয়াতি অভিযোগ উঠেছে। উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে ভোট শুরুর প্রথম আধা ঘণ্টার মধ্যে দুই হাজার ৮৭৮টি ভোটে মধ্যে এক হাজার ৮০০টি ভোট বাক্সে পড়েছে।

আজ সকালে উপজেলা সদরের আগৈলঝাড়া বিএইচপি একাডেমি কেন্দ্রে গিয়ে দেখা যায়, কেন্দ্রের প্রতিটি বুথে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী গোলাম মোর্তুজা খানের সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ভরছেন। এ সময় পোলিং অফিসারদের অনেকটা অসহায়ের মতো ঘটনা প্রত্যক্ষ করতে দেখা যায়।

এ ব্যাপারে কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বকতিয়ার উদ্দিন বলেন, কেন্দ্রের নয়টি বুথের প্রতিটিতে ২০০টি করে ব্যালট পেপার পোলিং অফিসারদের সরবরাহ করা হয়েছে। ভোট শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় সব ব্যালট পেপার শেষ হয়ে গেছে। কেন্দ্রটির মোট ভোট দুই হাজার ৮৭৮টি। প্রথম আধা ঘণ্টায় ব্যালট বাক্সে ভোট ঢুুকেছে এক হাজার ৮০০টি।

কুমিল্লার বরুড়া উপজেলার ২০টি ভোটকেন্দ্রে গতকাল শনিবার দিবাগত রাতে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার লোকজন ব্যালট পেপারে সিল মেরে তা বাক্সে ঢুকিয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাত সাড়ে ১২টা থেকে সাড়ে তিনটার মধ্যে এ ঘটনা ঘটে।

আজ রোববার সকাল সাড়ে আটটার দিকে পূর্ব নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রায় ৮০০ ব্যালটে সিল মারা রয়েছে। প্রিসাইডিং কর্মকর্তা ফখরুদ্দিন জানান, বেশ কিছু লোক রাত ১২টা থেকে দুইটার মধ্যে দুই দফা এসে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর আনারস প্রতীকে সিল মারেন।

সকাল নয়টা ২০ মিনিটে উপজেলার বাগমারা পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে গিয়ে দেখা যায়, চেয়ারম্যান প্রার্থীর এক হাজার ২০০ ব্যালট পেপার নেই। জানতে চাইলে প্রিসাইডিং কর্মকর্তা গোপাল কৃষ্ণ চক্রবর্তী বলেন, গত রাতে তাঁকে জিম্মি করে চেয়ারম্যান প্রার্থীর এক হাজার ২০০ ব্যালট পেপার নিয়ে গেছে দুর্বৃত্তরা। এ সময় কেন্দ্রের সাতটি বুথ ঘুরে দেখা গেছে, ৫ নম্বর বুথে ১৮টি ভোট পড়েছে। বাকি বুথ ও বাক্সগুলো খালি।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়ার বিরুদ্ধে অভিযোগ করে বিএনপি-সমর্থিত চেয়ারম্যান প্রার্থী আবদুল খালেক চৌধুরী বলেন, বরুড়ার পার্শ্ববর্তী সদর দক্ষিণ উপজেলা থেকে বহিরাগত লোকজন এনে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মারা হয়েছে। উপজেলার ৮৬টি ভোটকেন্দ্রের মধ্যে ২০টি কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

রিটার্নিং কর্মকর্তা রাশেদুল ইসলাম বলেন, ‘এ ধরনের বহু অভিযোগ এসেছে। অভিযোগগুলো খতিয়ে দেখছি।’

বিষয়: বিবিধ

১৪২৮ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

196596
২৩ মার্চ ২০১৪ দুপুর ০২:৫৮
বাংলার দামাল সন্তান লিখেছেন : তোরা আমারে মাইরালা!!!!!!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File