অবশেষে বাঘা সিদ্দিকি ও ভারত মাতার কাছে অর্থের বিনিময়ে বিক্রি ! ভারত আমাদের শেষ অস্তিত্ব টুকুও না নিয়ে ছাড়বে না !!
লিখেছেন লিখেছেন সোহাগ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৯:৪৩ সকাল
কৃষক শ্রমিক জনতা লিগের’ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি ভারতকে দেয়া ‘কথা’ রাখছেন! ‘মৌলবাদকে মদদ দেয়, জঙ্গিবাদের উত্থান ঘটায়, এমন রাজনৈতিক দল, জোটকে সমর্থন দেবেন না’ বলে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন তিনি। গত বছরের ২৫ নভেম্বর ‘হঠাৎ’ ভারত সফরে গিয়ে তিনি প্রণবকে এসব ‘প্রতিশ্রুতি’ দেন। এর অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইল-৮ (সখীপুর, বাসাইল) সংসদীয় আসনের উপনির্বাচনে তিনি অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
সূত্র জানায়, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকির দলকে অংশ নিতে বলেন প্রণব মুখার্জি। নির্বাচনে অংশ না নিলেও ওই সরকারের ‘বড়ো রকমের’ বিরোধিতা না করতেও বলেন প্রণব। ৫ জানুয়ারির নির্বাচনে কাদের সিদ্দিকির দল অংশ নেয়নি। তবে ওই নির্বাচনের পর গঠিত সরকারের কোনো ‘কঠোর সমালোচনা’ও তার দল থেকে করা হচ্ছে না।’
রাজনীতির বিশ্লেষকদের মতে, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অবস্থান মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে, এসব কারণে ভারত এ দলের সরকারকে সমর্থন জানাচ্ছে। এ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা প্রায় ক্ষেত্রে মৌলবাদকে সমর্থন করা বলেও মনে করে ভারত। এর জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটিতে ক্ষমতাসীনদের পক্ষে কাদের সিদ্দিকিকে বলেন, নির্বাচনে অংশ নিতে, বা আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা না করতে।’
বিষয়: বিবিধ
১৪৭০ বার পঠিত, ৯ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন