অবশেষে বাঘা সিদ্দিকি ও ভারত মাতার কাছে অর্থের বিনিময়ে বিক্রি ! ভারত আমাদের শেষ অস্তিত্ব টুকুও না নিয়ে ছাড়বে না !!

লিখেছেন লিখেছেন সোহাগ ২৫ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২৯:৪৩ সকাল



কৃষক শ্রমিক জনতা লিগের’ সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকি ভারতকে দেয়া ‘কথা’ রাখছেন! ‘মৌলবাদকে মদদ দেয়, জঙ্গিবাদের উত্থান ঘটায়, এমন রাজনৈতিক দল, জোটকে সমর্থন দেবেন না’ বলে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির কাছে ‘প্রতিশ্রুতি’ দিয়েছিলেন তিনি। গত বছরের ২৫ নভেম্বর ‘হঠাৎ’ ভারত সফরে গিয়ে তিনি প্রণবকে এসব ‘প্রতিশ্রুতি’ দেন। এর অংশ হিসেবে ক্ষমতাসীন আওয়ামী লীগের অধীনে আগামী ২৩ মার্চ অনুষ্ঠেয় টাঙ্গাইল-৮ (সখীপুর, বাসাইল) সংসদীয় আসনের উপনির্বাচনে তিনি অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

সূত্র জানায়, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অধীনে অনুষ্ঠিত গত ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে কাদের সিদ্দিকির দলকে অংশ নিতে বলেন প্রণব মুখার্জি। নির্বাচনে অংশ না নিলেও ওই সরকারের ‘বড়ো রকমের’ বিরোধিতা না করতেও বলেন প্রণব। ৫ জানুয়ারির নির্বাচনে কাদের সিদ্দিকির দল অংশ নেয়নি। তবে ওই নির্বাচনের পর গঠিত সরকারের কোনো ‘কঠোর সমালোচনা’ও তার দল থেকে করা হচ্ছে না।’

রাজনীতির বিশ্লেষকদের মতে, ‘আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের অবস্থান মৌলবাদ, জঙ্গিবাদের বিরুদ্ধে, এসব কারণে ভারত এ দলের সরকারকে সমর্থন জানাচ্ছে। এ সরকারের বিরুদ্ধে রাজনৈতিক সমালোচনা প্রায় ক্ষেত্রে মৌলবাদকে সমর্থন করা বলেও মনে করে ভারত। এর জন্য রাষ্ট্রপতি প্রণব মুখার্জি দেশটিতে ক্ষমতাসীনদের পক্ষে কাদের সিদ্দিকিকে বলেন, নির্বাচনে অংশ নিতে, বা আওয়ামী লীগ সরকারের কঠোর সমালোচনা না করতে।’

বিষয়: বিবিধ

১৪৭০ বার পঠিত, ৯ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

182444
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সকাল ১১:৩১
বাংলার দামাল সন্তান লিখেছেন : ধন্যবাদ আপনাকে মেয়ার করার জন্য
182480
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৩
সজল আহমেদ লিখেছেন : আপনারে কইসে বানায়া!
182483
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:০৬
আমি মুসাফির লিখেছেন :


182486
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:১০
আলমগীর মুহাম্মদ সিরাজ লিখেছেন : ভালো লাগলো
182494
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ১২:২৭
আইল্যান্ড স্কাই লিখেছেন : স্বাধীন দেশে থেকে আরেক দেশের প্রধানকে প্রভূ মনে করে স্বৈরাচারের কাতারে সামিল হওয়া এটা কিসের বীরত্ত্ব বুঝা আসে না,
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২২
134935
কুয়েত থেকে লিখেছেন : বুঝলেননা? এটা নতজানু নিতির বীরত্ব!ধন্যবাদ
182504
২৫ ফেব্রুয়ারি ২০১৪ দুপুর ০১:২২
ইবনে আহমাদ লিখেছেন : হতে পারে বেচারা অন্য দশজনের মত নগদ নারায়নের কাছে কাবু হয়েছেন।
182672
২৫ ফেব্রুয়ারি ২০১৪ সন্ধ্যা ০৬:২০
182827
২৫ ফেব্রুয়ারি ২০১৪ রাত ০৯:৪৩
শেখের পোলা লিখেছেন : যিনি নিরপরাধ ৪০ কে খুন করে বীর হয়েছেন, তিনি তার ঐ সনদ কেমন করে ছাড়বেন?

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File