আমি আমার সন্তানকে বিখ্যাত সন্ত্রাসী বানাবো আর আপনি??

লিখেছেন লিখেছেন সোহাগ ১১ জুলাই, ২০১৩, ০৫:০৫:২৮ বিকাল





ইতিহাসে ৪ নাম্বার এবং বাংলায় ৭ নাম্বার পেয়ে পাস করা প্রধানমন্ত্রীর নির্দেশে ম্যাট্রিক ফেল করা গোপালগঞ্জি ফুলিশ দেশের সবচেয়ে তুখাড় মেধাবীদেরকে হেফাজতি স্টাইলে রাবার বুলেট, টিয়ার গ্যাস,লাঠি চার্জ করছে।

শুধু তাই নয় গ্রেফতার করেছে বেশ অনেককেই। তাদের অপরাধ তারা ৪ আর ৭ পেয়ে কেন ফেল করলো না। কেন তারা গ্রাজুয়েট/বিসিএস ক্যাডার হলো!!

এরপরেও আমরা মেধাবীদের কাছ থেকে ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখি !!!

যে দেশের সরকার মেধাবীদের সম্মান করতে জানে না,সে দেশে মেধাবীদের কাছ ভালো কিছু পাওয়ার স্বপ্ন দেখতে নেই।

আমি আমার সন্তানকে বিখ্যাত সন্ত্রাসী বানাবো ইনশাল্লাহ

আর আপনি????

ছাত্রলীগের আসল চেহার কি চিনে নেন! এতদিন কাল চশমা পড়ে যারা ছাত্রলীগের গুণকীর্তন করেছেন তারা আজ লিখছেন তাদের বিরুদ্ধে| এতদিন ছাত্রলীগকে সকলে ২য় মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল ভাবছিল! কিন্তু আজ বুঝেছেন| এই দলটা শুধুমাত্র লীগের দালালী, খুন,টেন্ডারবাজি, ধর্ষণ ছাড়া আর কিছু পারে না| আজ যখন মেধাবী ছাত্ররা শাহবাগে তাদের যুক্তিযুক্ত চাওয়ার দাবিতে আন্দোলনে দাড়িয়েছে তাদের উপর পুলিশ যে পৈচাশিক তান্ডব চালিয়েছে ঠিক সেভাবে ঢা.বি.তে ছাত্রলীগ হামলা ও লুটপাট করছে| আজ অনেকে আফসোস করছে| ভাইয়েরা আমরা যা এতদিন বলেছি তা আজ আপনারাও বলছেন| তাহলে কি এটাই বোঝা গেল না, যে আমরাই সঠিক?

বিষয়: বিবিধ

১৪৪৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File