সন্ত্রাস, গুলি ও শান্তিপূর্ন মিছিলে আক্রমন করার উস্কানিদাতা হিসেবে আইন প্রতিমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে গ্রফতার করা হচ্ছে না !!
লিখেছেন লিখেছেন সোহাগ ১০ এপ্রিল, ২০১৩, ০৩:৩৭:৫১ দুপুর
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, সুপরিকল্পিতভাবে দেশ ও গণতন্ত্র ধ্বংস করার চেষ্টা হচ্ছে। যারা এই নৈরাজ্য সৃষ্টি করছেন,যারা উস্কানি দিয়ে ধর্মীয় উন্মাদনা সৃষ্টির চেষ্টা করছেন- তাদের বিরুদ্ধে তদন্ত চলছে।
এ প্রসঙ্গে তিনি আরও বলেছেন, তদন্ত কাজ চলছে বলে ব্যবস্থা নিতে দেরি হচ্ছে। যেসব মিডিয়া ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করছে, উস্কানি দিচ্ছে-সেসব মিডিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচতি। ব্যবস্থা নেওয়া হবে।
বুধবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্মিলিত আওয়ামী সমর্থক জোটের ব্যানারে ২২টি সংগঠন আয়োজিত হরতালবিরোধী সমাবেশে আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
বিষয়: বিবিধ
১১২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন