কব্জি উড়ে গেলো পুলিশ কর্তার রাজশাহীতে জামায়াতের সঙ্গে সংঘর্ষে আহত ৩০
লিখেছেন লিখেছেন মেজর জলিল ৩১ মার্চ, ২০১৩, ১২:১৯:১১ দুপুর
৩১ মার্চ,২০১৩
Share on print 4
নিজস্ব প্রতিনিধি
আরটিএনএন
রাজশাহী: রাজশাহী নগরীর রাণীবাজার এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে সাত পুলিশ সদস্যসহ অন্তত ৩০জন আহত হয়েছে।
রবিবার সকাল সাড়ে ১০টার দিকে রাণীবাজারে মিছিল বের করে জামায়াত-শিবিরের কর্মীরা। পুলিশ তাদের বাধা দিলে সংঘর্ষ শুরু হয়।
এ সময় শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েককটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। পুলিশও রাবার বুলেট, টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড ছুঁড়ে তাদের ছত্রভঙ্গের চেষ্টা করে।
সংঘর্ষে সাত পুলিশসহ অন্তত ৩০জন আহন হয়। এদের মধ্যে তিন পুলিশ সদস্যকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশের পিএসআই মকবুল হোসেনের অবস্থা গুরুতর। বিস্ফোরণে তার দুই হাতের কব্জি পর্যন্ত মারাত্মকভাবে জখম হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাউন্ড গ্রেনেডের পিন খুলতে গেলে পিএসআই মকবুল হোসেনের হাতে সেটি বিস্ফোরিত হয়। এতে তার দুই হাতের কবজি উড়ে যায়।
তবে মহানগর পুলিশ কমিশনার এসএম মনির-উজ জামানের দাবি, জামায়াত-শিবিরের ছোঁড়া ককটেলে পিএসআই মকবুল হোসেন আহত হয়েছেন।
বিষয়: বিবিধ
১০৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন