এই মেয়ে তুমি কি বোঝনা তুমি আজ পন্য??? তোমার দর ওঠা নামা করে। তুমি যতটা নগ্ন তোমার বাজার দর ততটাই বেশি।

লিখেছেন লিখেছেন মেজর জলিল ১৬ সেপ্টেম্বর, ২০১৪, ১০:০৬:১০ সকাল

যৌন হয়রানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড সাইফুল ইসলাম সাময়িক বরখাস্ত(১৫/০৯/২০৪)। এটা নতুন কিছুনা, প্রায়ই এমন সংবাদ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের লাম্পট্য কোথায় পৌছেছে????এক্ষেত্রে পুরুষ শিক্ষকের পাশাপাশি কিছু ছাত্রীর অতি মাখামাখি ও সুযোগ প্রদান ও কিছুটা দায়ী। শিক্ষকের ফোন পেলে, শিক্ষকের ডাক পেলে আগ পিছ না ভেবে অনেককেই দেখা যায় খুশিতে বাকবাকুম করতে থাকে। তখন পাশ থেকে কেউ সাবধান করলেও উলটা তার উপর চটে যায়,উল্টা তাকেই অপবাদ দেয়া শুরু করে যেমন- ছোটলোক, ঈতর, নিচু মন মানসিকতার লোক, অশিক্ষিত ইত্যাদি। শিক্ষক কেন তোমাকে আলাদা দেখাবে??? কেন তোমাকেই বেছে বেছে বেশি বেশি ফোন দেবে??? তোমার ক্লাসে কি রিপ্রেজেনটিটিভ নাই??? নাকি বালিকা তুমি ই তাকে বুঝে শুনে সুযোগ দিয়েছ/দিচ্ছ???

অনেক মেয়েকে এমন ও বলতে শোনা যায়- স্যার আমাকে যখন ডাকবে, যেখানে ডাকবে আমি যাব।পড়া লেখার জন্য, ক্যারিয়ারের জন্য আমি সব করতে পারি??? হায়রে শিক্ষা, হায়রে ক্যারিয়ার????

আচ্ছা মেয়ে তুমি ই বল- তোমার কাছে কি ইজ্জত, সম্মান বড় নাকি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী আর চাকুরী নামের ক্যারীয়ার বড়???

আচ্ছা মেয়ে তোমার কি আত্মসম্মান নেই??? তাহলে কেন তুমি জেনে, বুঝে ঐ শিক্ষক নামে লম্পটের কাছে নিজেকে সপে দিচ্ছ??

আচ্ছা মেয়ে তুমি কতটা প্রগতিশীল, কতটা আধুনিক??? যেখেনে প্রগতিশিলতার নামে বড়ভাই, শিক্ষকের মনোরঞ্জনের উপকরন হতে হয় তোমাকে।

আচ্ছা মেয়ে তুমি কতটা সাংস্কৃতিকমনা??? যেখেনে সাংস্কৃতিক উতসবের নামে, র‌্যাগ ডের নামে বড় ভাইয়েরা, বন্ধুরা তোমার শরীর ছুয়ে মনোবাসনা পুর্ন করে, যেখানে নাচানাচির নামে পুরা ক্যাম্পাস তোমার শরীরের প্রদর্শনী উপভোগ করে।

এই মেয়ে তুমি কি দেখনা- অনুষ্ঠানে তোমার বিশেষ অঙ্গের ছবি কটতা ফোকাস করে পেজে, মিডিয়ায় দেয়া হয়???

এই মেয়ে তুমি কি দেখনা?? রেজাল্টের উতসবের সময় তোমার ছবিটাকেই হাইলাইটস করা হয়।

এই মেয়ে তুমি কি বোঝনা তুমি আজ পন্য??? তোমার দর ওঠা নামা করে। তুমি যতটা নগ্ন তোমার বাজার দর ততটাই বেশি।

ধিক্কার জানাই এই লম্পট বড়ভাই, শিক্ষকদের, ধিক্কার জানাই প্রতিশীলতার নামে, আধুনিকতার নামে বেহায়াপনাকে।

বিষয়: বিবিধ

২১৩০ বার পঠিত, ১০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

265685
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:১৫
egypt12 লিখেছেন : আমার পক্ষ থেকেও ধিক্কার রইল Happy]
265689
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:২৪
ওরিয়ন ১ লিখেছেন :
265692
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৩৩
ফেরারী মন লিখেছেন : খ্যাতি আর জৌলুসের ফাঁদে পড়ে মেয়েরা আজ তাদের চিন্তাচেতনাকে হারাতে বসেছে। তারা ভুলে যাচ্ছে তাদের শিকড়। বিলিয়ে দিচ্ছে তাদের সর্বস্ব।
265702
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১০:৪৭
কাহাফ লিখেছেন :
এসবের পিছনে সাম্প্রদায়িক মৌলবাদী স্বাধীনতা বিরোধী রাজাকার জামাত-হেফাজত চক্রের হাত আছে কিনা ত খতিয়ে দেখতে 'তথ্য বাবা'র স্মরণপন্ন হওয়া যেতে পারে।
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:৫১
209577
রিদওয়ান বিন ফয়েজ লিখেছেন : কাহাফ ভাই বলেছে ঃ এসবের পিছনে সাম্প্রদায়িক মৌলবাদী স্বাধীনতা বিরোধী রাজাকার জামাত-হেফাজত চক্রের হাত আছে কিনা ত খতিয়ে দেখতে 'তথ্য বাবা'র স্মরণপন্ন হওয়া যেতে পারে। Winking Winking Winking Winking
265722
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৪৯
দুষ্টু পোলা লিখেছেন : মেয়েদের পন্যভাবেন ক্যান? মানুষ ভাবতে পারেন না?
১৬ সেপ্টেম্বর ২০১৪ সকাল ১১:৫৬
209452
ইসলামী দুনিয়া লিখেছেন : মানুষ ভাবি বলেই তাদেরকে উপদেশ দেওয়ার চেষ্টা করি। পণ্য তো বানায় লম্পটরা।
265747
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ১২:৫৩

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 8870

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> লিটুয়ারা লিখেছেন : মেয়েরা পন্য আপনাকে কে বল্লো? ইসলামের অধিকারভুক্ত দাসীর যুগ কি আছে এখনো??
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০১:১৮
209496
মেজর জলিল লিখেছেন : জোরপূর্বক ভোগ করার যুগতো চলতেছে.।.।.।.।.।#লিটুয়ারা
265781
১৬ সেপ্টেম্বর ২০১৪ দুপুর ০২:০৫
ইবনে আহমাদ লিখেছেন : কাকে কাকে বলবেন। এক জাফর মিয়াই তো পোলাপাইনগুলার মাথা শেষ করে দিচ্ছে। কি করবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File