গুলির মুহূর্মুহু শব্দে প্রকম্পিত পল্টন
লিখেছেন লিখেছেন মেজর জলিল ১৩ ফেব্রুয়ারি, ২০১৩, ১০:০৮:০৫ সকাল
পুলিশের ছোড়া ফাঁকা গুলির মুহূর্মুহু শব্দে প্রকম্পিত হচ্ছে রাজধানীর পল্টন এলাকা।
জামায়াত-শিবির ঘোষিত বুধবারের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে নাশকতা ও মিছিল-সমাবেশ এড়াতে পুলিশ শত শত রাউন্ড ফাঁকা গুলি ছুড়ছে বলে জানা গেছে।
এদিকে, পল্টন, বাইতুল মোকাররম, ফকিরাপুল ও মতিঝিল এলাকা নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এসব এলাকায় মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক পুলিশ।
দিকে, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মতিঝিল, পল্টন ও এর আশপাশের এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। যেকোনো মুহূর্তে শিবির ও পুলিশের মধ্যে সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে।
এর আগে মতিঝিল এলাকায় শিবিরের ঝটিকা মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টাকালে পুলিশের ধাওয়ায় পালিয়ে যায় শিবিরের নেতাকর্মীরা।
নাশকতার আশঙ্কায় ভোর থেকেই এসব এলাকায় অভিযান চালিয়ে শিবির কর্মী সন্দেহে ২৭ জনকে আটক করেছে মতিঝিল থানা পুলিশ।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হায়াতুজ্জামন বিষয়টি নিশ্চিত করেছেন।
সকালে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকাল ৮টার দিকে মতিঝিল শাপলা চত্বর এলাকায় শিবিরের এক থেকে দেড়শ’ নেতাকর্মী লাঠিসোটা নিয়ে একটি ঝটিকা মিছিল বের করে। এ সময় মিছিল থেকে গাড়ি ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাদের ধাওয়া করে ছত্রভঙ্গ করে দেয়।
বিষয়: বিবিধ
১১১৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন