শাহবাগের ইশ্বর!!!!!!!!!!!!!!!

লিখেছেন লিখেছেন গ্রাম্য মাতব্বর ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৯:৫১:৩৮ সকাল

আমার এক শাহবাগী বন্ধুর কাছে জিজ্ঞেস করলাম, ‌আচ্ছা এতলোকের আয়োজন, এত লোকের খাবারদাবার, এগুলো কে দিচ্ছে?...বন্ধুটি বলল, ‌ঈশ্বর দিচ্ছেন ( নামে মুসলমান হলেও শাহবাগের বন্ধুটি স্রষ্টা অর্থে আল্লাহ শব্দের পরিবর্তে ঈশ্বর বলা পছন্দ করে )।

তাহলেতো ঈশ্বরকে দেখতে হবে। শাহবাগে এসে এক ঈশ্বরের দেখা পেয়েও গেলাম। পকেট থেকে থরে থরে টাকা বের করে দিচ্ছেন শাহবাগ আন্দোলনের নেপথ্যের এই ঈশ্বর। ক্যামেরা দেখে অবশ্য ভয় পেয়ে গেলেন। টাকা সামলে নিলেন। ভয় পেলেন ঈশ্বরের টাকা গ্রহণকারী ব্যাক্তিটিও। যাক অন্তত ঈশ্বর দর্শন হলো-------------------



১. ঈশ্বর টাকা দিচ্ছেন

২. ঈশ্বর টাকা গুনছেন

৩. ঈশ্বরের হাতে সব একহাজার টাকার নোট। কোন ভাংতি নাই

৪. ক্যামেরা দেখে টাকা লুকিয়ে ফেললেন ঈশ্বর। ভয় পেয়েছেন ঈশ্বরের সহকারীও..

৫. বক্তব্য দিচ্ছেন ঈশ্বর

৬. শাহবাগের রাতের মঞ্চও ঈশ্বরের দখলে

৭. মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর ব্যানারের সামনে ক্যামেরায় ঈশ্বরের পোজ

ঈশ্বর শব্দের ব্যাখ্যা যত পারুন শেয়ার করে সবাইকে ঈশ্বর এর পরিচয় দিন...

Click this link

বিষয়: বিবিধ

১৪৯৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File