মুজিব, ভুট্য, আওয়ামী লীগ, পাকসেনা আর ইনদীরা সব সমান
লিখেছেন লিখেছেন HangMe ০৩ মার্চ, ২০১৩, ০৫:৪৯:৫৪ সকাল
মুজিব, ভুট্য, আওয়ামী লীগ, পাকসেনা আর ইনদীরা সব সমান, সবার এক জায়গায় মিল। এর সবাই মুসলমান আর ইসলামের শত্রু । একারনেই আওয়ামীলিগ সরকার পাকিসতানকে অফিসিয়ালী ক্ষমা চাইতে বলেনি, ১৯৫ জন জঘন্য পাকিসতানি অপরাধীর বিচার করাতো দূরের কথা। এহন নাসতিক পাকসেনা আর ভুট্য-কে সমরথন দিয়ে জামাত ভুল করেছিলো। পাকিসতান-এর অখনডতা চাওয়ার পাশাপাশি জামাতের সেদিন ইসলামের শত্রু পাকসেনার সমালোচনা করা উচিত ছিলো।
বিষয়: বিবিধ
১২৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন