BNP তোমরা আসলেই বোকা !!!!!
লিখেছেন লিখেছেন বিপ্লবী ১৪ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৫৮:২৩ সন্ধ্যা
কারন তোমরা বিগত ৪ বসর ঘুমায় কাটালে আর জামায়াত শিবির নির্যাতিত নিপীড়িত হয়ে একটা অবস্থাত তইরী করল আর তোমরা ঐ অবস্থাকে কাজে না লাগিয়ে তোমরা উল্টা যারা জামায়াত শিবিরের আন্দোলনে দিশেহারা হয়ে সাহাবাগের নাটক শুরু করেছে তোমরা সেখানে সমর্থন দিলা !!!!!!!!!!!!!!
তোমরা যদি রাজনীতি বুঝতে জনগণের ভাসা বুঝতে জনগণের আবেগ কে কাজে লাগাতে পারতে তাহলে বাংলাদেশের দেশ বিরোধী ভাইরাস বাম ডাম রামের পিতা আওয়ামীলীগ জনগণের তোপের মুখে দেশ খালেদার হাত তুলে দিয়ে ইন্দিয়াতে যেতে বাধ্য হত।
তোমরা বুঝলেনা এই অবস্থা তৈরি করতে জামায়াতের হারাতে হয়েছে ২১ নেতা কর্মীকে আরও অসংখ্য নেতা কর্মী হারিয়েছেন শরীের বিভিন্ন অংশ যা সারা দেশের মানুষ সহ সারা বিশ্বের মানুষ দেখেছে তা দেশের মানুষ এই হাসিনার সরকারকে দেখতে চায়না এই সুজুগে খুব ভাল করেই পারতে দেশের মানুষকে সঙ্গে নিয়ে একটা দেশ বাঁচাও মানুষ বাঁচাও শ্লোগানের ব্যানারে
দাবী হত ৪ টি
1. অনতিবিলম্বে তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে দিতে হবে।
2. অনতিবিলম্বে যুদ্ধঅপরাধীর বিচারের নামে ব্যবসা বন্দ করতে হবে।
3. শেয়ার মার্কেট, হলমার্ক, পদ্মা ডাকাতি, এমএলএম ডাকাতি ও বিভিন্ন ব্যাংক থেকে লুট হয়ে যাওয়া টাকা অনতিবিলম্বে সরকারি কসাগারে জমা দিতে হবে ও
4. পিলখানায় ৫৭ সেনা অফিসার হত্যার বিচার করতে হবে।
এই দাবী গুলোর জন্য প্রতিটি বিভগে একেক টা স্কয়ারে পরিণীত হত
বিএনপি শুধু ঘোষণা করলেই জনগন বাস্তবায়িত করতেন বি এন পি ইচ্চা করলে এখনও পারেন
বিষয়: বিবিধ
১২৭০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন