বাংলাদেশকে নিয়ে কী হচ্ছে নিউইয়র্কে! যাচ্ছেন ৩ মন্ত্রীসহ সেনাপ্রধান??????????????

লিখেছেন লিখেছেন বিপ্লবী ১৩ জুন, ২০১৩, ০৭:৫৬:০০ সন্ধ্যা



বাংলাদেশকে ঘিরে কী হচ্ছে? কী হবে নিউইয়র্কে? চারিদিকে আলাপ-আলোচনা। গুঞ্জন, ফিসফাস রাজনীতিসচেতন প্রবাসীদের মাঝে। বাংলাদেশে বর্তমান বিরাজমান রাজনীতির উত্তপ্ত হাওয়ায় রাষ্ট্রের অত্যšত্ম গুরম্নত্বপূর্ণ ৪ ব্যক্তির একসঙ্গে নিউইয়র্ক আগমন উপলক্ষে এই কানাঘুষা।

কই দিনে ১২ জুন তারা নিউইয়র্কে নামবেন, ভিন্ন ভিন্ন ফ্লাইটে। বর্তমান সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূঁইয়া আসছেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে বৈঠক করতে।

পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু আসছেন নিজ নিজ এজেন্ডা নিয়ে। সেনাপ্রধান ৩ দিন অবস্থান করবেন নিউইয়র্কে।

১৩ জুন (সম্ভাব্য তারিখ) বৈঠকে বসবেন জাতিসংঘ মহাসচিব বান কি মুনের সঙ্গে। এজেন্ডা, জাতিসংঘে বাংলাদেশের শাšিত্মরক্ষী বাহিনীর নানা সুযোগ-সুবিধা ছাড়াও বেশ কয়েকটি প্র¯ত্মাব নিয়ে বান কি মুনের সঙ্গে বসার আগে বৈঠক করবেন জাতিসংঘের শাšিত্মরক্ষী বাহিনী সংশ্লিষ্ট কমিটির কর্মকর্তাদের সঙ্গে। সেখানে সেনাপ্রধান বেশ কয়েকটি প্র¯ত্মাব পেশ করবেন বলে বিশেষ সূত্রে জানা গেছে।

প্র¯ত্মাবের মধ্যে রয়েছে, বিশ্বের বিভিন্ন দেশে শাšিত্মরক্ষায় দায়িত্ব পালনরত বাংলাদেশি অফিসার ও সৈন্যদের যাতায়াতে নিজস্ব বিমান ব্যবহার করা, তাদের ব্যবহারসামগ্রী অর্থাৎ ড্রেস, টুপি, বুট ইত্যাদি বাংলাদেশ থেকে কেনাসহ আরো বেশ কয়েকটি স্বার্থসংশ্লিষ্ট বিষয়। এরপর সেনাপ্রধান বৈঠক করবেন বান কি মুনের সঙ্গে। সেনাপ্রধান ও মন্ত্রীদের আগমন উপলক্ষে নানা প্রস্তুতি নিচ্ছেন জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনের কর্মকর্তারা। সফরকে সফল করে তুলতে নীরবে ব্য¯ত্ম সময় পার করছেন তারা।

তবে বাংলাদেশের রাজনীতিতে চলমান বা¯ত্মবতায় এই সময়ে সেনাপ্রধানের জাতিসংঘ মহাসচিবের সঙ্গে বৈঠককে অনেকেই সহজভাবে নিতে পারছেন না। রাজনীতি বিশেষজ্ঞ গবেষক এবং বিশ্লেষকরাও কেবল প্রকাশ্য এজেন্ডাকে তাদের আসার একমাত্র কারণ বলে গ্রহণ করতে পারছেন না।

প্রবাসীরাও বলছেন, নিশ্চয়ই এসবের আড়ালে কোনো বিশেষ উদ্দেশ্য রয়েছে। কারণ, তা না হলে একই দিনে অর্থাৎ ১২ জুন ভিন্ন ভিন্ন ফ্লাইটে পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কেনই বা নিউইয়র্কে আসবেন। যদিও মন্ত্রীরা প্রত্যেকেই নিজ নিজ এজেন্ডা নিয়ে আসছেন বলে জানা গেছে একই সূত্রে। তবু বাংলাদেশের বর্তমান পরিপ্রেক্ষিতে একই দিনে দেশের সেনাপ্রধান, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিউইয়র্কে আসছেন, তাও পৃথক পৃথক ফ্লাইটে-বিষয়টাকে কেউ সহজভাবে নিচ্ছেন না। কাজেই অনেকেই জানতে চান, বাংলাদেশকে নিয়ে আসলে কী হচ্ছে নিউইয়র্কে?

নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ঠিকানায় বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এখবর নিশ্চিত করেছে।

একই সময়ে চারজন গুরুত্বপূর্ণ ব্যক্তির সফরের খবরে নিউ ইয়র্কে প্রবাসীবাংলাদেশিদের মধ্যে বেশ আলোড়নও সৃষ্টি হয়েছে।

তবে স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সফরের ব্যাপারে মোমেন বলেন, তাদের সফরের বিষয়ে এখনো ঢাকা থেকে কিছু জানতে পারেননি।

Click this link

বিষয়: বিবিধ

১৯৩৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File