দাওয়াত দানের বৈজ্ঞানিক পদ্ধতি

লিখেছেন লিখেছেন বিপ্লবী ০৬ এপ্রিল, ২০১৩, ০১:৩৩:৪৬ রাত



দাওয়তের ব্যাপারে মহান আল্লাহ রাব্বূল আল্লামীণ বলেছেন

‘‘ডাক তোমার প্রতিপালকের দিকে উত্তম নসিয়ত ও হেকমত সহাকারে’’

সুরা আন নাহল ১২৫

সতরাং মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হেকমত শিখিয়েছেন যারা দাওয়াতি কাজ করবেন তাদেরকে অবশ্যই কিছু হেকমত বা বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করতে হবে।

কয়েকটি বজ্ঞানিক পদ্ধতি এখানে লক্ক্যকরুন।

১) টার্গেট নির্ধারণ করা

আপনি যাকে এই মহা সত্যের দিকে আহবান করত করতে যাচ্ছেন মহান আল্লাহর শ্বাসত সত্য বিধান কায়েমের মাধ্যমে একটি সরাখী সমৃদ্ধ সমাজ ও দেশ গঠনের সম্পন দেখছেন তাকে এমন দেখে নির্বাচন করুন যেমনঃ

ক. বিচক্ষন

খ. অলস নয় কর্মঠ

গ. তুলনা মূলক উত্তম চরিত্র ও

ঘ.কর্মচঞ্চল যোগ্যতা সম্পন্ন লক্ক্যনিয়

২) বন্ধুত্ব স্থাপন

ক. সম্পর্ক হবে প্রগাঢ় প্রীতি পূর্ণ যা অবশ্যই সম্মানে হতে হবে

খ. বন্ধুত্বটি যেন যে কোন সুখ দুঃখে আপনার কাছে ছুটে আসেন এমনই

আস্থাভাজন হবে হবে।

৩ ) মনস্তত্ত্বিক বিশ্লেষণ অবশ্যই করতে হবে

ক. সময় নিয়ে সবুরের সাথে Observe করতে হবে।

খ. বন্ধু অবশ্যই নিজের কাছ থেকে চরিত্রগত ভাল দিক সম্পর্ক পরিষ্কার ধারনা লাভ করবে।

গ. বন্দুটি আসলে কোন মত ও পথের সেই বিষয়ে জ্ঞাত হওয়া একান্ত জুরুরি।

৪) চিন্তার ভারন্ত্রি উন্মোচন ও দূরকরার জন্য আপ্রাণ চেষ্টা করা ।

ক. রোগ অনুজায়ী চিকিৎসা করা

খ. সুচিন্তর জগত সুমুহে মনের ভিতর থেকে নানা ভ্রন্তি ক্রমান্বয়ে দুরকরা।

গ. সকল যুক্তি একদিনে দূর করার চেষ্টা না করা

ঘ. জোর করে নিজে তর্কে জয়ী না হওয়ার চেষ্টা না করা

৫) আদর্শ দাওয়াত দেওয়াঃ

ক. ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান এই বিধান মানব জীবনের সকল ক্ষেত্রে মান্য করার জন্য আল্লাহ পাঠিয়েছেন।

৬) ইসলামী আন্দোলনের দাওয়াত পেশ

ক. এই দাওয়াত পেশ করার পূর্বে টার্গেট কৃত বন্ধু ইসলামী দাওয়াত কবুলের জন্য প্রস্তুত কিনা সেই বিষয় আগে জেনে নিন।

খ. তাকে আগে জামায়াতের ৩ দফা দাওয়াত ও চার দফা কর্মসূচি ভাল করে অধ্যয়ন করার সুযোগ করেদিন।

গ. আন্দোলন ছাড়া দুনিয়াতে কোন আদর্শই প্রতিষ্ঠিত হয়নি এটা ভালকরে বুঝিয়েদিন।

ঘ।নুহ আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের প্রিয় নবী সাঃ পর্যন্ত প্রবল গন আন্দোলনের মাধ্যমে দুনিয়াতে ইসলামী তথা আল্লাহর আদর্শ প্রতিষ্ঠিত হয়েছে এটা বুঝানোর পরই কেবল বন্ধুকে ইসলামী আন্দোলনের দাওয়াত দিতে পারেন।

৭) ইসলামী সংগঠনের দাওয়াত দানঃ

ক. উনি যদি ইসলামী আন্দোলনের প্রয়োজনিতা স্বীকার করেন তবেই কেবল সংগঠনের দাওয়াত দিতে পারেন।

চলবে.........

(পরবর্তী কাজ পরের পোষ্টে জানতে পারবেন?

বিষয়: বিবিধ

১৯৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File