মিলন মেলা শুরু হবে, ইশ খুব ভাল লাগছে।

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৭ মার্চ, ২০১৩, ০২:৩২:৩২ দুপুর

আগামী ১৫ এপ্রিল মিলন মেলা নাকি শুরু হবে। ইতিমধ্যে মিলন মেলার একটি পোষ্টে এই খবর পেলাম। সাথে পেলাম এক ঝাঁক মেধাবী, অভিজ্ঞ, রুচিশীল, জ্ঞানী আর দায়িত্ববান ব্লগার সমৃদ্ধ "উপদ্ষ্ঠো প্যানেল"। আর তারা হলেন সর্বজন শ্রদ্ধেয়ঃ

১. আবু জারীর।

২. নজরুল ইসলাম টিপু।

৩. মুহাম্মদ লোকমান।

৪. নুরে আয়েশা সিদ্দিকা।

৫. রাহনুমা বিনতে আনিস।

মিলন মেলা শুরু হবে জানতে পেরে ভালই লাগছে। কিন্তু এই সময়ে মনে পড়ছে যাদের কথা, তারা হলেনঃ

১. হারুন আযিযীন নদভী্

২. মুফতি আমিনুদ্দিন।

৩. হাবীবুল্লাহ আল কাছেম।

৪. হাবীবুল্লাহ।

৫. কান্ডারী।

৬. গর্জন।

৭. ফারহা আখি।

৮. পবিত্র।

৯. জিন্দা শাহ জালাল।

গংদের।

কিন্তু তাদেরকে এই ব্লগে পাচ্ছিনা।

কাল সকালে ঘুম থেকে জেগে যদি ক্লিক করতেই ওদেরকে পাই, তাহলে খুবই খুশী হবো। তাদের নিরলস অংশ গ্রহণ মিলন মেলাকে করবে আরো প্রাণবন্ত।

সবার জন্য শুভ কামনা। ১৫ তারিখে আমি হাজির হবো কিন্তু।আপনারা আসছেন তো?

বিষয়: বিবিধ

১৩৬১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File