হযরত হোসাঈনের আশুরা বনাম আশুরার হোসাঈন

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ২৭ সেপ্টেম্বর, ২০১৭, ১২:৩৯:০২ দুপুর



১০ই মুহাররাম। ছোটকাল থেকে আমরা যা জানি, তাহলো আশুরা মানে হযরত হুসাঈন রা. এর শাহাদাত বার্ষিকী। আমরা যারা মীর মোশাররাফ হোসাঈনের বিষাদ সিন্ধু বইখানা পড়েছি, তারা তো রসের বেসাতি মিশানো কাহিনীর কারণে আরো উদ্দেলিত হওয়ার কথা।

সমর্থিত এবং অসমর্থিক সকল সুত্রের তথ্য এক সাথে মিলানোর পর ১০ই মুহররাম সম্পর্কে আমরা নিম্নোক্ত বিষয়গুলোর সন্ধান পাইঃ

- ১০ই মহররমঃ আদম (আঃ)কে সৃষ্টি করা হয়েছে।

- ১০ই মহররমঃ আদম (আঃ) কে বেহেশতে প্রবেশ করানো হয়েছে ।

- ১০ই মহররমঃ আদম (আ.) কে বেহেশত থেকে দুনিয়ায় প্রেরণ করা হয়েছে।

- ১০ই মহররমঃ আদম (আ.) এর তওবা কবুল করা হয় ।

- ১০ই মহররমঃ মা হাওয়া (আ.) এর সাথে আদম (আ.) পুনরায় সাক্ষাত হয়।

- ১০ই মহররমঃ আসমান-জমিন সৃষ্টি করা হয়েছে।

- ১০ই মহররমঃ চাঁদ-সূর্য, গ্রহ-নক্ষত্র, পাহাড়-পর্বত, সাগর-মাহাসাগর সৃষ্টি করা হয়।

- ১০ই মহররমঃ জন্ম গ্রহণ করেন ইব্রাহীম (আ.)।

- ১০ই মহররমঃ হযরত মূসা (আ.) এবং আল্লাহপাকের মধ্যে কথোপকথোন হয়েছিল।

- ১০ই মহররমঃ হযরত মূসা (আ.) এর উপর তৌরাত কিতাব নাজিল হয়েছিল।

- ১০ই মহররমঃ মূসা (আ.) তার সাথীদের নিয়ে নীল নদ পার হন এবং ফেরাউন বাহিনী পানিতে ডুবে মরে।

- ১০ই মহররমঃ হযরত আইয়ুব (আ.) দীর্ঘ ১৮ বছর কঠিন রোগ ভোগের পর সুস্থ হয়ে উঠেন।

- ১০ই মহররমঃ হযরত সোলায়মান (আ.) পুনঃ বাদশাহী লাভ করেন।

- ১০ই মহররমঃ দাউদ (আ.) এর তওবা কবুল করা হয়।

- ১০ই মহররমঃ হযরত ইউছুফ (আ.) তাঁর পিতা হযরত ইয়াকুব (আ.) এর সাথে মিলিত হন।

- ১০ই মহররমঃ হযরত ইসা (আ.) জন্ম গ্রহণ করেন।

- ১০ই মহররমঃ হযরত ইসা (আ.) কে আল্লাহপাক সশরীরে আসমানে তুলে নেন এই।

- ১০ই মহররমঃ আল্লাহপাক হযরত ইদ্রিস (আ.) কে জীবিত করেন এবং তাকে জান্নাতে উঠিয়ে নেয়া হয়।

- ১০ই মহররমঃ হযরত নূহ (আ.) এর জাহাজ চল্লিশ দিন পর পাহাড়ের কিনারে ভিড়ে।

- ১০ই মহররমঃ হযরত নূহ (আ.) জমিনে অবতরণ করেন।

- ১০ই মহররমঃ উম্মতে মুহাম্মদীর গুনাহ মাফ হয়।

- ১০ই মহররমঃ জিব্রাইল (আ.) দুনিয়াতে আগমন করেন।

- ১০ই মহররমঃ আল্লাহপাক দুনিয়াতে প্রথমবার রহমত নাজিল করেন ও রহমতের বৃষ্টি বর্ষণ করেন।

- ১০ই মহররমঃ হযরত ইউনুস (আ.) মাছের পেট থেকে বের হয়ে আসেন।

এতসব ঘটনার কারণে আশুরা বা ১০ই মুহররম আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়। বরং আমাদের কাছে গুরুত্বপূর্ণ এজন্য যে, আমাদের উস্তাদ, আমাদের আদর্শ নবী মুহাম্মদ সা. এটাকে গুরুত্ব দিয়েছেন মুসা আ. এর সাথীদের নিয়ে নীল নদ ফাঁড়ি দেয়ার স্মরণে ও শুকরে।

হযরত হুসাঈন রা. তাঁর জীবদ্দশায় আশুরা বা ১০ই মুহাররাম পালন করেছেন তার নানাজির দেখানো তরিকা রোযা রেখে। আশুরা মহিমান্বিত হযরত হোসাঈনের আত্মত্যাগের কারণে নয়। বরং আশুরার মহিমান্বিত দিবসে হযরত হোসাঈন রা. শাহাদাত বরণ করেন।

মধ্যপ্রাচ্যের ক্যালেন্ডার অনুযায়ী ০৯ই মুহাররাম আগামী জুমুয়াবার ২৯ সেপ্টেম্বর আর ১০ মুহাররাম শনিবার ৩০শে সেপ্টেম্বর। বাংলাদেশের ক্যালেন্ডার অনুযায়ী তা ২১ ঘন্টা পর ৩০ সেপ্টেম্বর ও ১ অক্টোবর শনিবার ও রবিবার হওয়া কথা।

আল্লাহ আমাদের সকল প্রচেষ্টাকে ইবাদত হিসাবে কবুল করুন। আমীন।

বিষয়: বিবিধ

১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File