৭১ এর আগেও জামায়াত রাজাকার ছিল
লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ১৯ মার্চ, ২০১৩, ০৬:০৩:৩০ সন্ধ্যা
রাজাকার মানে যদিও স্বাধীনতা বিরুধী বুঝানো হয়ে থাকে। কিন্তু প্রকৃত পক্ষে রাজাকার মানে স্বাধীনতা বিরুধী নয়। কারণ দৃশ্যত মনে হয় ৭১ সালে স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানের পক্ষে অবস্থান করাটাই রাজাকারী।
কিন্তু উপরের ছবিটি আমাদেরকে অন্য একটি ম্যাসেজ দেয়। কারণ ঐ ছবিটা ১৯৭০ সালের ১৮ জানুয়ারী তারিখের। পল্টন ময়দানে জামায়াতের জনসভাতে আওয়ামীলীগের হামলার দৃশ্য এটি।
এখন আওয়ামীলীগ জামাতের বিরুধীতা করছে ৭১সালে স্বাধীনতার বিরুধীতা করার জন্য। কিন্তু ৭১ আগে তথা ৭০সালে কেন ওদের জনসভায় হামলা করলো? তখনতো ওরা রাজাকার ছিলনা?
প্রকৃত কথা হচ্ছেঃ
আওয়ালীগের কাছে রাজাকার মানে স্বাধীনতার বিরুধীতা নয়। বরং ------------
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ আওয়ামীলীগের বিপক্ষে কথা বলা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ ভারতের বিরুদ্ধে কথা বলা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ ইসলামের পক্ষে কথা বলা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ তাবেদারী না করা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ মসজিদের জামায়াতে শামীল হওয়া।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ ক্লাস ফাঁকি দিয়ে মেয়েদের নিয়ে ফস্টি নষ্টি না করা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ ক্ষমতায় থাকলে ২টাকারও দূর্ণীতি না করা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ নিজের মা বোনকে লম্পটদের লালসার বস্তু হতে বারণ করা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ ধর্ষনের সেঞ্চুরীতের সহযোগিতা না করা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ হলমার্ক পদ্মা সেতু আর ডেসটিনির মতো দূর্নীতির ব্যাপারে কথা বলা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ শেয়ার বাজারের দরবেশদের ব্যাপারে নিরব না থাকা।
আওয়ামীলীগের কাছে রাজাকার মানেঃ বিএনপির পক্ষে কথা বলা।
তাই বলি,
৭১ এর আগেও জামায়াত এই কর্মগুলি করেছে বলে ওরা ৭১ এর আগেও রাজাকার ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে।
এই কর্মগুলোর কোন একটি করার কারণে আজ মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী রাজাকার।
এই কর্মগুলোর কোন একটি করার কারণে মুক্তিযোদ্ধের সেক্টর কামান্ডার মেজর জলিলও রাজাকার ছিলেন।
বিষয়: রাজনীতি
১৬৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন