যুদ্ধাপরাধ ট্রাইবুনালঃ প্রসিকিউশনের প্রতি ০১ ডজন প্রশ্ন

লিখেছেন লিখেছেন আধা শিক্ষিত মানুষ ০৬ সেপ্টেম্বর, ২০১৬, ১১:১৭:২৭ সকাল



যুদ্ধাপরাধ-মানে লুট, ধর্ষন, অগ্নিসংযোগের মত অপরাধের সাথে জড়িত ব্যক্তির বিচার করা হলো। এই বিচারের শিকার হয়ে জামায়াতের শীর্ষ নেতা বলতে যাদের বলা হতো, তারা সবাই বিদায় নিয়েছেন।

প্রসিকিউশন! আপনারা তো উনাদের বিরুদ্ধে অনেক অনেক তদন্ত করেছেন। আমার বিশ্বাস উনাদের পায়ের প্রতিটি বালুকনাও আপনাদের নখদর্পনের। দয়া করে বলবেন কি?

১. উনাদের ফাঁসির পর কার ব্যাংক একাউন্টে কত টাকা পাওয়া গেছে। কতটাকার শেয়ার আছে? সুইস ব্যাংকে কতটাকা আছে?

২. ১৯৭১ সালের পর উনারা জনপ্রতি কতটি ধর্ষন করেছেন বলে রেকর্ড আছে?

৩. ১৯৭১ সালের পর উনারা কতটি বাড়িতে অগ্নিসংযোগ করেছেন বলে প্রমাণ পেয়েছেন?

৪. ১৯৭১ সালের পর উনারা কতটি স্থানে লুঠের ঘটনার সাথে জড়িত বলে অভিযোগ আছে?

৫. উনাদের ছেলে সন্তানরা রাষ্ট বা দল থেকে বাবার নাম ব্যবহার করে কি কি সুবিধা গ্রহণ করেছে?

৬. উনাদের ছেলেরা বাবার পরিচয়ের কারণে দলে কোন কোন পদ দখল করেছে?

৭. উনাদের বাসায় কতজন করে রক্ষিতার সন্ধান পাওয়া গেছে?

৮. জমি দখল, ঘাট দখল, নদী দখল চর দখল ইত্যাদির মতো জঘন্য অপরাধের কতটির সাথে উনাদের সম্পর্ক বা সংশ্লিষ্টতা আছে?

৯. উনাদের দ্বারা পরিচালিত ইসলামী ব্যাংক হতে উনারা কতটাকা গ্রহণ করে এখন কে কে ঋণ খেলাফী অবস্থায় রয়েছেন?

১০. ইসলামী ব্যাংক নামক বস্তুটা এতদিনে দখলমুক্ত হওয়ার পর জঙ্গি অর্থদাতা হিসাবে কয়টি কেইস অনুসন্ধানে পাওয়া গেছে?

১১. ইবনে সিনাতে অনিয়মের কারণে এ পর্যন্ত কতজন মানুষ অভিযোগ করেছে? যা অন্যান্য হসপিটালের তুলনায় শতকরা হার কত?

১২. উনাদের কর্তৃক পরিচালিত প্রতিষ্ঠান সমূহে আর্থিক হিসাব আপডেট পাওয়া যায়নি বা হিসাবে অনিয়ম পাওয়া গেছে এমন প্রতিষ্ঠান কোনটি কোনটি?

যদি উত্তর দেন তাহলে জাতি জানার সুযোগ পাবে উনাদের চরিত্র সম্পর্কে। প্রসিকিউশন বা তার অনুগামী কেউ এসাহস করবেন কি?

বিষয়: বিবিধ

১৬৯১ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

377226
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০১:২০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রশ্ন আছে উত্তর নাই!
377241
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০২:৪৩
আনিসুর রহমান লিখেছেন : Thanks for your post. I think the way you raise the Question is good but not strong enough.
For instanc, the question is, unlike "Target year" 1971, did these JI leader involve any sort of crime, Before or After 1971. If the answer is NO then the anti-Islamic ragime claim are Baseless and the Target year, 1971, are VOGUS
377243
০৬ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:২৩
হতভাগা লিখেছেন : উনারা সাইজ হয়েছেন ৭১ এ উনাদের কাজের জন্য ।

৭১ এর পর ভাল মানুষ হয়ে গেলেও আগের পাপগুলো তো মুছে যায় নি । তারা সেই পাপের জন্য ক্ষমা চেয়েছে বলেও শোনা যায় নি বরং দম্ভও করেছে মাঝে মাঝে ।

যে পাপের জন্য ক্ষমাই চায় নি পরবর্তীতে ভাল কাজ করলে সেটা মুছে যায় ?
০৭ সেপ্টেম্বর ২০১৬ সকাল ১০:২৩
312730
আধা শিক্ষিত মানুষ লিখেছেন : আরে হতভাগা, আমার তো প্রশ্ন এখানেই। যে মানুষ গুলো ৭১ এর আগে পরে এধরণের অপরাধের একটাও করেনি, তাদের হঠাৎ করে কি হলো, যে ঐ অপরাধ গুলোর সাথে জড়িত হতে হবে। যাদের এই ধরণের অভ্যাস থাকে, তারা তো কোন না কোন সময় সুযোগ মতো এটা করার কথা। কিন্তু করে নি। মানে ৭১ এ যে অভিযোগ গুলো আনা হচ্ছে, তা ১০০ ভাগ মিথ্যা।
০৭ সেপ্টেম্বর ২০১৬ দুপুর ০৩:১১
312734
হতভাগা লিখেছেন :


এরকম যাদের যাদের ফাঁসি কার্যকর হয়েছে পরের দিন খবরের কাগজে কি কারণে ফাঁসি হয়েছে সেটা বলা থাকে।

মাফ না চেয়ে গর্ব করাটাই তাদের জন্য কাল হয়েছে যতই ৭১ পরবর্তী ভাল মানুষ হয়ে যাক না কেন ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File